সংলাপের দরজা
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১২ নভেম্বর, ২০১৩, ১১:০০:০৮ রাত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
সবগুলো ওয়ার্ডের সবগুলো বাথরুমের
দরজা রোগীদের জন্য চব্বিশ খোলা।
কিন্তু ভিতরে প্রচন্ড দুগন্ধ, নোংরা।
এজন্য অনেকে ভিতরে ঢুকে না।
তবে কয়েকজন রোগী বিপদে
পড়ে বাথরুমে যায়।
এখন সবার মুখে মুখে শুধু সংলাপ, সংলাপ।
সংলাপের দরজা ও নাকি খোলা আছে ।
কিন্তু বিরোধীদল এই খোলা দরজা দিয়ে ঢুকছে না কেন?
নাকি এই দরজা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালের বাথরুমের দরজার মত?
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন