এবার নজর তিনটি স্পেশালাইজড প্রোগ্রামের দিকে।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২০ মে, ২০১৪, ০৪:১৪:২৮ বিকাল

তিনটা সেমিনার (৭ মার্চ,১১ এপ্রিল,১৭ মে) শেষ হওয়ার পর এবার নজর তিনটি স্পেশালাইজড প্রোগ্রামের দিকে।

১. আত্বপ্রত্যয়ী নারী

২. অনুবাদক সমাবেশ

৩. আগামীর ফিল্ম ও মিডিয়া

রাজনীতির বাইরে থেকে বিভিন্ন ফিল্ডে কাজ করা দরকার। সেটা হতে পারে বিভিন্ন প্রজেক্ট নিয়ে সামাজিক উন্নয়ন করা। সমাজের গন মানুষের চরিত্র গঠনে সহায়তা করা এবং স্পেসিফিক ফিল্ডে কাজ। তারই অংশ হিসেবে এই তিনটি প্রোগ্রামের কথা ভাবছি।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223795
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩১
আহমাদ আল সাবা লিখেছেন : ভাই, এতো সেমিনার করে কি লাভ হবে...কাজে নামেন...সেমিনারের চাইতে বেশি অভিজ্ঞতা পাবেন...আর যারা কাজ ইতিমধ্যে করে তাদের কাছ থেকে জানুন...সেমিনারের চাইতে প্র্যাকটিকাল লোকদের অভিজ্ঞতা হাজার গুনে বেশি...Go and meet them...just dont go theoritically but Practically.
২০ মে ২০১৪ বিকাল ০৫:১৫
171158
লোকমান বিন ইউসুপ লিখেছেন : প্যারালালী চলছে।
২০ মে ২০১৪ বিকাল ০৫:১৫
171159
লোকমান বিন ইউসুপ লিখেছেন : প্যারালালী চলবে।
223797
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩২
পুস্পিতা লিখেছেন : খুবই ভাল।
223811
২০ মে ২০১৪ বিকাল ০৪:৫০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভালো উদ্যোগ স্বাগত জানাই।
223833
২০ মে ২০১৪ বিকাল ০৫:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
223838
২০ মে ২০১৪ বিকাল ০৫:৫৫
আহমাদ আল সাবা লিখেছেন : চালায়ে যান। তবে কিছু সম্ভব হবে কি না জানি না...কারণ এ পর্যন্ত থিওরিটিকাল দিক দিয়ে পৃথিবীতে কিছুই হয় নি।
শুনছিলাম সামাজিক নিয়ে অনেক জায়গায় সেমিনার করছেন---তবে একটা কাজ করছেন বলে জানি না...কারণ ইসলাম নিয়ে পড়াশুনা থাকলে বুঝা যায় - হাজার সেমিনারেও কোনদিন কাজ হয় নি বাস্তব জগতে রাসূল সা ও অন্যান্ন এক্টিভিস্টদের মত না নামলে...থিওরিস্ট দিয়ে পৃথিবীতে কোন উন্নতি হয় নি...থিওরীর সাথে কাজের সমন্বয়েই হয়ছে আর এসব একটিভিস্টদের পলিসি ছিল--
একটা সফল না হওয়া পর্যন্ত অন্য কোন কাজ হাত না দেওয়া।

এটাই বাস্তবতা।
২০ মে ২০১৪ রাত ০৯:৪৬
171218
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সেমিনারের উদ্দেশ্য হল দাওয়াত ও মিশন ভিশন এক এই রকম জনশক্তি খোজা।
223845
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালা উদ্দ্যেগ।
223889
২০ মে ২০১৪ রাত ০৮:০০
মনসুর আহামেদ লিখেছেন : চালিয়ে যান। ভালো লাগলো
224102
২১ মে ২০১৪ দুপুর ১২:২৫
জাগো মানুস জাগো লিখেছেন : carry on......thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File