হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিশেষ মর্যাদার একটি বিষয়।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৮:১২ দুপুর
হযরত মুহাম্মদ (সাঃ)-এর পূর্বে যতো নবী দুনিয়াতে এসেছেন, তাঁদের সবার কাছেই সেই একই হযরত জিবরাইল (আঃ)-ই অহি নিয়ে আসতেন। কিন্তু, তাঁদের সকলকেই অহি নাযিলের পূর্বাহ্নে নির্ধারিত স্থানে যেতে বলা হোতো, যেখানে নিয়মিতভাবে অহি নাযিল হোতো। যেমনঃ হযরত মুসা (আঃ)-এর জন্য অহি নাযিল হোতো তুর পাহাড়ে। তাই অহি নাযিলের সময় তাঁকে ওখানে উপস্থিত থাকতে বলা হোতো।
একমাত্র ব্যতিক্রম, হযরত মুহাম্মদ (দঃ)। হযরত মুহাম্মদ (সাঃ) যেখানে থাকতেন, অহি সেখানেই নাযিল হোতো। অহির জন্য কোনো নির্দিষ্ট স্থানে হাযির হওয়ার জন্য তিনি আদিষ্ট হতেন না।
{ একজন প্রখ্যাত মুফতির ওয়ায়েজ-এর অনুসরণে। }
বিষয়: বিবিধ
২৩৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন