ট্রাফিক পুলিশের ককটেল আতঙ্ক।
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৪ নভেম্বর, ২০১৩, ১১:৫৫:২০ সকাল
ওয়াসা মোড়ে রাস্তা পার হচ্ছি
হঠাৎ ছোট্ট একটি আওয়াজ।
ট্রাফিক পুলিশ ইকবাল ঠিক আমার সামনে লাফ দিয়ে উঠলেন।
তার লাফ দেওয়া দেখে থমকে দাঁড়ালাম!
কারণ আওয়াজ টা ছিল এরকম - হাওয়া ভরা চিপসের পেকেটটা রিকশার নিচে পড়ে ছোট্ট একটি আওয়াজ
দিয়ে ফাটলো।
বললাম ভাই,এরকম লাফ দিলেন কেন?
কর্কশ ভাষায় বললেন - লাফ কি আর সাধে দিছি,
ককলেটের ভয়ে চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকি!
কোন সময় কোনখান দিয়ে যে ফুটে .....
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন