আলেমগণের স্ত্রীরাই সব চেয়ে সুখি

লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২৯ জুন, ২০১৪, ০৪:০২:১৩ রাত



আমি গ্রামের মানুষ। আর বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। শরের অবস্থা আমি জানিও না বলতেও পারব না। আমি গ্রামে দেখেছি আলেমদের স্ত্রীরাই সব চেয়ে সুখে আছে। আলেমগণ বিয়ের সময় মেয়ের বাবা থেকে যৌতুক নেন না। অনেকেই স্ত্রীর মোহরানা নগদ আদায় করেন। তারা স্ত্রীকে মারধর করেন না। রান্নাবান্নার কাজেও স্ত্রীকে সাহায্য করেন। আর যারা আলেম নয় মেয়ের বাবা থেকে অনেক যৌতুক নেয়। মাঝে মাঝে তারা তাদের স্ত্রীকে পেটায়। একারণে গ্রামের অনেক মেয়ে আলেম জামাই পেতে আগ্রহী থাকে। মেয়ের বাবাও আলেম জামাই পেলে খুশি হন। সমাজে যাদের আলেম জামাই আছে তারা বড় মুখ করে বলে যে তাদের মেয়ের কামাই আলেম। এক কথাই আলেমদের স্ত্রীরাই সব চেয়ে সুখে আছে।

তবুও যদি কোনো মেয়ে বলে যে আলেমগণ স্ত্রী নির্যাতন করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মেয়ে আলেম জামাই না পেয়ে দুঃখে আলেমদের দুর্নাম করছে। মিথ্যা অপবাদ দিচ্ছে। তা নাহলে হাজার হাজার সাধারণ মানুষের ঘরে স্ত্রী নির্যাতিত হওয়া স্বত্বেও তা না লিখে কোনো আলেমের ঘরে কখনো স্ত্রী নির্যাতিত হয়েছে কিনা তা লিখে বেড়ানোর হেতুটা কী?

বাংলাদেশের ঘরে ঘরে জরিপ চালিয়ে দেখুন তো কয়জন আলেম একাধিক বিয়ে করেছেন? না। তেমন নাই। হাতেগোনা দুই একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছে যারা একাধিক বিয়ে করেছে। ১৭ জন স্ত্রী আর ৮৪ জন ছেলে মেয়ে আছে এক ব্যাক্তির। সে কি আলেম ছিল? না। ছিল না। কিন্তু যেই মেয়ে ইচ্ছা থাকা স্বত্বেও আলেম জামাই পায়নি, সে শুধু আলেমদের দোষই দেখে। ১৭ বউ আর ৮৪ ছেলে মেয়ের খবর দেখেও সে না দেখার ভান করে।

দেখাও তোমার রূপের ঝলক বলে যারা টিভিতে অনুষ্ঠান করছে তারা কি এর মাধ্যমে নারী নির্যাতন করছে না?

এটা কি কোনো হুজুর করেছে? তাহলে শুধু হুজুরদের দোষ দিয়ে লাভ কী?

সুন্দরী প্রতিযোগিতা করে নারীর রূপ বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম কারা করছে? হুজুরেরা? তাহলে হুজুরের দোষ দেয়া হচ্ছে কেন?



বিষয়: বিবিধ

২৩৬৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239854
২৯ জুন ২০১৪ সকাল ০৬:০৭
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : একেবারে সত্যি কথাটাই বলেছেন। মাইনরিটি কখনো উদাহরন হতে পারেনা। দু একজন আলেম এর জন্য সব আলেম কেন দোষী হবে? আর কেউ ২য় বিয়ে করলে জানিয়েই করে গোপনে পরকীয়াতো অার করেনা! অথচ বর্তমানে ঘরে ঘরে পরকীয়া নামক রোগ ঢুকে গেছে। যেখানে স্বামী কিংবা স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে অহরহ ঘর ভাঙ্গছে। আমি হলফ করে বলতে পারি অন্তত অালেমদের পরিবারগুেলা পরকীয়া মুক্ত!
ধন্যবাদ।
২৯ জুন ২০১৪ সকাল ০৭:০০
186123
বেদনা মধুর লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
হুজুরদের স্ত্রীরাই সবচেয়ে সুখি।
ষ্টিকি করা পোষ্টে বেচারী দুই বিয়ের উপমা দিতে হুজুরকে ছাড়া দুনিয়ার আর কাওকে পেল না। আহারে বেচারি হুজুরকে না পেলে এভাবেই রাগ ঝাড়তে হয়।
আবার অনেকেরই হুজুরদের ব্যাপারে এলার্জি আছে। যেমন সেকুলার। তারা হুজুর একেবারেই দেখতে পারে না।
239858
২৯ জুন ২০১৪ সকাল ০৬:১৭
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ডাবল হয়ে গেল একটা ডিলিট করুন।
২৯ জুন ২০১৪ সকাল ০৭:০১
186125
বেদনা মধুর লিখেছেন : করলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
239865
২৯ জুন ২০১৪ সকাল ০৬:৪৮
তহুরা লিখেছেন :
২৯ জুন ২০১৪ সকাল ০৭:০১
186124
বেদনা মধুর লিখেছেন : মানে কি? পক্ষে নাকি বিপক্ষে?
239868
২৯ জুন ২০১৪ সকাল ০৭:১৪
তহুরা লিখেছেন :
২৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৬
186128
বেদনা মধুর লিখেছেন : হুম্ম। শুধু শুধু পুরুষের দোষ দিয়ে লাভ কী? মেয়েরাও কম কিসে?
তবে এটা সমাধান নয়। এতে ফাটাফাটি আর ভাঙ্গাভাঙ্গি বাড়বে।
সমাধান অন্যখানে।
আপনি পুরুষ নির্যাতনের একটি চিত্র তুলে ধরেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
239869
২৯ জুন ২০১৪ সকাল ০৭:২২
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ণ পুরুষ নির্যাতন এর চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ অাপুনী
239871
২৯ জুন ২০১৪ সকাল ০৭:৪১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলেম বলতে কাদেরকে বুঝানো হলো ভাই?
২৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৮
186129
বেদনা মধুর লিখেছেন : হুজুর বলতে যাদেরকে বুঝানো হয়েছে স্টিকি পোষ্টে, এখানে আলেম বলে তাদেরকেই বুঝানো হয়েছে।
স্টিকি করা পোষ্টে নারী নির্যাতনের উপমা দিতে গিয়ে ওনি হুজুরের উপমা ছাড়া আর কোনো উপমা পেলেন না। তাই আমি বলছলাম যে হুজুরদের স্ত্রীরাই দুনিয়ার সবচেয়ে সুখি নারী।
239876
২৯ জুন ২০১৪ সকাল ০৮:০৪
চোরাবালি লিখেছেন : মেয়েরা না পারলেও স্বামীকে কখনও দ্বিতীয় বিয়ের অনুমতি দেবে না কারণ তাদের সম্রাজ্যে কাউকে প্রতিদ্বন্দী দেখতে চান না। খাসলত গুনে মেয়েদের পিটুনি খেতে হয় আর দোষ হয় ছেলেদের।
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৪
186198
বেদনা মধুর লিখেছেন : আপনার মন্তব্য ভালভাবে বুঝতে পারলাম না। আরও একটু খুলে বলবেন আশা করি।
239878
২৯ জুন ২০১৪ সকাল ০৮:২০
জাকির হোসাইন লিখেছেন : কিছু যুক্তিসংগত কথা বলেছেন! ধন্যবাদ!
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৪
186199
বেদনা মধুর লিখেছেন : অনেক ধন্যবাদ।
239893
২৯ জুন ২০১৪ সকাল ০৯:২৪
হতভাগা লিখেছেন : ''তবুও যদি কোনো মেয়ে বলে যে আলেমগণ স্ত্রী নির্যাতন করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মেয়ে আলেম জামাই না পেয়ে দুঃখে আলেমদের দুর্নাম করছে। মিথ্যা অপবাদ দিচ্ছে ''




আছে ভাই আছে , ব্লগে এরকম কিছু ছুপা আলেমবিদ্বেষী গ্রুপ আছে ।

আলেমদের স্ত্রীরা সুখী হবার কারণ আছে বটে , কারণ আলেমরা স্ত্রীদের প্রাইভেসীতে নাক গলান না । ফলে স্ত্রীরা সুখেই থাকে ।

নাক গলালে সাঈদের পরিনতি বহন করতে হতে পারে ।
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৫
186200
বেদনা মধুর লিখেছেন : আপনার মন্তব্যটাও ঠিক মত বুঝতে পারছি না। গ্রামের মানুষ তো সহজ কথাই শুধু বুঝি। ধন্যবাদ আপনাকে।
১০
239900
২৯ জুন ২০১৪ সকাল ০৯:৪০
নূর আল আমিন লিখেছেন : ||
ভাল্লাক্সে
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৬
186201
বেদনা মধুর লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১১
239902
২৯ জুন ২০১৪ সকাল ১০:১৩
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : সুন্দরী প্রতিযোগিতা করে নারীর রূপ বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম কারা করছে?

এই ধারনা আপনি কোথ্থেকে পেলেন ভাই? প্রকৃত সত্য হছ্ছে- ইসলামের নবী সাহাবীরাই ক্রীতদাসী, যৌনদাসী, যুদ্ধবন্ধি নারী বিক্রি করে বেশ মালপানি কামিয়েছেন।
২৯ জুন ২০১৪ সকাল ১১:১২
186152
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : তারা নারী বিক্রী করেছে একথা কোথায় পেলেন?
প্রমাণ দেন। আপনার কাছে কি নতুন করে কোন ওহী এসছে নাকি?
১২
239911
২৯ জুন ২০১৪ সকাল ১০:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : আমি দেখেছি হুজুরদের স্ত্রীরা নয় শুধু
তাদের সম্পূর্ণ পরিবারই সুখে থাকে যদিও অভাব অনটন দুর হয়না ঘড় থেকে।
তারপরেও তারা সুখী।
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৬
186202
বেদনা মধুর লিখেছেন : একেবারেই সত্য। ধন্যবাদ আপনাকে।
১৩
239912
২৯ জুন ২০১৪ সকাল ১০:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : ভাইজান আমি শহরের অবস্থার বর্ণনা করলাম।
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
186203
বেদনা মধুর লিখেছেন : হুম আবারও ধন্যবাদ।
১৪
239947
২৯ জুন ২০১৪ দুপুর ০১:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তুলনামুলভাবে আলেম ওলামাদের পরিবারে সুখ শান্তি যেমন বেশী তেমনি অভাব অনুটনের জন্য হা পিত্যেসের রেশিও অনেক কম।
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
186204
বেদনা মধুর লিখেছেন : হ্যাঁ ঠিক কথাই বলেছেন।
১৫
240068
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
আফরা লিখেছেন : এলম আছে বলেই না আলেম । দু-একজন ছাড়া সবাই ভাল। তাই তারা সুখে আছে ।
৩০ জুন ২০১৪ রাত ০১:১৫
186336
বেদনা মধুর লিখেছেন : সুন্দর বলেছেন। ধন্যবাদ।
১৬
240193
৩০ জুন ২০১৪ সকাল ০৭:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File