প্রশ্ন না বিষ্ময়!
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:১২:২৬ সকাল
কারে বলে স্বাধীনতা আমি তারে দেখিনা,
বিজয় কাহারে বলে, আমি তারে বুঝিনা৷
স্বাধীনতা মানে কি ঘুম হীন রাত্রী!
স্বাধীনতা মানে কি ও পারের যাত্রী!
স্বাধীনতা মানে কি অনিচ্ছা কারাবাস!
স্বাধীনতা মানে কি বস্তায় পোরা লাশ!
স্বাধীনতা মানে কি ক্ষমতার দর্শণ!
স্বাধীনত মানে কি বেহায়ার নর্তন!
স্বাধীনতা মানে কি নির্বাক জনগন!
স্বাধীনতা মানে কি গুম খুন ধর্ষণ!
স্বাধীনতা মানে কি রামদার লম্ফণ!
স্বাধীনতা মানে কি কোষাগার লুণ্ঠন!
স্বাধীনতা মানে কি স্রষ্টায় অস্বীকার!
স্বাধীনতা মানে কি অনাচার অবিচার!
এরই তরে হয় যদি বিজয়ের উল্লাস,
চাইনা সে স্বাধীনতা, চাইনা সে উচ্ছাস৷
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"এরই তরে হয় যদি বিজয়ের উল্লাস,
চাইনা সে স্বাধীনতা,চাইনা সে উচ্ছাস!"
১০০% সহমত পোষণ করছি এর সাথে!!!
সেইরকম লিখেছেন....
এই স্বাধিনতাই যে এখন আমাদের গিলান হচ্ছে!!!
অনেক ভালো লাগলো , ধন্যবাদ।
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন