সততা ও চরিত্রের আপেক্ষিকতা।

লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ০৪ মার্চ, ২০১৪, ০১:৫৯:৪০ রাত

✔ সমাজে অনেকেই কিছুদিনের পরিচয়ের অভিজ্ঞতায় কারো সম্পর্কে বিভিন্ন মাত্রায় 'সততা' কিংবা সৎ 'চরিত্র'-এর সনদ নির্দ্বিধায় দিয়ে দেয়। ...... "অমুক ব্যক্তি বেশ সৎ মানুষ কিংবা সৎ চরিত্রের মানুষ।"

✔ বাস্তবে 'সততা' কিংবা 'চরিত্র' জিনিসটা অনেকের ক্ষেত্রেই আপেক্ষিক।

✔ দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চালালে দেখা যাবে, কেউ হয়তো ৫,০০০ টাকা পর্যন্ত সৎ। টাকার অঙ্ক এর বেশি হলে তিনি সততা খুইয়ে বসেন। কারো সততা ১০,০০০ টাকা পর্যন্ত, কারো বা ৫০,০০০, কারো বা ১,০০,০০০, কারো বা ১০,০০,০০০ পর্যন্ত। এভাবে টাকার অঙ্ক দিয়ে সর্বদা সবাইকে যাচাই করা সম্ভব হয় না। তবে কেউ টের পাবে না, সুপরিকল্পিতভাবে এমন পরিবেশ-পরিস্থিতির নিশ্চয়তাবোধ সৃষ্টি করে সঙ্গোপনে নজরদারী করা গেলে সৎ হিসেবে সুপরিচিত অনেকেরই সততার চ্যুতি চাক্ষুষ করা সম্ভব। Happy

✔ মানুষের চরিত্রের বেলায়ও উক্তরূপ কথাগুলো অনেকক্ষেত্রে একইরূপে প্রযোজ্য। Happy

✔ উপসংহারঃ ধ্রুব ও অবিচল 'সততা' ও 'চরিত্র' সৃষ্টি সম্ভব একমাত্র প্রকৃত খোদা-ভীতির লালন ও দীর্ঘ অনুশীলন দ্বারা।

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186351
০৪ মার্চ ২০১৪ রাত ০২:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,অনেক চিন্তাশীল পোস্ট , ভালো লাগলো
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৯
138250
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
186356
০৪ মার্চ ২০১৪ রাত ০২:৪০
সজল আহমেদ লিখেছেন : কারো সততা আবার ১কাপ রংচা অথবা ১টা সিগারেট।
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:২০
138253
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ঠিক বলেছেন। Tongue
186377
০৪ মার্চ ২০১৪ রাত ০৩:৪৬
ভিশু লিখেছেন : সুন্দর বলেছেন! এক্ষেত্রে সবচে' কার্যকর ও অব্যর্থ অনুষঙ্গ হলো মহান রাব্বুল আ'লামীনের সার্বক্ষণিক ভয় তথা তাক্বওয়া! তবে সর্বোপরি হলো আল্লাহ সুবহানাহু ওয়াতা'লার ইচ্ছা, অনুগ্রহ ও সাহায্য লাভের উপযুক্ততা অর্জন করা! ধন্যবাদ!
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:২১
138255
তাবাসসুম তাহরিমা লিখেছেন : সহমত। পোস্টটির উপসংহারে আমি তাই বোঝাতে চেষ্টা করেছি। ধন্যবাদ।
186497
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, শিক্ষনীয় পোস্ট
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:২২
138256
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
186910
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৪৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : সুন্দর পোষ্ট।
০৭ মার্চ ২০১৪ সকাল ০৭:৩৮
139629
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File