তোমরা যারা মানবতাবাদী হতে চাওঃ

লিখেছেন লিখেছেন Medha ২২ জানুয়ারি, ২০১৪, ০২:৪৫:১৫ দুপুর

তোমরা যারা মানবতাবাদী হতে চাওঃ

কাদের মোল্লার ফাসি হয়ে গেছে এ জন্য আমি খুব খুশি।তাই ইদানিং আমার খুব ঘুম হয়। প্রতিদিন ভোর আটটা-নটায় ঘুম থেকে উঠি।

আজকে ভোর আটটায় ঘুম

থেকে উঠে একটু বাসার বাইরে হাটাহাটি করার জন্য বের হয়েছি। এমন সময় দেখলাম আমার গেটের কাছে একজন জরাগ্রস্থ বৃদ্ধ শীতে কাপছে।

স্বাধীনতা র ৪২ বছর পরেও আমার মত খত্নাবিহীন ফিল্টার

ওয়ালাকে এমন একজন বৃদ্ধাকে এরূপ অবস্থায় দেখতে হবে সেটা কল্পনাও করিনি ।এসবই জামাত ও হেফাজতের ষড়যন্ত্র।বৃদ্ধট কে যখন দেখেছিলাম তখনই আমার শাহবাগের সেই বৃদ্ধটির কথা মনে পরে গেল।যে বৃদ্ধটি কাদের মোল্লার যাবজ্জীবন রায় হওয়ার পর গোসল করা বন্ধ করেছিল।

শুনেছি ,সে কাদের মোল্লার ফাসি হওয়ার পর গোসল করেছে।

বৃদ্ধটিকে দেখে আমার খুব মায়া হল। আমি আমার কাশ্মিরী চাদরটা তাকে দেয়ার জন্য ভাবলাম। কিন্তু তাতে আমিও

শীতে কাপবো। তাই চিন্তা করে আমার লুঙ্গিটা খুলে তাকে পরিয়ে দিলাম।

তোমরা জানো লুঙ্গি আমার প্রিয়

পোশাক।আমার প্রিয় পোশাক কেই উত্সর্গ করলাম একজন আর্ত মানবের জন্য।তোমরাও তোমাদের লুঙ্গি খুলে শীতার্তদের দাও ।

জাস্ট খুলে ফেল....

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165767
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
165789
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই এত সুন্দর করে ঘৃনা প্রকাশ করলেন খুব ভালো লেগেছে।
165828
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
Medha লিখেছেন : thanks....
165920
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : আমার যে আণ্ডার ওয়ার নেই৷ কি করি বলুনতো?
166020
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৫
Medha লিখেছেন : আণ্ডার ওয়ার কি new na old, old chera hole den..@শেখের পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File