যে কারণে আমরা সবাই দেশপ্রেমিক
লিখেছেন লিখেছেন সায়েম খান ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৭:০৭:৩৫ সকাল
কিছুদিন আগে একটা সংগঠনের অনুষ্ঠানে গিয়েছিলাম কর্তব্যের খাতিরে। সংগঠনটির নাম ছিল 'মুক্তিযুদ্ধের প্রজন্ম ...... '। কৌতুহলবশত; সংগঠনটির একজন সদস্যকে জিজ্ঞেস করলাম,
ভাই, 'মুক্তিযুদ্ধের প্রজন্ম ...... ' মানে কি? আর এই সংগঠনের উদ্দেশ্য কি?
জবাবে লোকটি বললো, এর মানে হলো আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা।
- বিষয়টি ঠিক বুঝলাম না। এখনো কি দেশে মুক্তিযুদ্ধ চলছে নাকি? বললাম আমি।
উনি আমাকে বললেন, আরে না ... এখন যদি মুক্তিযুদ্ধ হতো তাহলে আমরাও মুক্তিযুদ্ধ করতাম। তাই আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা।
লোকটির কথায় যুক্তি আছে বলতে হবে। তাইতো ভাবি এতো বিদেশপ্রীতি থাকা সত্বেও আমরা খাটি দেশপ্রেমিক কিভাবে?
আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার পোশাকটা কোন দেশী? নিশ্চয়ই বুক ফুলিয়ে গর্ব করে মধ্যপ্রাচ্যের কোন দেশের নাম বলবেন। অথচ;আমার দেশের পোশাক জনপ্রিয়তার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।
একইভাবে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আমরা যত প্রসাধনী ব্যবহার করি তার ৯৯%ই বিদেশী। শুধু প্রসাধনীই নয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ইলেক্ট্রনিকস্ সামগ্রী সহ সর্বত্রই বিদেশী পন্যের জয়জয়কার। আর বিজয় দিবস,স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন আসে তখন লাল সবুজ পতাকা অথবা লাল সবুজ পোশাক পরে আমরা খাঁটি দেশপ্রেমিক সাজি। হায় দেশপ্রেম! যদি জানতে চাওয়া হয় আপনার প্রিয় টিভি চ্যানেল এর নাম। নিশ্চয়ই উত্তর আসবে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা অথবা ভারতীয় অন্য যে কোন টিভি চ্যানেল।
- এতো দেশপ্রেমিক হলে ভারতীয় চ্যানেল প্রিয় কেন?
- বাংলাদেশের চ্যানেলগুলোতে যদি ভাল অনুষ্ঠান দেখাতো তাহলে আমিও দেখতাম।
চমৎকার উত্তর! তবে একটা দৃষ্টিকোণ থেকে আমরা সবাই দেশপ্রেমিক ...
প্রিয় পাঠক, আলোচনার শুরুতেই একটি সংগঠনের একজন কর্মীর কথা বলেছিলাম। যিনি বলেছিলেন,'এখন যদি মুক্তিযুদ্ধ হতো তাহলে আমিও মুক্তিযুদ্ধ করতাম'। এরকম যুক্তিতে যদি উনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করতে পারেন,তাহলে সর্বদা বিদেশী পণ্য ব্যবহার করে একই যুক্তিতে আপনি-আমি কেন দেশপ্রেমিক হতে পারবনা...?
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম সকল জায়গা থেকে বিতারিত করেও যদি 'মুসলিম, ঠিকই থাকি তাহলে এসব করেও মুক্তিযুদ্ধের চেতনাবাহী হতে দোষ কোথায়???
‘সর্বদা বিদেশী পণ্য ব্যবহার করে একই যুক্তিতে আপনি-আমি কেন দেশপ্রেমিক হতে পারবনা...?’ আমিও তো বলছি কেন পারবো না???
ইসলামকে সকল জায়গা থেকে বিতারিত করেও যদি 'মুসলিম, ঠিকই থাকি তাহলে এসব করেও মুক্তিযুদ্ধের চেতনাবাহী হতে দোষ কোথায়??? একমত ।
আর আপনার লেখা নিয়মিত চাই। চমৎকার লেখার জন্য ধন্যবাদ।
আরো লিখবেন দয়া করে।
মন্তব্য করতে লগইন করুন