অহংকার জ্ঞানভান্ডারের সকল দ্বার রুদ্ধ করে দেয়।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ২১ মার্চ, ২০১৪, ১২:২১:১৩ রাত
আসুন, গল্প শোনা যাক। -----
✔ এক সাধক পন্ডিতের নিকট এক বিত্তবান অভিভাবক তার সন্তানকে শিষ্যরূপে গ্রহনের অনুরোধ নিয়ে এলেন। পন্ডিত মশায় প্রথম নজরেই ছেলেটির হাবভাব লক্ষ্য করে বিনীতভাবে তাকে শিষ্যরূপে গ্রহনে অসবীকৃতি জানালেন। কারণ ব্যাখ্যা করলেন, "আমাকে দিয়ে তোমার কিছু শেখা হবে না।"
✔ ছাত্রটি ও তার অভিভাবক 'কেনো শেখা হবে না' তা বুঝতে চাইলো এবং ছেলেটিকে শিষ্যরূপে গ্রহনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ করতে থাকলো। পন্ডিত মশায় উপায়ন্তর না দেখে, ছেলেটিকে একটি পানির জগ এবং ৩টি গ্লাস আনতে বললেন। ছেলেটি নির্দেশ পালন করে ওগুলো নিয়ে এলো।
✔ পন্ডিত মশায় নিজে জগ থেকে পানি ঢেলে ১ম গ্লাসটি কানায় কানায় পূর্ণ করে দিলেন, ২য় গ্লাসটিকে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলেন এবং ৩য় গ্লাসটিকে খালি এবং খোলা রাখলেন। এবার তিনি ছেলেটিকে ৩টি গ্লাসেই জগ থেকে পানি ঢালতে বললেন। ১ম গ্লাসটি পূর্ণ থাকার কারণে তা অতিরিক্ত কোনো পানি গ্রহন বা ধারণ করতে পারলো না, যতোটুকু ঢালা হোলো, তা বাইরে পড়ে গেলো। ২য়টি ঢাকনি দিয়ে আবৃত থাকার কারণে সেটির ক্ষেত্রেও একইরূপ ঘটলো, যতোটুকু ঢালা হোলো, তা বাইরে পড়ে গেলো। ৩য় গ্লাসটি ধারণ-ক্ষমতা যতোটুকু, ততোটুকু পানি গ্রহন ও ধারণ করতে পারলো।
✔ এবার পন্ডিত মশায় ছেলেটিকে বললেন, "তোমাকে দেখে বুঝেছি, তোমার অবস্থা ১ম বা ২য় গ্লাসটির মতো। তবে ১ম-টির মতো হলে নিশ্চয়ই তোমাকে আমার কাছে আনার প্রয়োজন হোতো না। সেক্ষেত্রে তোমার অবস্থা ২য়-টির মতো। যদি তুমি নিজেকে ৩য় গ্লাসটির মতো অপূর্ণ এবং উন্মুক্ত অবস্থায় উপস্থাপন করতে পারতে, তবে হয়তো আমার জ্ঞানভান্ডার থেকে তোমার পাত্রের ধারণক্ষমতা অনুপাতে কিছু দেয়ার চেষ্টা করা যেতো। কিন্তু আফসোস, তুমি তো তোমার পাত্রকে অহংকারের ঢাকনি দিয়ে ঢেকে রেখেছো।"
✔ উপসংহারঃ অহংকার জ্ঞানভান্ডারের সকল দ্বার রুদ্ধ করে দেয়।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে!
আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন