সমকামি মন্ত্রি দিপু মনির স্বপ্ন এবং রুপবান
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই ২২ জানুয়ারি, ২০১৪, ০২:৫৬:০৯ দুপুর
কিছুদিন আগে দিপুমনি বলেছিলো সরকার সমকামীদের পক্ষে আছে, খুব বেশিদিন হচ্ছে না। তখন জনগণের কাছে তিনি সমকামী মন্ত্রী হিসেবে পরিচিত হন। তবে ভারতের গোলামি করায় ততটা এক্সপার্ট ছিলো না এই মন্ত্রি। যে কারনে এইবার প্রতিষ্ঠিত কোন মন্ত্রনালয়ে স্থান পায়নি এই সমকামী মন্ত্রী। কিন্তু, আওয়ামীলীগ ভুলতে পারেনি দির্ঘদিনের সহযোগী এই সমকামী মন্ত্রীকে। তাই তারা অনুমোধন দিয়ে দিলো সমকামীদের ম্যাগাজিন রুপবানকে। আর দিপুমনীকে অঘোষিতভাবে সমকামী মন্ত্রনালয়ের দায়িত্বও দেয়া হয়েছে। এবং তাকে শান্তনা দিয়ে জানানো হয়েছে যে, আপনি দিল্লির গোলামী সফলভাবে করতে পারলে আপনাকে প্রকাশ্যে কাজ করার মত কোন মন্ত্রনালয়ে কাজ দিতাম, কিন্তু, আপনি সেইখানে ব্যার্থ। তবু আপনাকে এই অঘোষিত মন্ত্রনালয়ের মন্ত্রীত্ব দিলাম, আর আগে আপনি এইসবের জন্য বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হতো, কিন্তু, এখন থেকে দেশেই এইসব পাবেন। এইটা আপনার জন্য অতিরিক্ত পাওয়া।
বিষয়: রাজনীতি
৫২৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদেরকে ও আমাদের সমাজকে তা থেকে রক্ষা করতেই হবে।
মন্তব্য করতে লগইন করুন