ফিতা হুক কি বলে‼

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৬ জানুয়ারি, ২০১৪, ০১:৩১:০৫ দুপুর



ফিতা হুক বলে: …….. সেখানে অনেক নারীর মাঝে শুধু আমাকেই বাঙ্গালী বলে মনে হয়। কেননা তারা সবাই মুখ ঢেকে রাখে। আর যাই হোক তারা বাঙ্গালী না। এর অর্থ কি?

তার মতানুসারে

• নগ্নতার নাম বাঙ্গালী

• অবৈধ যৌনতার জন্য আহ্বান করার নাম বাঙ্গালী

• অবৈধ যৌনতার নাম বাঙ্গালী

• তার মত কুৎসিত চেহারার অধিকারীরাই বাঙ্গালী

• আধুনিকতার নামে বেহায়াপনার নাম বাঙ্গালী

• আধুনিকতার নামে জাহেলিয়াত প্রকাশ করার নাম বাঙ্গালী

• এইডস আমদানীর নাম বাঙ্গালী

• পার্কে গিয়ে ফষ্টিনষ্টি করার নাম বাঙ্গালী

• নিজ স্বামীকে ছেড়ে পরকিয়ায় জড়িয়ে পড়ার নাম বাঙ্গালী

• বিবাহের পূর্বেই আসল মজা নেওয়ার নাম বাঙ্গালী

• বাড়ী ছেড়ে অন্যের সাথে নিরুদ্দেশ ভ্রমণের নাম বাঙ্গালী

• পণ্য হিসেবে নিজেকে প্রকাশ করার নাম বাঙ্গালী

• যৌন পল্লীতে যারা অস্থান করে তারা বাঙ্গালী

• অর্থের বিনিময় দেশ ও জাতির বিরুদ্ধ কথা বলার নাম বাঙ্গালী

• ভীন দেশের নগ্ন কালচার মেনে চলার নাম বাঙ্গালী

• ভদ্রতার বিরোধিতা করার নাম বাঙ্গালী

• রুচিহীনতার নাম বাঙ্গালী

• জাতিকে বিভক্ত করার নাম বাঙ্গালী

• স্বামীকে ঠকিয়ে নিজের বাসনা পুরন করার নাম বাঙ্গালী

• নারীদেরকে ধোকায় ফেলে সর্বনাশ করার নাম বাঙ্গালী

• ইভটিজিং 100% বাড়ানোর নাম বাঙ্গালী

• ধর্ষণ বিস্তারের করানো নাম বাঙ্গালী

• সংখ্যালঘুদের উপর অত্যাচার করে অন্যের উপর দোষ চাপানোর নাম বাঙ্গালী

• নিজ স্বার্থের জন্য দেশ ও জাতিকে বিক্রির পায়তারা করার নাম বাঙ্গালী

• স্বীয় ইজ্জত কে বিলিয়ে দেয়ার মাধ্যমে মিডিয়াতে চান্স পাওয়ার নাম বাঙ্গালী

• নেতাদের বিছানা সঙ্গী হওয়ার বিনিময় নেত্রী হওয়ার চান্স পাওয়ার নাম বাঙ্গালী

• মিথ্যা প্রচার করার নাম বাঙ্গালী

• সত্যের উপর মিথ্যার প্রলেপ দেয়ার নাম বাঙ্গালী









তাই যদি হয়। তবে আমরা তোমার মত বাঙ্গালী নই। আমাদের একটা পরিচয় আছে। আমাদের সম্মান বলতে একটা কিছু আছে। আমাদের পিতা-মাতা আছে। অর্থাৎ পিতা-মাতার ঘরেই জন্ম গ্রহণ করেছি। আমাদের দেশের ভৌগলিক সীমারেখা আছে। আমরা জাতিকে ঐক্য করতে শিখেছি বিভক্ত করতে শিখিনি। আমরা অর্থের বিনিময় জাতিকে, ইজ্জতকে, সংস্কৃতিকে বিক্রি করতে শিখিনি বা শিখবও না।

যদি তোমরা নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিয়ে অপমান মনে করো, তবে তোমাদের আদর্শ তাসলিমা নাসরিন। তার পথ অনুসরণ কর।

আরো মনে করিয়ে দিতে চাই, তোমার মন নিকৃষ্ট মহিলা দেশে অতি অল্পই জন্ম গ্রহণ করেছে এবং তারা ডাষ্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, যেমন তুমি হয়েছ।

আরো একটি কথা মনে করিয়ে দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা শেখ। তোমার মত যারা দলালী করেছে, তাদের পরিনাম কিন্তু অতি ভয়াবহ। কেননা যারা তোমাদের গাছে উঠিয়েছে, তাদের স্বার্থ ফুরালেই নিচ থেকে মই সরিয়ে ফেলবে। তার উদাহরণ তোমার কম জানা নেই।

বিষয়: বিবিধ

২৫২৭ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163129
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
হতভাগা লিখেছেন : পুরানো কাসুন্দি নিয়া ঘাটাঘাটি না করলেই কি নয় ?
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
117416
প্রিন্সিপাল লিখেছেন : সমাজকে সচেতন করাই উদ্দেশ্য।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
117417
প্রিন্সিপাল লিখেছেন : সমাজকে সচেতন করাই উদ্দেশ্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
163133
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
সালাহ লিখেছেন : হক কথা প্রকাশ করার জন্য ধন্যবাদ রহিল...
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০০
117418
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনকে ধন্যবাদ।
163134
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৩
বুড়া মিয়া লিখেছেন : যে যেখানের – সেখানকার মতোই সবকিছু দেখতে চায়, পতিতারা দেশটাকে চায় কেন সব জায়গা পতিতালয়ের মতো নয়, জারজরা - কেন সবাই আমার মতো নয়, তেমনি ২ টাকার ফিতা হুকের কাছেও কেন সবাই ফ্রীতে সব কিছু প্রদর্শন করে না যেখানে আমি ২ টাকায় দেহই বিলিয়ে যাই, আর সবতো আমার কাছে ফ্রী-ই!

এরকম সবজায়গায়ই থাকবে, তবে দুঃখের বিষয় আমাদের সমাজের কিছু ব্যক্তিবর্গ এদেরকে ষ্ট্যান্ডার্ড বাইয়ে নিতে চায়, তবে ইতিহাস বলে এরা বরাবরই আস্তাকুড়ে থেকে এসেছে এবং সেখানেই ফিরে গেছে। চিন্তার কিছু নাই!
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
117425
প্রিন্সিপাল লিখেছেন : অনেক সুন্দর কথা লিখেছেন।
অনেক ধন্যবাদ।
163137
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৬
আমি মুসাফির লিখেছেন : ভীন দেশের নগ্ন কালচার মেনে চলার নাম বাঙ্গালী


১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
117426
প্রিন্সিপাল লিখেছেন : তারা তো তাই বলতে চায়।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৯
118020
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : মাইয়াটারে বিয়া করতে মনচায়
163138
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
আহমদ মুসা লিখেছেন : মিতা হক না তিথা হক নামের কোথাকার কোন বাঙ্গালী মেয়ে কি বললো তাতে আমাদের কান দেয়া বা সায় দেয়ার সুযোগ ও সময় কোনটাই নেই। কারণ আমরা বাঙ্গালী বলতে বুঝি যাত্রা গানের নষ্টা ও বহুগামী দেহপরাসীনীকে। আমরা বাংলাদেশী, আমাদের আছে একটি ঐতিহ্যবাহী স্বকীয়তা। আমাদের পরিবারের মেয়েরা একেকজন মহারানী। এই মহারানীর মর্যাদা দিয়েছে আমাদের ধর্ম ইসলাম।
আমরা বাঙ্গালী বলতে চিনি পতিতালয়ের বেইশ্যাদেরকে। সুতরাং বাঙ্গালীর তকমা আমাদের উপর লাগাবেন না। আমাদের নারীরা অত্যন্ত মর্যাদাবান আত্মসম্মানে বলিয়ান ব্যক্তিত্বসম্পন্না।
আমরা বাঙ্গালী বলতে জানি যাদের মধ্যে গোলামী ও দাসী সূলভ মানসিকতা রয়েছে তাদেরকেই। সুতরাং আমাদেরকে বাঙ্গালী বলে বেইজ্জতি করার চেষ্টা করবেন না।
আমরা বাঙ্গালী বলতে শুনেছি স্বাজাতি ও দেশবাসীর সাথে গাদ্দারী করে মোনাফিকির মাধ্যমে মীর জাফর আর ঘসেটি বেগম হয়ে ইতিহাসের পাতায় কালো তালিকাভুক্ত হয়ে গালির পাত্রে পরিনতি হওয়াদের। সুতরাং আমাদের বাঙ্গালী বলে গালিগালাজ দিবেন না।
আমরা বাংলাদেশী, আমাদের রয়েছে নিজস্ব বিশ্বাস ও আদর্শ যা সার্বজনীন। আমরা গাইতে পারি বিশ্বজনিন সাম্যের গান। আমরাই দিতে পারি সমাজের প্রত্যেক শ্রেনী ও গোত্রের সমান মর্যাদা ও অধিকার। আমাদেরই রয়েছে পূনার্ঙ্গ এবং একমাত্র নির্ভূল জীবন বিধান। অতএব সাধু সাবধান!!!
আমরা বাঙ্গালী না। আমাদেরকে বাঙ্গালী বলে আর অমর্যাদা করো না!!! আমরা বাঙ্গালী নই। আমরা ইনসান।
অতএব বাঙ্গালী না হয়ে ইনসান হওয়ার চেষ্টা করো। এখনো পর্যন্ত তোমাদের তীর্তভুমিতে শতকরা ৬০ ভাগ মানুষ ন্যংটো হয়ে পাবলিক প্লেসে মলত্যাগ করে। সুতরাং সাবধান আমাকে ওদের সাথে তুলনা করে আমার ইজ্জতহানি করবে না। আমাদের রয়েছে একটি শালীন ও সুন্দর জীবন ব্যবস্থা। অতএব তোমরা মানুষ হওয়ার চেষ্টা করো। আর কত বাঙ্গালী বাঙ্গালী বলে নিজেকে টয়লেটের টাংকির মধ্যে হাবুডুবু খাবি? মানুষ হওয়ার চেষ্টা কর।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
117427
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আহমদ মুসা!
অনেক সুন্দর লিখেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
163139
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
শেষ বিকেলের লিখেছেন : আপনি এ কথা বলছেন কেন, আমাদের নবীও হরহামেশা দাসীদের সাথে অবৈধ যৌনতা করেছেন। তাছাড়া তিনি নিজের সাহাবিদের মাঝে মুতা প্রথা(টাকার বিনিময়র সেক্স) চালু করে গেছেন।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
117429
প্রিন্সিপাল লিখেছেন : আপনি তো ভাই, না জেনেই কথা বলেন।
ইতিহাস পড়ুন এবং নিজেকে বিবেকবান করে গড়ে তুলুন।
এভাবে না জেনে কথা বললে, মানুষ অজ্ঞ বলবে।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২১
118021
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : শেষ বিকেলের তোর বাবা কতজন? খানকির বাচ্চা- এখানে গদাম খাইতে ভালো লাগে তোর?
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
118566
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনি কথাটি ফিরিয়ে নিন। এবং ভাল করে বই পুস্তক পড়ে জ্ঞান নিয়ে তারপর বলুন। ধন্যবাদ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমিন।
163146
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
সালাহ লিখেছেন : নবী সঃ সম্পর্কে মিথ্যাচার থেকে বিরত থাকুন ।@ শেষ বিকেলের
163148
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
আলোর আভা লিখেছেন : ফিতা হুক বলে: …….. সেখানে অনেক নারীর মাঝে শুধু আমাকেই বাঙ্গালী বলে মনে হয়। কেননা তারা সবাই মুখ ঢেকে রাখে। আর যাই হোক তারা বাঙ্গালী না ।

উনার কথা ঠিক আছে যারা মুখ ঢেকে রাখে তাদের প্রথম পরিচয় তারা মুসলিম পরে বাঙ্গালী।আর যারা উনার মত তারা শুধুই বাঙ্গালী ।

ধন্যবাদ।
163149
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১০
163174
১৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
117510
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১১
163175
১৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : এইগুলো কি? নতুন কিছু দেন।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:১১
117911
প্রিন্সিপাল লিখেছেন : নতুন কিছু লিখব ইনশাআল্লাহ।
১২
163176
১৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৮
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : তবে আপনার লেখাটা সত্যিই ভালো লাগলো এই ভেবে যে, মানুষের এই বিবেকটা থাকলে সমাজ আর নষ্ট হয় না।]
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
117511
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তাওফীক দান করুন। আমীন
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:১২
117912
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই বলেছেন।
১৩
163211
১৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
সায়েম খান লিখেছেন : বাঙ্গালী হতে হলে অর্ধনগ্ন বা নগ্ন থাকতে হবে এই বিধান সংবিধানে কবে সংযোজিত হলো? যদি কখনো এইরকম বিধান সংবিধানে সংযোজন করাও হয় তবুও চরিত্রবান নারীরা কখনোই এই অন্যায় বিধান মানবে না, এতে যদি বাঙ্গালী জাতীর খাতা থেকে তার নাম কাটা যায় তবুও তাতে তাদের কোন দুঃখ থাকবেনা।
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
117512
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৪
163238
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
সত্যের বিজয় লিখেছেন : বুঝিনা ! যে কোন ইসলামিক পোষ্ট দেখলেই ঐ নাস্তিক্যবাদী "শেষ বিকেলের" এতো চুলকানি ওঠে কেনো ?
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
117513
প্রিন্সিপাল লিখেছেন : ওরা তো নিজে থেকে এরকম করে না। তাদের দাদাদের খুশী করা ও তাদের ঋণ পরিশোধ করার জন্য ওরকম করে থাকে।
১৫
163300
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
শেখের পোলা লিখেছেন : মুসলীম সর্বদাই মুসলীম৷ অমন বাঙ্গালী তারা হতে চাইবেনা৷
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৯
117564
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই বলেছেন।
অনেক ধন্যবাদ।
১৬
163410
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
জোবাইর চৌধুরী লিখেছেন : এরা মানুষ নামের কলঙ্ক।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩১
117915
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই বলেছেন।
অনেক ধন্যবাদ।
১৭
164401
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
অজানা পথিক লিখেছেন : বিরাট গবেষনা Oh go On প্রিন্সিপাল সাহেব
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
118677
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File