আপনার মতে যান্ত্রিকতার বড় অসুবিধাগুলো কী কী?
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২০ মে, ২০১৪, ০৪:১১:৫৩ বিকাল
আমরা এখন যান্ত্রিকযুগে বাস করছি। যান্ত্রিকতার অনেক সুবিধা আমরা আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায় উপভোগ করছি। মোবাইল কম্পিউটার ইন্টারনেট সবকিছুই আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। কিন্তু
এই যান্ত্রিকতার কিছু অসুবিধাও আছে। যা সহজে অনেকেই টের পায় না। তাই চলুন আমরা যান্ত্রিকতার অসুবিধাগুলো কী কী একটু চিহ্নিত করি। আপনার মতে যান্ত্রিকতার বড় অসুবিধাগুলো কী কী? ব্যাখ্যাসহ লিখে ফেলুন।
(এখানে কেও বিজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা করতে পারেন)
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পেন্টিয়াম ২ এখন আর চলে না.
নতুন নতুন যেসব ডিভাইস আসে তা পুরনো পিসিতে কাজ করে না ।
ফলে বছর বছর যন্ত্রাংশ চেন্জ করতে হয় বা নতুন জিনিস কিনতে হয় । পার্টস কিনতে কিনতে ফতুর হওয়ার জোগাড় হয় ।
এটা নির্মাতাদেরই কৌশল । সফট্ ওয়ার তারাই বানায় , আবার সেগুলোর বিপরীতে ভাইরাসও বানায় ।
ফলে একটা ভিসিয়াস সাইকেলে তারা আপনাকে নিয়ে আসবে যা আসলে তাদেরই তৈরি ।
আপনাকে এমন একটা জিনিস তারা কখনই দেবে না যেটা আপনি সবস সময়কার জন্য ব্যবহার করতে পারবেন ।
ঠিক পাড়ার টিভি, ফ্রিজ মেকানিকের মত । আপনার জিনিস ঠিক করার তালে সে আপনার ইলেক্ট্রনিক সামগ্রীর ভাল পার্টস সরিয়ে ফেলে খারাপ জিনিস বসিয়ে দেয় । ফলে এমন একটা অবস্থার সৃষ্টি করে যার ফলে এটা পুনরায় মেরামতের দরকার পড়ে এবং আপনাকে অনিচ্ছা সত্ত্বেও সেই মেকানিকেরই শরনাপন্ন হতে হবে ।
আমার কাছে মনে হচ্ছে খানাপিনার মজা একেবারেই চলে গেছে। বিশেষ করে বিদেশে কোনো খানাতেই মজা নাই। ফ্রিজে ঢুকে সব এমন গাছ হয়ে গেছে যে আপনি গোস্ত খাচ্ছেন নাকি মাটি খাচ্ছেন বুঝতে পারবে না না, হা হা হা।
মন্তব্য করতে লগইন করুন