এলিয়েনস ও একটি শিক্ষা-৩

লিখেছেন লিখেছেন নিশা৩ ১১ মার্চ, ২০১৪, ০৪:২৫:০৮ রাত

জানতে চাইলাম কি পরীক্ষা করতে চায়। এ ঘর থেকে একবার নিয়ে গেলে যে জীবিত থাকব না সেটা নিশ্চিত। পরীক্ষা পরবর্তি সাবজেক্ট মূল্যহীন। সম্পূ্র্নর ভিন্ন একটি প্রজাতি আমাদের জীবনের মূল্য কি বুঝবে? আমরাই কি বুঝি অন্য কোন প্রজাতির প্রানের মূল্য?

দ্বিতীয় এলিয়েনটি কথা বলে উঠলো। "আমরা জানতে চাই কিভাবে তোমাদের মধ্যে 'ঠান্ডা' আর 'গরম' অনুভুতি সিরষটি হয়?"

ওর কথার ধরনে আমি বুঝলাম যে 'ঠান্ডা' অর্থ অনুভুতিশূন্যতা। আর গরম এর ঠিক বিপরীত।

"এতো অনেক সহজ ব্যাপার। এ পরীক্ষার জন্য তো আমাদেরকে তোমাদের কোথাও নেয়ার দরকার নেই।" বলে হাসতে চেষ্টা করলাম।

মাহি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার ওর দিকে দেখে ওদের দিকে ফিরলাম। বলতে শুরু করলাম, "এই অনুভুতিগুলো তোমরা এখনি রেকর্ড করে নিতে পার। এই মুহুর্তে আমরা যা অনুভব করছি তাই 'ঠান্ডা'..........।

কথা শেষ না হতেই তীব্র ব্যাথায় শরীরটা কুঁকড়ে এলো। অনেক কষ্টে চোখের পানি আটকালাম। বা হাতে প্রথম এলিয়েনটা দন্ড দিয়ে আঘাত করেছে। চুম্বকের মত ওটা হাতে আটকে গেছে। ব্যাথার উৎসও সেটাই। আর আক্রমন করছে না দেখে বুঝলাম অনুভুতি রেকর্ড করছে। পাজি, বদ...।নাহ্! ঠিক ভাবছি না। ও কিভাবে আমার কষ্ট বুঝবে? ওতো আর হোমো স্যাপিয়েনস না। তাছাড়া পিরিথীবিতে কত নাম মাএ মানুষ আছে! মাটির দেহে পাথর রিদয়।

মাহি কাছে আসতে চাইলে দ্বিতীয় এলিয়েনটা বাঁধা হয়ে দাড়াল।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File