আহা, আজি এ বসন্তে
লিখেছেন লিখেছেন নীলসালু ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৭:১৩ দুপুর
আহা, আজি এ বসন্তে
এত ফুল হাতে ,
এত কাপল এক সাথে,
এত পাখি যায়,
আহা, আজি এ বসন্তে...
সখীর হৃদয় কুসুম-কোমল,
সখার আদরে আজি ভরে যায়।
বলে- "কাছে আস, একটু মিটি হাসো",
আসি আসি করেও,
সখী আসিতে না চায়।
আহা, আজি এ বসন্তে...
একা আছে যারা, সুখে আছে তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা।
ধ্বংশিনী নারীর নয়নের নীড়
সুখী জনে যেন দেখিতে না পায়।
যারা দেখেও দেখে না,
তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায়।
আহা, আজি এ বসন্তে...
(আজ বসন্তের প্রথম দিন কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে আজ ১৪ তারিখ। রবীন্দ্রনাথের গানটিকে ওরা আজকের কর্মের মাধ্যমে কুলষিত করছে বলেই আমি মনে করি। আর তাই নিজের চোখে দেখা বাস্তব চিত্রটি উপরে তুলে ধরেছি। গানটি নকল করার জন্য দুঃখিত।)
বিষয়: বিবিধ
২৬৬৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইরাম ভাবে কেমতে লিখেন?
তবে আজ আপনাকে খাইছি- আপনাকে ফেসবুকে দেখিনা ক্যালা?
আমারে ফেচবুকে পাইবেন না ক্যালা???
আছিতো এইযে খোঁচা দিছ লিংকু
এইখানে গুতা দিলেই আমারে পায়া যাইবেন
এইডা একডা কথা কৈলেন?????
মচৎকার হইছে...
একদম ডিটিজাল...
বিস্তারিত পড়ুন........
Click this link
আপনার নামে অনেক ফেবু আইডি খুলেছে অনেকে। আপনার লিঙ্ক তা দেবেন ?অবস্য আমি একটা তে রিকু পাতিয়েছে কনফার্ম হয় নাই।
ফেসবুক আইডি লিংক
ফেসবুক ফ্যান পেইজ লিংক
মন্তব্য করতে লগইন করুন