রাঙ্গামাটির জামাই এবং রাঙ্গামাটির মেয়ে বাঙ্গালি
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই ২৫ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:৩২ রাত
রাঙ্গামাটির বিষয়্টা আসলে অনেকেই ভাবে যে এরা পাহাড়ি। সেটা একটা ভুল ধারনা। পার্বত্য চট্টগ্রামে ৫২ভাগ বাঙ্গালি বাস করে। আমি রাঙ্গামাটির জামাই আমার বাড়ি রাঙ্গামাটির বাইরে এবং পার্বত্য চট্টগ্রামেরও বাইরে। আর সেই অনুযায়ী আপনি বিনা দ্বিধায় ধরে নিতে পারেন আমি বাঙ্গালি। অনেকেই ভেবে থাকতে পারেন মেয়েটা যেহেতু পাহাড়ের সে হয়তো পাহাড়ি হবে। আসলে এইটাও আপনার একটা ভুল ধারনা। মেয়েটাও বাঙ্গালি আমিও বাঙ্গালি। সুতরাং, কেউ কখনো পাহাড়ি আমাকে বা আমাদের পাহাড়ি ভেবে বিভ্রান্ত হবেন না। আমার সাথে কিছু পাহাড়ি বন্ধুর সম্পর্ক আছে, আমার প্রকৃত পরিচয়ে। তাদের ১জন চাকমা, ২জন মারমা। বাকিদের সাথে এত ভালো সম্পর্ক নেই।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি তাহলে জামাই বাবু, মাইয়ার খবর লঅ ক্যারে?
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন