আই লাভ ইউ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৬:৪৪ দুপুর
আই লাভ ইউ
: দূর হ ছগল !
কেন , আজ তো ভ্যালেন্টাইন ডে...
: তাতে তোর বাপের কি ?
না, মানে আজ তো ভালবাসার দিন, সবাইকে ভালবাসা তো দোষের কিছু না..
:তোর মাকে,বাপকে ভালবাস গিয়ে....বিয়ে করে থাকলে বউকে..
কিন্তু আমি তো সকল মানুষকে ভালবাসতে চাই..
:তারাই তোর আসল ভালবাসার মানুষ.....অন্যকে সাহায্যের মাধ্যমে ভালবাস..
কিন্তু,তুমি সুন্দর....
: তুই তো বান্দর....
না,মানে যদি তোমার ভালবাসা পেতাম....
:আমি আল্লাহকে ভয় পাই...
কিন্তু যদি তুমি একটু ভালবাসতে...
:হারামজাদা,দুর হ...নইলে জুতোয় গু মাখিয়ে পেটাব...
তা,পেটাও কিন্তু একটু ভালবাসা দাও...
:শালা ওয়েস্টার্ন কালচার এর মাথার মগজ খেয়ে ফেলেছে....লজ্জা শরমও উঠিয়ে নিয়েছে....দূর হ ...এত অপমান করছি তারপরও দূর হয়না....
আমি তোমাকে ঝাড়া বাচব না...
:আমি নাই,তুই মর গিয়ে...
আমি চিরকাল তোমায় ভালবেসে যাব....
ক্রিং ক্রিং....এই তুমি কোথায় ?...
: সুইটি আমি তোমার দিকেই আসছি,একটু প্রাফিক জ্যামে আছি....
: শালা হারাম জাদার আসলেই লজ্জা শরম নেই,,,কোন ছ্যাবলার কাছে যাচ্ছে কে জানে...ভ্যালেন্টাইনের বাচ্চাদের কোনো লজ্জা শরম,হায়া,বোধ কিচ্ছু নেই...ফাকা,ফাপাভাবে অযথা জীবন পার করে দিচ্ছে.....কিছুদিন পর পর নতুন নতুন চেতনা খাইয়ে মুসলিম তরুন তরুনীদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে হত্যা করা হচ্ছে....এসব নির্লজ্জ বেহায়া,অপধার্তরা বুঝতেই পারছে না যে এরা দিনের পর দিন সমাজের জন্যে বিরক্তিকর এক বোঝায় রুপান্তরিত হচ্ছে.....
বিষয়: বিবিধ
৩৬৯৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব কি কবিতা! নাকি অন্য কিছু? যাই হোক তবে ঝাঁচটা একটু বেশী হইছে।
ভ্যালেন্স(টাইন)হীনদের মান ইজ্জত তো কিছুই রাখলেন না! সব পড়নের কাপড়টাও খুলে গেছে কিনা বলতে পারছি না। কারণ লজ্জাই চোখ বন্ধ হয়ে গিয়েছিল।
হা হা হা
মন্তব্য করতে লগইন করুন