নাস্তিকলীগের মন খারাপ

লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২৮ মার্চ, ২০১৬, ০৫:০৯:১০ বিকাল

ইসলামবিদ্ধেষী নাস্তিকলীগের মন খারাপ। তাদের জন্য আধা নিমিট নীরবতা পালন করুন। আর ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসার দরকার হবে না বলে গতকাল যে খবর বের হয়েছে আপাতত তার বিরোধীতা করছি না। কারণ কেও চলে যেতে চাইলে তাকে ধরে রাখা ঠিক হবে না।

কবির ভাষায় শুধু বলব

চলে যায় যদি কেও বাঁধন ছিড়ে

কাঁদিস না রে মন

ভাংগা গড়া এই দুনিয়ায়

আছে সর্বক্ষণ।

হা হা হা

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363951
২৯ মার্চ ২০১৬ রাত ০৪:৩৮
শেখের পোলা লিখেছেন : তাহলেতো দিল্লী কা লাড্ডু সহজেই পাওয়া যাবে৷ তবে জুতা পায়ে না থেকে হয়ত হাতে আর ছাতা বন্ধ হয়ে বগলে জায়গা নিতে পারে৷
363975
২৯ মার্চ ২০১৬ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন : রাষ্্ট্র ধর্ম ইসলাম বহাল থাকলো , কিন্তু রাষ্ট্র কি চলবে ইসলামের আইন অনুসারে ? না হলে কি লাভ হল ? বরং ইসলামের কাঁধে বন্দুক রেখে শিকার করতে এখন আরাম হবে ইসলামবিদ্বেষীদের।

ইদানিং বরং হিন্দুরা বেশ হাক ডাক করেই পূঁজা পালন করে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও , যেখানে ভারতে মুসলমানদের পশু (গরু) কোরবানীতে ঝামেলা করা হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File