=0 এসো হে বৈশাখ 0=
লিখেছেন লিখেছেন সায়েম খান ১৪ এপ্রিল, ২০১৪, ০৭:১৯:০১ সকাল
এসো হে বৈশাখ তুমি
নেমে এসো এই ধরায়,
গত এগারো মাস ধরে মোরা
তোমারই প্রতীক্ষায় ...
দিন গুনি আর কানপেতে শুনি
আসছো নাকি তুমি?
এতো মন্থর গতি কেন হায়,
নও কেন দ্রুতগামী?
আমার আর তার মাঝে তুমি
বয়ে আনো সম্প্রীতি,
বয়ে আনো শম গোলকের ন্যায়
বয়ে আনো প্রেম-প্রীতি।
এসো হে বৈশাখ মাড়িয়ে এসো
সকল পুরোনো স্মৃতি,
তব আগমনে মাটি চাপা পড়ে
কষ্টের হোক ইতি।
এসেছ...?
এসেছ বৈশাখ?
এসেছ তুমি?
তব আগমনে ধন্য হলো যে
এই ধরণীর ভূমি।
বিষয়: সাহিত্য
১৩০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষা যদি নিতে পারি, নববর্ষের দিন হতে
"সব ছেড়ে দেবো পাড়ি, রঙ্গিন এ দুনিয়া থেকে"
সব ভেদাভেদ ভুলে গিয়ে, ভালোবেসে সবাইকে
ঐক্যের সমাজ গড়েতুলি, থকবো সুখে শান্তিতে।
মন্তব্য করতে লগইন করুন