" একটি কবিতা লিখব বলে"
লিখেছেন লিখেছেন লেলিন ২৫ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:০৪ রাত

তোমায় নিয়ে একটি কবিতা লিখব বলে।
সারাদিন তোমার জন্য ছটপটানি।
এলোমেলো ভাবনায় ডুবে থাকা
তোমায় আবিষ্কারের আশায়।
ঘুম,গোসল,খাবার সবকিছুতেই শুধু তোমায় খুঁজি।
তোমায় নিয়ে একটি কবিতা লিখব বলে
সারাদিন আমার সমস্ত হৃদয়, সমস্ত দেহ
তোমার মায়ায় ডুবিয়ে সে যে কি হাঁসফাঁসানি । তারপর
যখন তুমি আমার কবিতায় ধরা দিলে
সে যে কি মানসিক চাপ , সে যে কি উৎকণ্ঠা । সত্যি,
সত্যি তুমি বিশ্বাস করতে পারবে না।
তোমার জন্য কতখানি ব্যাকুল হয়েছিলাম
তোমায় নিয়ে একটি কবিতা লিখব বলে।
অতঃপর যখন
তোমার নিয়ে একটি কবিতা লেখা হল।
ভালোবেসে তোমায় কবিতার নায়িকা বানালাম।
এখন তুমি আমার কবিতার নায়িকা। তাই
আবার নতুন করে তোমায় নিয়ে বিভোর আমি।
নতুন কোন কবিতার সন্ধানে।
এখন তুমি লেগে আছো আমার চলনে বলনে
আমার স্বপ্নে, জাগরণে, ধ্যানে, জ্ঞানে আমার সবখানে
নতুন করে তোমায় নিয়ে একটি কবিতা লিখব বলে।
বিষয়: বিবিধ
২০০২ বার পঠিত, ২৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/writerlelin ফেসবুকে আমি ।
চুক চুক
চুক চুক
ফেসবুকে আমি https://www.facebook.com/writerlelin আসেন ....
কিভাবে আমার চোখ ফাকি দিলো
আপনার শূন্যতা আর রইলনা।
এখন মনে হল সবটুকু পরিপূর্ণ হল। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আপনাকে পাশে পেলে অনেক ভাল লাগে।
মন্তব্য করতে লগইন করুন