রবের বান্দা
লিখেছেন লিখেছেন সালাহ ২২ জানুয়ারি, ২০১৪, ১২:৩৭:২৭ দুপুর
আমার কিছু বন্ধু আছে
চিনিনা যাদের ।
যতনে রাখি মন মাঝে -
ভুলিনি তাদের ।
যাদের কিছু আচার -
দেয় ভীষন কষ্ট ।
তাদের তরে আমার -
হয় মরন পষ্ট ।
বলি তাদের বন্ধু কভু -
দিওনা ব্যথা ।
ডাক মায়ার সুরে তবু ,
শুনবে কথা ।
মূর্খেরা গালি দেয় বারে ,
জ্ঞানীরা সয়ে যায় ।
কুকুর তার কাজ সারে ,
কামড় ঠুকে পায় ।
যদি গালি দেয় কোন ভাই -
ভুল বুঝে তোমায় ।
যাবে তুমি সেই পথে তাই -
সব জেনে স্রস্টায় ।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যিকারের বান্দা হবার তাওফীক দান করুন। আমীন
ভাই সালাহকে অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন