=0 ভাষার মর্যাদা 0=

লিখেছেন লিখেছেন সায়েম খান ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৩:৪০ দুপুর

মাতৃভাষা বাংলা ভাষা

প্রাণের প্রিয় ভাষা,

এই ভাষারই জন্য মোদের

অনেক ভালবাসা।

বাঙ্গালী সাজ আর বাংলাপ্রীতি

দেখাই বোশেখ মাসে,

বাংলা নিয়ে শ্লোগান দেই

যখন একুশ আসে।

একুশ এলে বাংলাপ্রীতি

জাগে মনে যত,

সারাবছর থাকেনা মনে

এই সময়ের মত।

বাংলাভাষার প্রেমিক মোরা

তাই বুঝিরে ভাই,

সারাবছর অন্যভাষার

চর্চা করে যাই।

হিন্দী হিন্দী সিনেমা দেখি

হিন্দীতে গাই গান,

হায় বাঙ্গালী! এই কি মোদের

ভাষার প্রতি টান?

কেউবা পাগল ইংরেজীতে

কেউবা উর্দু নিয়ে,

ভূলে যেওনা বাংলা ভাষা

এনেছি রক্ত দিয়ে।

ভাষার জন্য রক্ত দিয়ে

রাজপথ গেছে ভেসে,

সারাবিশ্বে এমন নজির

আছে কি অন্যদেশে?

সালাম-বরকত, রফিক-জব্বার

আরও কত ভাই,

ভাষার জন্য জীবন দিয়েছে

স্বরণ কি কারো নাই?

আন্তর্জাতিক মাতৃভাষা

এখন বাংলা ভাষা,

তবুও কেন অন্য ভাষা

মনে বাঁধে বাসা?

আজকের দিনে সকলে

মিলে করি অঙ্গীকার,

বাংলাভাষার অমর্যাদা

করবোনাকো আর।

এই ভাষাকে সম্মান করে

এসোনা বাঙ্গালী ভাই,

সগর্বে আজ বুক উঁচু করে

বাংলাতে গান গাই।

বিষয়: সাহিত্য

১৫৪২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180239
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুইট সুইট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে Rose Good Luck Rose Good Luck Rose Good Luck
২১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
133207
সায়েম খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
180268
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২০
133285
সায়েম খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
180305
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
অজানা পথিক লিখেছেন : গান-কবিতায় বাংলা ভাষা কান্দে
প্রজন্ম আজ হিন্দি গানের ফান্দে।
উর্দূ কিসের বাংলাই আমার সেরা
হিন্দীতে আর থাকবো কেন ঘেরা
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
133304
সায়েম খান লিখেছেন : বুকের তাজা রক্তে উর্দুকে বিদায় করেছি হিন্দীকে বুকে জড়িয়ে ধরবার জন্য নয়।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
180307
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর একটি কবিতা লিখে ফেললেন, অনেক শুভ কামনা রইলো....
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
133373
সায়েম খান লিখেছেন : অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
180334
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
আলোর আভা লিখেছেন : আপনি তো ২১ আসছে বলেই কবিতাটা লিখছেন তাই না ভাইজান ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
133701
সায়েম খান লিখেছেন : একুশকে নিয়ে কবিতা লিখেছি সেতো একুশে ফেব্রুয়ারিতেই প্রকাশ করবো নাকি? আপনি দেখুন যা লিখেছি, যেসবের বিরোধীতা করেছি বাস্তবে সেভাবে চলছি কিনা? ধন্যবাদ।
180637
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
ফাতিমা মারিয়াম লিখেছেন : বরাবরের মতই চমৎকার কাব্য। ধন্যবাদ Rose Rose Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
133912
সায়েম খান লিখেছেন : বরাবরের মতোই পাশে থাকার জন্য ধন্যবাদ।
180645
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
আহমদ মুসা লিখেছেন :
বুকের তাজা রক্তে উর্দুকে বিদায় করেছি হিন্দীকে বুকে জড়িয়ে ধরবার জন্য নয়।

সুন্দর বলেছেন। আপনার সাথে আমিও একমত।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
134369
সায়েম খান লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই, একমত প্রকাশ করার জন্য।
181781
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩২
চাচা লিখেছেন : অনেক ধন্যবাদ কবি।
আপনি
বলেছেন,
'বুকের তাজা রক্তে উর্দুকে বিদায় করেছি হিন্দীকে বুকে জড়িয়ে ধরবার জন্য নয়।'

আপনার সাথে আমিও পুরোপুরি একমত।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
134500
সায়েম খান লিখেছেন : যারা কারও তাবেদারী করতে পছন্দ করেনা তারা আমার এই উক্তিটির সাথে একমত হবেন এটাই স্বাভাবিক।
182046
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
আওণ রাহ'বার লিখেছেন : সুন্দর কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
সায়েম ভাই এগিয়ে চলুন............
বিভিন্ন বিষয় নিয়ে লেখুন.............
আপনার প্রতিভার প্রকাশ ঘটুক এবং আল্লাহর কাছে কবুল হোন এই কামনাই করি।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
135090
সায়েম খান লিখেছেন : আল্লাহ্ আপনার দোয়া কবুল করুন। আমীন...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File