স্বরচিত ফাঁদে পতন।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১৬ মার্চ, ২০১৪, ১২:৫৬:২৬ রাত
✔ সুদীর্গ সময়ব্যাপী সারাদেশে উপজেলা নির্বাচন, আওয়ামী সরকারের এক সুপরিকল্পিত রাজনৈতিক কূটচাল।
✔ ৫ই জানুয়ারীর অবৈধ ও অগ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী সরকারের বিরুদ্ধে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃনির্বাচনের দাবীতে বিরোধী দলীয় জোটের সম্ভাব্য আন্দোলনকে বিলম্বিত করানোর লক্ষ্যেই সরকার এ সময়ে এমন সুদীর্ঘ সময় জুড়ে উপজেলা নির্বাচনের পরিকল্পনা গ্রহন করেছিলো।
✔ কিন্তু, বিগত দু'দফা উপজেলা নির্বাচনের ফলাফল সরকারকে খুবই বেকায়দায় ফেলে দিয়েছে। বাংলাদেশের জনগন যে আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে, তা দেশে-বিদেশে সবার কাছে এ নির্বাচনের ফলাফল স্পষ্টতর করেছে।
✔ উপরন্তু, দলীয় সরকারের অধীনে যে কোনো সুষ্ঠু নির্বাচন অসম্ভব, বিরোধী দলীয় জোটের এমন দাবীর যৌক্তিকতা উপজেলা নির্বাচনে সারাদেশে আওয়ামী তান্ডবদৃষ্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
✔ উপসংহারঃ আওয়ামী রাজনৈতিক চাল-স্বরূপ উপজেলা নির্বাচন আওয়ামী সরকারের নিজের জন্যই 'শাখের করাত'-এ পরিণত হয়েছে।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"উপসংহারঃ আওয়ামী রাজনৈতিক চাল-স্বরূপ উপজেলা নির্বাচন আওয়ামী সরকারের নিজের জন্যই 'শাখের করাত'-এ পরিণত হয়েছে।"
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন