আপনার বন্ধ থাকা সিমকার্ডটি অন্যকেউ ব্যবহার করছেনাতো?
লিখেছেন লিখেছেন সায়েম খান ২৭ মার্চ, ২০১৫, ১২:১৪:৫৩ দুপুর
জাগো বাংলাদেশ এক্সক্লুসিভ : অবাক হলেও সত্যি। এবার আমি আমার এরকম একটি অভিজ্ঞতাই শেয়ার করবো...
২১-০৩-২০১৫ সকাল ১১.৩০ মিনিট। আমার প্রিয় একজন মানুষ আমার বন্ধ থাকা একটি মোবাইলফোন নাম্বারে কল দেয়। কিন্তু কথা বলার পর পুরো অবাক হয়ে যায় সে। কারণ, যে ব্যক্তি ফোন রিসিভ করেছে সে আমি নই এমনকি আমাদের এলাকার আশেপাশের ৫০০ কিলোমিটার এর ভিতরও কেউনয়। মোবাইলে কল দেয়া ব্যক্তিটি আমার এক্টিভ নাম্বারে কল করে বিষয়টি জানায়। এরপর আমি আমার মানিব্যাগ থেকেউক্ত সিমকার্ডটি বের করে মোবাইলে উঠানোর পর দেখি 'অকার্যকর সিম' লেখা আসছে। এরপর আমি ঐ নাম্বারে কল করে লোকটির সাথে কথা বলি। তারপর ঐ অপারেটরের 'কল সেন্টার' এ কল করে আমার সমস্যার কথা জানিয়ে সিমকার্ডটি অচল করে দেই। পরে সময় করে সিমকার্ডটি উঠিয়ে নেয়া যাবে।
কিভাবে একজনের সিমকার্ড আরেকজন উঠাতে পারে : সিমের কাগজপত্র সব আমার নামে এবং সেগুলো আমার কাছেই আছে। তবে আরেকজন কিভাবে সিমকার্ডটি উঠালো! অন্যকেউ সেটি উঠাতে গেলে অন্তত FNF নাম্বার ও সর্বশেষ রিচার্জ এর পরিমাণ বলতে হবে। মজার ব্যপার হচ্ছে যেটি আমার নিজেরই খেয়াল নেই। তবে অন্যকেউ সেটি কিভাবে জানলো?এই প্রশ্নের উত্তর খোজার জন্য 'জাগো বাংলাদেশ' টিম অনুসন্ধানে নামে। অনুসন্ধান শেষে জানতে পারে যে,
বিস্তারিত নিচের লিংকে...
https://m.facebook.com/jagobangladesh/photos/a.1394138344147146.1073741827.1394125057481808/1691033744457603/?_e_pi_=7%2CPAGE_ID10%2C9012364425
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন