আধুনিক যুগের মেয়েরা !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২০ মে, ২০১৪, ০৪:১২:৪৫ বিকাল

একটু মনযোগ সহকারে পড় আধুনিক যুগের মেয়েরা-

১.বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হবে তাই এরা আগেভাগেই ডিজিটাল পদ্ধতিতে পেটকেটে বাচ্চা বের করে।

২.ফিগারের সাইজ নষ্ট হয়ে যাবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায়।

৩. শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা নালাগে তার জন্য সবসময় বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে।

৪. বাচ্চার যত্ন

নিতে কষ্ট হয়

তাই

বাচ্চাকে লালন

পালন

করার জন্য

আলাদাভাবে কাজের

বুয়া রাখে। অনেক

সময়

বাচ্চা তো বুয়াকেই

মা ডাকা শুরু করে।

৫.

রাতে বিছানা যেন

নষ্ট

না করে এবং স্বামীর

সাথে ঘুমাতে কোন

সমস্যা না হয়

এজন্য

বাচ্চাকে বিছানায়

না রেখে পাশে দোলনায়

রেখে দেয়। এই

সিস্টেমগুলো কিন্তু

আমাদের ছোট সময়

ছিল না বললেই

চলে কিন্তু

একবিংশ

শতাব্দীতে এসে এই

সিস্টেমগুলো প্রচন্ড

হারে বৃদ্ধি পেয়েছে।

এর

ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো,

সন্তানের

প্রতি মায়ের

যে ভালবাসা এবং মায়ের

প্রতি সন্তানের

যে ভালবাসা সেটা দিন

দিন প্রচন্ড

হারে হ্রাস পাচ্ছে।

একটু

আশেপাশে তাকালেই

এর

সত্যতা দেখতে পাবে।

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223788
২০ মে ২০১৪ বিকাল ০৪:১৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শখ করে পেট কেটে বাচ্চা বের করে খুব কম মহিলা। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে তারা করতে বাধ্য হয়।

প্রযুক্তির সাহায্য নেওয়া দোষনীয় নয়। তবে হ্যা, আপনার মত আমিও শংকিত।
223796
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩২
হতভাগা লিখেছেন : আজকালকার মেয়েরা খুবই ফিগার কনশাস ।

কোন কিছুই যাতে তার রুপ লাবন্য ও ফিগারে ছাপ না ফলেতে পারে সেজন্য তারা সবসময়ই তটস্থ থাকে ।

ফিগার ও রুপ পড়ে গেলে তাদের কদর কমে যাবে ।

সেজন্যই তারা এ ব্যাপারে এতটা অস্থির।
223812
২০ মে ২০১৪ বিকাল ০৪:৫১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এই কারণেই মেয়েদের স্তন ক্যান্সার বেড়ে গেছে। প্রাকৃতিক নিয়মে চলা উচিত মেয়েদের তাহলে এত সমস্যা হবে না।
223933
২০ মে ২০১৪ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই এখন এই অবস্থা। ফিগার সচেতন হতে গিয়ে অনেক ক্ষেত্রেই বিভিন্ন মানসিক রোগ এ আক্রান্ত হচ্চে মেয়েরা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File