ভাঙ্গা হাতে - কলিজার টুকরা নবী সঃ স্মরনে
লিখেছেন লিখেছেন সালাহ ১৬ জানুয়ারি, ২০১৪, ০১:২৯:৪৯ দুপুর
কলিজার টুকরা রাসুল সঃ স্মরণে ভাঙ্গা হাতের লিখন
নবী আমার জান ,
নবী আমার প্রান ।
রাসুল আমার শান ,
রাসুল আমার মান ।
আরব মরুর বুকে ,
হাজার বছর আগে ।
দুখিনী মা'র কোলে ,
আসলে উষা হয়ে ।
মরত মানুষ পথে ঘাঁটে ,
লেগে থাকত দাঙ্গা ।
লড়াই করত জাতে জাতে
ছিল উহার সঙ্গা ?
দাঙ্গার বদলে তুমি মানব -
দিলে তাদের শান্তি ।
তোমার ছোয়ায় ভ্রষ্ট কাফের -
পেল স্বাদের মুক্তি ।
নারীর কোন মান ছিল না ,
ছিল না তার অধিকার ।
ভোগের মাল বলে তাদের ,
দিত জ্যান্ত কবর ।
মা - মেয়ে আর বোনের নামে ,
করলে আলোকিত ।
সে দিন থেকে নারীর জাতি ,
সকলে সমাদৃত ।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন