হে তরুণ, একদিন তুমিও অভিভাবক হবে।

লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১২ মার্চ, ২০১৪, ১১:২৪:৩৮ রাত

হে কিশোর/যুবক,

আজ তুমি কৈশোর/তারুণ্যের প্রাণোচ্ছাসে টগবগ করছো। উঠতি বয়সের রঙ-মাখা চোখে পুরো দুনিয়াটাকে বহুবর্ণে বর্ণিল চাক্ষুষ করছো।

আজ তোমার নিকট বাবা-মা, পারিবারিক মুরুব্বিদের তুলনায় তোমার সহচর বা বন্ধু-বান্ধবদেরকে অধিকতর আন্তরিক ও হিতাকাঙ্খী প্রতীয়মান হচ্ছে।

বাবা-মা, হিতাকাঙ্খী মুরুব্বীদের হিতোপদেশ, সমালোচনা ও শাসন আজ তোমার কাছে অসহ্য ঠেকছে। অনেকসময়ই এদেরকে অমান্য করছো। কখনো হয়তোবা জ্ঞাত/অজ্ঞাতসারে এদের সাথে বেয়াদবীও করছো।

তোমার প্রায়শ ভাবনা জাগে যে, আমি কি আর এখনো সেই ছোট্টটি আছি নাকি ! কি দরকার আমাকে এতো আগলানোর ! কি প্রয়োজন আমাকে প্রতিনিয়ত এতো রকম শাসনের ! আমি কি এখন কম বুঝি নাকি !

এ হেন ভাবনাতেই তুমি বড়ো ভুল করছো। তুমি যতো বড়োই হও না কেনো বাপু, অভিজ্ঞতার দিক থেকে তোমার বাবা-মা, মুরুব্বিদেরকে তো তুমি অতিক্রম করে যেতে পারছোনা, পারবেও না। আর এ সব অকৃত্রিম হিতৈষী অভিভাবকের বিকল্প তুমি জগত-সংসারে কোথাও পাবে না।

শুধু বাবা কিংবা মা,---- দু'জনের একজনকে কখনো হারালেই কেবলমাত্র বুঝতে পারবে, তা কি ধন ছিলো তোমার জীবনে, কি তুমি হারালে।

তাই, হে কিশোর/যুবক, বয়োঃসন্ধিকালের প্রবল প্রাণোচ্ছাসকে একটু সংযত করো। আজ বাবা-মা, মুরুব্বিদের যে শাসন তোমার কাছে তেতো ঠেকছে, তার মধ্যেই তোমার জন্য প্রকৃত ও দীর্ঘস্থায়ী মিষ্টতা রয়েছে।

আর জেনো, একদিন তুমিও অভিভাবক হবে। সেদিন বুঝবে, বাবা-মায়ের আপাত কঠোর শাসনের অন্তরালে অকৃত্রিম স্নেহ, ভালোবাসা ও হিতকামনার এক স্নিগ্ধ ফল্গুধারা বহমান ছিলো। কিন্তু আফসোস, ততোক্ষণে তাঁরা তোমাকে ছেড়ে আরেক জগতে পাড়ি জমিয়েছেন।

তখন তাঁদের জন্য "রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়া নি সাগিরা" দোয়া করা ছাড়া আর কিছু দেয়ার সুযোগ তোমার থাকবেনা।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191427
১২ মার্চ ২০১৪ রাত ১১:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
১২ মার্চ ২০১৪ রাত ১১:৫০
142340
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ঠিক। ধন্যবাদ।
191730
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৬ মার্চ ২০১৪ রাত ০১:০৩
143527
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
191808
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
সজল আহমেদ লিখেছেন : আপু লেখাটি আমার ভাল লেগেছে খুব।
১৬ মার্চ ২০১৪ রাত ০১:০৪
143529
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগা, আমাকে উৎসাহ জোগাবে।
191998
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:১৫
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
১৬ মার্চ ২০১৪ রাত ০১:০৪
143530
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগা, আমাকে উৎসাহ জোগাবে।
192065
১৪ মার্চ ২০১৪ সকাল ১০:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Good Luck Rose Good Luck Good Luck Rose Good Luck Rose Good Luck Rose Good Luck Rose
১৬ মার্চ ২০১৪ রাত ০১:০৪
143531
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগা, আমাকে উৎসাহ জোগাবে।
192237
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সোহান আর চৌধুরী লিখেছেন : আলহামদুলিল্লাহ্
১৬ মার্চ ২০১৪ রাত ০১:০৫
143533
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File