=0 ভাষার মর্যাদা 0=
লিখেছেন লিখেছেন সায়েম খান ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৩:৪০ দুপুর
মাতৃভাষা বাংলা ভাষা
প্রাণের প্রিয় ভাষা,
এই ভাষারই জন্য মোদের
অনেক ভালবাসা।
বাঙ্গালী সাজ আর বাংলাপ্রীতি
দেখাই বোশেখ মাসে,
বাংলা নিয়ে শ্লোগান দেই
যখন একুশ আসে।
একুশ এলে বাংলাপ্রীতি
জাগে মনে যত,
সারাবছর থাকেনা মনে
এই সময়ের মত।
বাংলাভাষার প্রেমিক মোরা
তাই বুঝিরে ভাই,
সারাবছর অন্যভাষার
চর্চা করে যাই।
হিন্দী হিন্দী সিনেমা দেখি
হিন্দীতে গাই গান,
হায় বাঙ্গালী! এই কি মোদের
ভাষার প্রতি টান?
কেউবা পাগল ইংরেজীতে
কেউবা উর্দু নিয়ে,
ভূলে যেওনা বাংলা ভাষা
এনেছি রক্ত দিয়ে।
ভাষার জন্য রক্ত দিয়ে
রাজপথ গেছে ভেসে,
সারাবিশ্বে এমন নজির
আছে কি অন্যদেশে?
সালাম-বরকত, রফিক-জব্বার
আরও কত ভাই,
ভাষার জন্য জীবন দিয়েছে
স্বরণ কি কারো নাই?
আন্তর্জাতিক মাতৃভাষা
এখন বাংলা ভাষা,
তবুও কেন অন্য ভাষা
মনে বাঁধে বাসা?
আজকের দিনে সকলে
মিলে করি অঙ্গীকার,
বাংলাভাষার অমর্যাদা
করবোনাকো আর।
এই ভাষাকে সম্মান করে
এসোনা বাঙ্গালী ভাই,
সগর্বে আজ বুক উঁচু করে
বাংলাতে গান গাই।
বিষয়: সাহিত্য
১৫৪২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রজন্ম আজ হিন্দি গানের ফান্দে।
উর্দূ কিসের বাংলাই আমার সেরা
হিন্দীতে আর থাকবো কেন ঘেরা
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সুন্দর বলেছেন। আপনার সাথে আমিও একমত।
আপনি
বলেছেন,
'বুকের তাজা রক্তে উর্দুকে বিদায় করেছি হিন্দীকে বুকে জড়িয়ে ধরবার জন্য নয়।'
আপনার সাথে আমিও পুরোপুরি একমত।
সায়েম ভাই এগিয়ে চলুন............
বিভিন্ন বিষয় নিয়ে লেখুন.............
আপনার প্রতিভার প্রকাশ ঘটুক এবং আল্লাহর কাছে কবুল হোন এই কামনাই করি।
মন্তব্য করতে লগইন করুন