আলেমগণের স্ত্রীরাই সব চেয়ে সুখি
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২৯ জুন, ২০১৪, ০৪:০২:১৩ রাত
আমি গ্রামের মানুষ। আর বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। শরের অবস্থা আমি জানিও না বলতেও পারব না। আমি গ্রামে দেখেছি আলেমদের স্ত্রীরাই সব চেয়ে সুখে আছে। আলেমগণ বিয়ের সময় মেয়ের বাবা থেকে যৌতুক নেন না। অনেকেই স্ত্রীর মোহরানা নগদ আদায় করেন। তারা স্ত্রীকে মারধর করেন না। রান্নাবান্নার কাজেও স্ত্রীকে সাহায্য করেন। আর যারা আলেম নয় মেয়ের বাবা থেকে অনেক যৌতুক নেয়। মাঝে মাঝে তারা তাদের স্ত্রীকে পেটায়। একারণে গ্রামের অনেক মেয়ে আলেম জামাই পেতে আগ্রহী থাকে। মেয়ের বাবাও আলেম জামাই পেলে খুশি হন। সমাজে যাদের আলেম জামাই আছে তারা বড় মুখ করে বলে যে তাদের মেয়ের কামাই আলেম। এক কথাই আলেমদের স্ত্রীরাই সব চেয়ে সুখে আছে।
তবুও যদি কোনো মেয়ে বলে যে আলেমগণ স্ত্রী নির্যাতন করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মেয়ে আলেম জামাই না পেয়ে দুঃখে আলেমদের দুর্নাম করছে। মিথ্যা অপবাদ দিচ্ছে। তা নাহলে হাজার হাজার সাধারণ মানুষের ঘরে স্ত্রী নির্যাতিত হওয়া স্বত্বেও তা না লিখে কোনো আলেমের ঘরে কখনো স্ত্রী নির্যাতিত হয়েছে কিনা তা লিখে বেড়ানোর হেতুটা কী?
বাংলাদেশের ঘরে ঘরে জরিপ চালিয়ে দেখুন তো কয়জন আলেম একাধিক বিয়ে করেছেন? না। তেমন নাই। হাতেগোনা দুই একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছে যারা একাধিক বিয়ে করেছে। ১৭ জন স্ত্রী আর ৮৪ জন ছেলে মেয়ে আছে এক ব্যাক্তির। সে কি আলেম ছিল? না। ছিল না। কিন্তু যেই মেয়ে ইচ্ছা থাকা স্বত্বেও আলেম জামাই পায়নি, সে শুধু আলেমদের দোষই দেখে। ১৭ বউ আর ৮৪ ছেলে মেয়ের খবর দেখেও সে না দেখার ভান করে।
দেখাও তোমার রূপের ঝলক বলে যারা টিভিতে অনুষ্ঠান করছে তারা কি এর মাধ্যমে নারী নির্যাতন করছে না?
এটা কি কোনো হুজুর করেছে? তাহলে শুধু হুজুরদের দোষ দিয়ে লাভ কী?
সুন্দরী প্রতিযোগিতা করে নারীর রূপ বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম কারা করছে? হুজুরেরা? তাহলে হুজুরের দোষ দেয়া হচ্ছে কেন?
বিষয়: বিবিধ
২৩৬৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
হুজুরদের স্ত্রীরাই সবচেয়ে সুখি।
ষ্টিকি করা পোষ্টে বেচারী দুই বিয়ের উপমা দিতে হুজুরকে ছাড়া দুনিয়ার আর কাওকে পেল না। আহারে বেচারি হুজুরকে না পেলে এভাবেই রাগ ঝাড়তে হয়।
আবার অনেকেরই হুজুরদের ব্যাপারে এলার্জি আছে। যেমন সেকুলার। তারা হুজুর একেবারেই দেখতে পারে না।
তবে এটা সমাধান নয়। এতে ফাটাফাটি আর ভাঙ্গাভাঙ্গি বাড়বে।
সমাধান অন্যখানে।
আপনি পুরুষ নির্যাতনের একটি চিত্র তুলে ধরেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
স্টিকি করা পোষ্টে নারী নির্যাতনের উপমা দিতে গিয়ে ওনি হুজুরের উপমা ছাড়া আর কোনো উপমা পেলেন না। তাই আমি বলছলাম যে হুজুরদের স্ত্রীরাই দুনিয়ার সবচেয়ে সুখি নারী।
আছে ভাই আছে , ব্লগে এরকম কিছু ছুপা আলেমবিদ্বেষী গ্রুপ আছে ।
আলেমদের স্ত্রীরা সুখী হবার কারণ আছে বটে , কারণ আলেমরা স্ত্রীদের প্রাইভেসীতে নাক গলান না । ফলে স্ত্রীরা সুখেই থাকে ।
নাক গলালে সাঈদের পরিনতি বহন করতে হতে পারে ।
ভাল্লাক্সে
এই ধারনা আপনি কোথ্থেকে পেলেন ভাই? প্রকৃত সত্য হছ্ছে- ইসলামের নবী সাহাবীরাই ক্রীতদাসী, যৌনদাসী, যুদ্ধবন্ধি নারী বিক্রি করে বেশ মালপানি কামিয়েছেন।
প্রমাণ দেন। আপনার কাছে কি নতুন করে কোন ওহী এসছে নাকি?
তাদের সম্পূর্ণ পরিবারই সুখে থাকে যদিও অভাব অনটন দুর হয়না ঘড় থেকে।
তারপরেও তারা সুখী।
মন্তব্য করতে লগইন করুন