অহংকার জ্ঞানভান্ডারের সকল দ্বার রুদ্ধ করে দেয়।

লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ২১ মার্চ, ২০১৪, ১২:২১:১৩ রাত

আসুন, গল্প শোনা যাক। -----

✔ এক সাধক পন্ডিতের নিকট এক বিত্তবান অভিভাবক তার সন্তানকে শিষ্যরূপে গ্রহনের অনুরোধ নিয়ে এলেন। পন্ডিত মশায় প্রথম নজরেই ছেলেটির হাবভাব লক্ষ্য করে বিনীতভাবে তাকে শিষ্যরূপে গ্রহনে অসবীকৃতি জানালেন। কারণ ব্যাখ্যা করলেন, "আমাকে দিয়ে তোমার কিছু শেখা হবে না।"

✔ ছাত্রটি ও তার অভিভাবক 'কেনো শেখা হবে না' তা বুঝতে চাইলো এবং ছেলেটিকে শিষ্যরূপে গ্রহনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ করতে থাকলো। পন্ডিত মশায় উপায়ন্তর না দেখে, ছেলেটিকে একটি পানির জগ এবং ৩টি গ্লাস আনতে বললেন। ছেলেটি নির্দেশ পালন করে ওগুলো নিয়ে এলো।

✔ পন্ডিত মশায় নিজে জগ থেকে পানি ঢেলে ১ম গ্লাসটি কানায় কানায় পূর্ণ করে দিলেন, ২য় গ্লাসটিকে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলেন এবং ৩য় গ্লাসটিকে খালি এবং খোলা রাখলেন। এবার তিনি ছেলেটিকে ৩টি গ্লাসেই জগ থেকে পানি ঢালতে বললেন। ১ম গ্লাসটি পূর্ণ থাকার কারণে তা অতিরিক্ত কোনো পানি গ্রহন বা ধারণ করতে পারলো না, যতোটুকু ঢালা হোলো, তা বাইরে পড়ে গেলো। ২য়টি ঢাকনি দিয়ে আবৃত থাকার কারণে সেটির ক্ষেত্রেও একইরূপ ঘটলো, যতোটুকু ঢালা হোলো, তা বাইরে পড়ে গেলো। ৩য় গ্লাসটি ধারণ-ক্ষমতা যতোটুকু, ততোটুকু পানি গ্রহন ও ধারণ করতে পারলো।

✔ এবার পন্ডিত মশায় ছেলেটিকে বললেন, "তোমাকে দেখে বুঝেছি, তোমার অবস্থা ১ম বা ২য় গ্লাসটির মতো। তবে ১ম-টির মতো হলে নিশ্চয়ই তোমাকে আমার কাছে আনার প্রয়োজন হোতো না। সেক্ষেত্রে তোমার অবস্থা ২য়-টির মতো। যদি তুমি নিজেকে ৩য় গ্লাসটির মতো অপূর্ণ এবং উন্মুক্ত অবস্থায় উপস্থাপন করতে পারতে, তবে হয়তো আমার জ্ঞানভান্ডার থেকে তোমার পাত্রের ধারণক্ষমতা অনুপাতে কিছু দেয়ার চেষ্টা করা যেতো। কিন্তু আফসোস, তুমি তো তোমার পাত্রকে অহংকারের ঢাকনি দিয়ে ঢেকে রেখেছো।" Surprised

✔ উপসংহারঃ অহংকার জ্ঞানভান্ডারের সকল দ্বার রুদ্ধ করে দেয়।

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195535
২১ মার্চ ২০১৪ রাত ১২:২৭
ভিশু লিখেছেন : বিষয়টি খুবই শিক্ষণীয়! কিন্তু অভিভাবকের থাকতে পারে - তবে ছাত্রের তো এখানে কোনো দোষ দেখতে পেলাম না!
ধন্যবাদ আপনাকে! Happy
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৮
145754
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ছাত্রটি পন্ডিত মশায়ের সামনে হাজির হয়েছিলো। তার কোনো অহংকার-প্রসূত অভিব্যক্তি নিশ্চয়ই পন্ডিত মশায়ের নজরে পড়েছিলো। সেটাই গল্পটির উপজীব্য। Happy

আপনাকেও ধন্যবাদ।
২১ মার্চ ২০১৪ রাত ১২:৪০
145760
ভিশু লিখেছেন : সেটাই হবে হয়তো! খুব সুন্দর করে বললেন! শুকরিয়া অনেক অন্নেক!Praying Happy Good Luck
195545
২১ মার্চ ২০১৪ রাত ১২:৪৫
মাটিরলাঠি লিখেছেন : অহংকার জ্ঞানভান্ডারের সকল দ্বার রুদ্ধ করে দেয়। -কথা সত্য।
২১ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
145761
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ধন্যবাদ, পড়ার ও মন্তব্যের জন্য।
195554
২১ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে কোন বিষয় না জেনে তা স্বিকার করে সে একবার বোকা হয়। আর যে জানার ভান করে সে বারবার বোকা হয়।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
২১ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৩
145809
তাবাসসুম তাহরিমা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
195849
২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
বিন হারুন লিখেছেন : খুব সুন্দর, আমরা যেন অহংকার থেকে দূরে থাকতে পারি.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File