এবার নজর তিনটি স্পেশালাইজড প্রোগ্রামের দিকে।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২০ মে, ২০১৪, ০৪:১৪:২৮ বিকাল
তিনটা সেমিনার (৭ মার্চ,১১ এপ্রিল,১৭ মে) শেষ হওয়ার পর এবার নজর তিনটি স্পেশালাইজড প্রোগ্রামের দিকে।
১. আত্বপ্রত্যয়ী নারী
২. অনুবাদক সমাবেশ
৩. আগামীর ফিল্ম ও মিডিয়া
রাজনীতির বাইরে থেকে বিভিন্ন ফিল্ডে কাজ করা দরকার। সেটা হতে পারে বিভিন্ন প্রজেক্ট নিয়ে সামাজিক উন্নয়ন করা। সমাজের গন মানুষের চরিত্র গঠনে সহায়তা করা এবং স্পেসিফিক ফিল্ডে কাজ। তারই অংশ হিসেবে এই তিনটি প্রোগ্রামের কথা ভাবছি।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনছিলাম সামাজিক নিয়ে অনেক জায়গায় সেমিনার করছেন---তবে একটা কাজ করছেন বলে জানি না...কারণ ইসলাম নিয়ে পড়াশুনা থাকলে বুঝা যায় - হাজার সেমিনারেও কোনদিন কাজ হয় নি বাস্তব জগতে রাসূল সা ও অন্যান্ন এক্টিভিস্টদের মত না নামলে...থিওরিস্ট দিয়ে পৃথিবীতে কোন উন্নতি হয় নি...থিওরীর সাথে কাজের সমন্বয়েই হয়ছে আর এসব একটিভিস্টদের পলিসি ছিল--
এটাই বাস্তবতা।
মন্তব্য করতে লগইন করুন