রাঙ্গামাটির জামাই এখনো অবিবাহিত
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই ২৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৯:৩১ সকাল
ব্লগের প্রথম পাতার প্রথম পোষ্টে কিছু ভাই আমার বিয়ের গল্প চেয়েছেন। কিন্তু, আমি এখনো অবিবাহিত। আমার রাঙ্গামাটির মেয়েকে বিয়ে করার কথা ছিলো।কিন্তু, রাঙ্গামাটির বেশিরভাগ মেয়েগুলো বাটপার হয়তো। সেই তালিকায় পড়ে গেলো আমার টার্গেট করা মেয়েটা।সেই মেয়েটার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো।বিয়ে করারও কথা ছিলো। কিন্তু, বিয়ের কথাবার্তা বলার আগেই আমার খাচা ভেঙ্গে মেয়েটা উড়াল দিলো অন্যের খাচায়। আমি সেই কষ্ট ভুলতে পারছিলাম না। তাই অনলাইনে সময় দিতে লাগলাম। ১সময় খুলে ফেললাম রাঙ্গামাটির জামাই নামে ফেসবুকে একটা আইডি, তারপর ভাবলাম ফেসবুকে থেকেই বা কি হবে। চলে যায় ব্লগে। ব্যাস,খুলে ফেললাম ব্লহে আইডি। শুধুমাত্র বিডিটুডেতে ব্লগ একাউন্ট খুললাম! এরপর ২/৩টা লেখা দিয়ে ব্লগের প্রথম পাতায় আসলাম।বাস্তব জগতে নিজেকে রাঙ্গামাটির জামাই হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলেও অনলাইন জগতে এই নামে প্রতিষ্ঠিত করে ফেলি।কষ্ট সইতে হবে জানি। তবুও কিছুটা কষ্ট লাঘব করার জন্য, নিজের মনকে শান্তনা দেয়ার জন্য অনলাইনে নিজেকে রাঙ্গামাটির জামাই হিসেবে প্রতিষ্ঠিত করছি। তবে আপনারা চাইলে প্রেমের গল্প বলতে পারবো।
বিষয়: বিয়ের গল্প
১৫২৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ সারাদেশেই এরা আছে
মন্তব্য করতে লগইন করুন