একজন ব্লগারের প্রত্যাবর্তন
লিখেছেন লিখেছেন সায়েম খান ১৩ এপ্রিল, ২০১৪, ০৮:০৩:৩৮ সকাল
আমি অতি নগণ্য একজন মানুষ। ছোটবেলা থেকেই গল্প ,কবিতা, গান ইত্যাদি লেখা আমার একটা নেশা ছিলো। রংপুর, গাইবান্ধা ও ঢাকার বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকায় আমার লেখা প্রকাশিত হতো। খুব আনন্দ লাগত তখন। অনেকে আমার লেখা গল্প -কবিতা পড়ে আমার কাছে চিঠিও লিখত। আর আমার পরিচিত মানুষদের কাছ থেকে তো বাহবা পেতামই। সকলের অনুপ্রেরণা আমাকে আরও নতুন কিছু লেখার ক্ষেত্রে উৎসাহিত করতো। আমি একটি নাটক ও একটি উপন্যাসও লিখেছিলাম। আমার সমস্ত লেখাগুলো আমি আমার পড়ার টেবিলের বড় একটা ড্রয়ারে সংরক্ষণ করতাম। আমার চাকুরী হবার পর কর্মস্থলে যোগদান করলাম। আর সেইসাথে যেন আমার আমার নিয়তি আমার সাথে প্রতারণা শুরু করলো। একবার ছুটিতে বাড়ীতে গিয়ে দেখলাম আমার সেই ড্রয়ারটির তালা ভাঙ্গা, নাটক আর উপন্যাসের পান্ডুলিপি দুটো নেই। আমার লেখা কবিতা ও গানের ডায়েরির অনেক পাতা ছেঁড়া। ভাবছেন কে করেছে? আমারই মায়ের পেটের ছোটভাই। মা -বাবার কাছে কারণ জিজ্ঞেস করলে উত্তর পেলাম... না বুঝে করেছে। যাইহোক তবুও আমি থামবার পাত্র নই। সিদ্ধান্ত নিলাম আবার নতুন করে লিখতে শুরু করবো, কিন্তু কর্মব্যস্ত জীবনে তেমন একটা লেখালেখি করার সুযোগ নেই। তাই সীমিত পরিসরেও টুকটাক লিখতে ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ করতে লাগলাম। এভাবেই চলছিল জীবন। এরপর ... শাহবাগে যখন কতিপয় ব্লগার আন্দোলন শুরু করলো তখন ব্লগ শব্দটির সাথে বেশী পরিচিত হলাম। অনেকেই বলতো ব্লগার মানে নাস্তিক! আমার বিশ্বাস হতোনা, এটা কিভাবে হয়? এরপর আমি নিজেই ব্লগ জীবনে প্রবেশ করে প্রমাণ করলাম ব্লগার মাত্রই নাস্তিক নয়। কারণ আমি একজন খাঁটি মুসলমান। আমি নাস্তিকদের ঘৃণা করি। আর আমিও একজন ব্লগার। তখন আমি লিখতাম ছদ্মনাম ব্যবহার করে। আর এখন সত্যিকারের নাম ব্যবহার করে লিখি। আপনাদের ভালবাসা আর অনুপ্রেরণা আমাকে মুগ্ধ হয়ে একের পর এক কবিতা প্রকাশ করতে লাগলাম। ইচ্ছে হলো গল্প লিখি। লিখতে শুরু করলাম 'টুম্পা কাহিনী' নামের একটি গল্প। কিন্তু সেই গল্পটিই যে আমার গলার কাঁটা হবে তা কখনোই ভাবিনি। কাছের মানুষটির কাছে সন্দেহের পাত্রে পরিণত হতে হবে তাও জানা ছিলোনা। কবির লেখা সমস্ত কবিতা, লেখকের লেখা সমস্ত গল্প আর গীতিকারের লেখা সমস্ত গান যদি তাদের নিজের জীবনের সাথে মিলে যেত, তবে এতো এতো সংখ্যক লেখা তারা কখনোই লিখতে পারতেন না। একথা কে তাকে বোঝাবে...?
যাইহোক শেষপর্যন্ত টুম্পা কাহিনী ডিলিট করতে বাধ্য হয়েছি আর আপনাদের ভালবাসা আমাকে আবার ব্লগে ফিরে আসতে বাধ্য করেছে।
বিষয়: বিবিধ
১৭৬২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর...।'
লিখতে গেলে যদি কোন লিখকতে অপবাদ আর জেলের যাতনা সইতে হয় সেখানেই তার কৃতিত্ব। আপনি সেই যাত্রাটাকে থেমে দিয়েছেন। ঠিক হয়নি। পৃথিবীর সব মানুষকে কোন নবী রাসুল ও খুশী করতে পারেনি। আপনিও পারবেন না।
ধন্যবাদ ফিরে আসার জন্য।
এসো হে বন্ধু এসো আজ লিখি
অন্যায় আর অবিচারের কথা
এ সমাজ আজ নস্টাদের দখলে
প্রতিবাদী কলমে লিখ সেই লিখা।
কভূ আশীবিষে দংশেনি যারে...
ধন্যবাদ, আমার কষ্ট হৃদয় দিয়ে উপলব্ধি করবার জন্য।
অনেক অনেক ধন্যবাদ।
আমি মনেকরি আমার পাঠকদের কাছে আমি দায়বদ্ধ, সত্যকে জানবার অধিকার তাদের আছে। মিথ্যাকে চরমভাবে ঘৃণা করি, সত্য বলতে গেলে তা যদি আমার বাবা -মা, ভাই -বোন বা অন্য কোন পরম আত্বীয়ের বিপক্ষেও যায় তবুও সত্য বলতে পিছপা হবোনা ইনশাআল্লাহ্।
খুব ভালো লাগ্লো...
লিখতে থাকুন...এগিয়ে চলুন...
মন্তব্য করতে লগইন করুন