শেষ পরিণতি রানা প্লাজার মতই হবে
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২৮ নভেম্বর, ২০১৩, ০১:৪৮:৩৬ দুপুর
কি একখান সংবিধান বানাইছে
রে সুরঞ্জিতরা......
এর সাংবিধানিক অত্যাচার একমাত্র
টম এন্ড জেরীর পক্ষেই বহনকরা সম্ভব।
এ জাতির পক্ষে সহোয্য করা সম্ভব নয়।
যে হারে এই জাতি এর সুফল ভোগ করতেছে
মনে হচ্ছে অচিরেই প্রতিটি ঘরে ঘরে লাল বাতির
চেরাগ জ্বলে উঠতে আর বেশী দেরি হবে না।
এদেশে চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে
বাঘসাল কায়েম হয়েছিল।
কিন্তু বাঘসাল বেশী দিন টিকে নি।
বতর্মানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে
সাংবিধানিক স্বৈরাচার সরকারের জম্ম
হয়েছে, কিন্তু এটিও বেশি দিন ঠিকবে না।
নালা আর আবর্জনার উপর যেমন
রানা প্লাজা নির্মাণ হয় না।
ঠিক পঞ্চদশ সংশোধনী দিয়ে কোন
ফেয়ার, ফ্রেস, সবার কাছে গ্রহণযোগ্য
নিবার্চন করা সম্ভব হবে না।
আর নিবার্চন হলেও, শেষ পরিণতি রানা প্লাজার
মতই হবে, যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন