"একাত্তর টিভি ফ্যাক্ট "
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৩ জানুয়ারি, ২০১৪, ০২:৫০:৫৭ দুপুর
একাত্তর টিভি নিয়ে নতুন করে বলার কিছু নেই। এক
ভাইয়ের হলুদ মিডিয়া নিয়ে লেখা একটা পোস্ট
পড়ে মনে হল আমাদের একাত্তর টিভির কথা। হলুদ
সাংবাদিকতাকে নতুন উচ্চতায়
নিয়ে যেতে বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়ায়
সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা রেখেছে এই
চ্যানেলটি-এতে মনে হয় তেমন কেউ দ্বিমত করবেন
না।
প্রবাদে নাকি আছে-"একাত্তর টিভি ইজ মোর
বিটিভি দ্যান বিটিভি" এবং "একাত্তর
টিভি দেখলে আর বিটিভি দেখার দরকার নাই।"
অতি সত্য কথা। তবে বিটিভি দেখলে কিন্তু একাত্তর
টিভি দেখার দরকার আছে। কারণ নির্লজ্জ
দালালিতে বিটিভিকেও ছাড়িয়ে গেছে একাত্তর।
বিটিভির সংবাদের একটা বড় অংশ জুড়ে "শসার
বাম্পার ফলন" জাতীয় খবর থাকে। অন্তত একাত্তর
টিভির মত চব্বিশ ঘণ্টা ইসলামপন্থীদের
বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারে ব্যস্ত থাকে না।
মনে আছে, গত বছর ২২ ফেব্রুয়ারী যখন বিভিন্ন
মসজিদ থেকে মুসল্লিরা জুমার নামাজের পর
ইসলামবিদ্বেষী ব্লগারদের ফাঁসির
দাবিতে মিছিল বের করেছিলেন তখন এই
চ্যানেলটি নিউজ করেছিল-"মসজিদ
থেকে বেরিয়ে আসছে জঙ্গিরা।" ঢালাওভাবে সব
দাড়িটুপিওয়ালাকে "জঙ্গি" আখ্যা দেওয়ার সাহস
এদেশে প্রথমবারের মত এই চ্যানেলটিই করেছিল
খুব সম্ভবত। পুলিশ মুসল্লিদের উপর
বেপরোয়াভাবে গুলি ছুড়লে বেশ মুসল্লি কয়েকজন
গুলিবিদ্ধ হন। একাত্তর টিভি প্রকাশ
করে-"পুলিশের সাথে জঙ্গিদের সংঘর্ষ, কয়েকজন
আহত।"
আবার মুস্ললিদের কেউ কেউ
আত্মরক্ষার্থে বন্দুকধারী পুলিশের দিকে ঢিল
ছুড়লে একাত্তর বলল-"অস্ত্রধারী জঙ্গিরা পুলিশের
ওপর চড়াও"। চিন্তা করুন।
"ঢিল"কে তারা তারা বন্দুকের মোকাবিলায়
"অস্ত্র" বলছে আর গুলির বিপরীতে ঢিল
ছোড়া নাকি "পুলিশের ওপর চড়াও হওয়া !!" আল্লাহ্
মিথ্যাবাদীদের ধ্বংস করুন।
__________________________________
এবেলা একাত্তর টিভি নিয়ে একটা কৌতুক বলিঃ
এক মাদ্রাসাশিক্ষককে তাঁর গ্রামের পতিতালয়
সম্বন্ধে জিজ্ঞেস করা হল। উল্লেখ্য, বাস্তবে ঐ
গ্রামে কোন পতিতালয় নেই। মাদ্রাসাশিক্ষক অবাক
হয়ে বললেন, "বলেন কি !! আমার গ্রামে পতিতালয়
আছে নাকি !! কোথায়??"
একাত্তর টিভিতে নিউজ হলঃ নিজ গ্রামের
পতিতালয়ের
ঠিকানা পেতে আগ্রহী মাদ্রাসাশিক্ষক !
__________________________________
আমার বন্ধু Ibrahim কয়েকদিন আগে বলেছিল, তার
নাম "ইব্রাহীম" শব্দের অর্থ জাতির পিতা।
ভাগ্যিস তার কথাটা একাত্তর টিভির
কাছে পৌঁছেনাই !! নইলে নিশ্চিত তারা রিপোর্ট
করতঃ
"শেখ মুজিব নয়, নিজেকেই জাতির পিতা দাবি করল
মৌলবাদী যুবক।"
copy from Facebook
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক ভিক্ষুক আপনার কাছে এসে বললো ,' ভাই আমি ৩ দিন কিছুই খাই নাই , আমাকে কিছু খাবার দিবেন ?''
আপনি যদি তাকে ২-৩ লাইন চেতনার কথা শুনিয়ে দেন তাহলে দেখবেন তার পেট ভরে গেছে ।
আবার , আপনার প্রতিষ্ঠানে বেতন দেন না ৬ মাস । কর্মচারীরা আপনার কাছে এসে এ ব্যাপারে জোট হয়ে চাইলে তাদেরও যদি চেতনার ২-৩ লাইন শুরু করে দেন তাহলে দেখবেন তারাও বেতন পেয়ে শুধু চেতনা পেয়েই খুশি ।
চেতনার কথা বললে বাংলাদেশীরা সব কিছুর কথা ভুলে যায় । ফলে যতদিন যাবে ততদিনই আমরা চেতনার কথা শুনে পিছিয়ে যাব ।
চেতনার কথা নিয়ে পড়ে থাকলে আমেরিকা-জাপানের বন্ধুত্ব হত না । বাংলাদেশ-আমেরিকাও বন্ধুত্ব হত না
বিশ্ব যখন বাস্তবতাকে মেনে নিয়ে আগে বাড়ছে আমরা তখন চেতনা নিয়ে পিছনেই থেকে যাচ্ছি ।
কি মনে হয় , উনারা আমাদের মত চেতনা নিয়ে পড়ে আছেন ?
উজবুক বাংলাদেশী গুলোকে যেমনে নাচায় তেমনে নাচে ।
মন্তব্য করতে লগইন করুন