টুডে ব্লগে আজকাল ধর্মের অবমাননা করা হয় এরকম যেন শুনতে না হয়
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১৩ এপ্রিল, ২০১৪, ০৭:৫৩:৩০ সকাল
খেলা ঘর বাঁধতে এসেছি নামের ব্লগার ইসলাম ধর্মকে অবমাননা করে পোষ্ট দিয়েছেন। বন্ধুরা তার পোষ্টে মন্তব্য না করে বরং শুধু রিপোর্ট করুন।
তার পুরোটা পোষ্ট উস্কানীমূলক এতে কারো সন্দেহ থাকার কথা নয়, আর নিচের দিকে সরাসরি আল্লাহর রাসুল স. কে অপমানমূলক কথা লিখা হয়েছে। এইসব কুকুরগুলোর কারণে যদি টুডে ব্লগের ক্ষতি হয় তাহলে তা আমাদের সবার জন্যই দুঃখের বিষয় হবে। তাই মডুদের প্রতি অনুরোধ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর পাঠকের প্রতি অনুরোধ তাদের পোষ্টে মন্তব্য করবেন না। শয়তানের পোষ্ট মুছে দেয়ার পর আমার এটিও মুছে দিবেন আশা করি। কারণ তখন এটির আর দরকার থাকবে না
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন