শিরকের প্রাত্যহিক সংশ্রব।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১০ মার্চ, ২০১৪, ০৬:২৪:৪২ সন্ধ্যা
✔ "তুঝমে রব দেখতা হ্যায়,
ইয়ারা ম্যায় কেয়া কারুঁ।
সাজদে ছের ঝুকতা হ্যায়,
ইয়ারা ম্যায় কেয়া কারুঁ।
-----------------------------
তোমার মধ্যে রবকে দেখি,
বন্ধু আমি কি যে করি।
সিজদায় মাথা ঝুঁকে যায়,
বন্ধু আমি কি যে করি।"
{ 'রব নে বানায়া জোড়ি (প্রভু জুটিকে বানিয়েছেন)' নামক হিন্দী চলচিত্রে নায়ক-নায়িকার পরস্পরের প্রতি প্রেমাবেগে উচ্চারিত গানের কলি। } ---- নাউজুবিল্লাহ !!
✔ হিন্দী চ্যানেলগুলোর সৌজন্যে এদেশের অগনিত মুসলমান নারী-পুরুষ, বালক-কিশোর-যুবা প্রতিদিন জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে কতো যে শিরকের সংশ্রবে আসছেন, তার ইয়ত্তা নেই।
✔ ইসলাম-বিদ্বেষী, ভারত-প্রেমান্ধ সরকারেরও নেই এসবের প্রতি কোনোরূপ শাসন-নিয়ন্ত্রণের দৃষ্টিপাত।
✔ প্রতিনিয়ত এসব শিরকের প্রচারণা এদেশের মুসলমানদের অবচেতন মনের উপর বিষক্রিয়া চালিয়ে যাচ্ছে।
✔ উপসংহারঃ ধর্মীয়/সাংস্কৃতিক আগ্রাসন ভৌগলিক আগ্রাসনের চেয়ে অধিকতর সুদূরপ্রসারী ও ভয়াবহ।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
এখানেও শিরকি আছে।
মন্তব্য করতে লগইন করুন