রাঙ্গামাটির জামাই এখন ব্লগের প্রথম পাতায়
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই ২২ জানুয়ারি, ২০১৪, ১২:১০:২৯ দুপুর
রাঙ্গামাটির জামাই এতদিন শুধু ফেসবুকে ছিলো। এখন ফেসবুক পেরিয়ে চলে এসেছে ব্লগে, ব্লগের একাউন্ট খোলার পরই ব্লগের প্রথম পাতায় আসতে পারিনি। কয়েকটা লেখা দেয়ার পর ব্লগের প্রথম পাতায় আজ স্থান করে নিলাম। এখন থেকে ব্লগে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ। ফেসবুকে রাঙ্গামাটির জামাইয়ের ১টি মাত্র আইডি আছে, তাই চাইলে ফেসবুকে রাঙ্গামাটির জামাই লিখে সার্চ দিয়ে এড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে প্রথম পাতার লেখার সুচনা করলাম। ইনশাআল্লাহ আপনাদের হয়তো কিছু ভালো লেখা উপহার দিতে পারবো। তবে আমার লেখার যৌগ্যতা কম, এইটা সবাইকে জানিয়ে রাখছি।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ব্লগে স্বাগতম জানাই
জামাইর বিয়ে নিয়ে লেখা চাই
জামাইকে হাতুড়ি দিয়া
০ আপনার কাছ থেকে রাঙ্গামাটিসহ বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের সাথে সম্পৃক্ত খবরের নিয়মিত আপডেট পাব - এই আশা কি করা যায় , ইনশা আল্লাহ ?
মন্তব্য করতে লগইন করুন