'কারো কথা শুনবেন না, কোরান আর সহীহ হাদিস দেখেই চলবেন'
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ০৫ জুলাই, ২০১৫, ০৬:৫৮:১১ সন্ধ্যা
কারো কথা শুনবেন না, কোরান আর সহীহ হাদিস দেখেই চলবেন
শ্লোগানটি দেখে যে মুসলমান মনে করবে হ্যাঁ কথা তো সত্যই। কোরান হাদিস থাকতে ইমামদের অনুস্মরণ করব কেন?
কিন্তু বাস্তবতা হচ্ছে দুনিয়ার অধিকাংশ মুসলমান কোরান আর হাদিস পড়ে তার অর্থ করতে পারে না। তারা কীভাবে কারো কথা না শুনে শুধু কোরান আর সহীহ হাদিস দেখে চলবে? আহলে হাদিস নামে উপরের শ্লোগানধারীদের কাছে প্রশ্নটি রেখে গেলাম।
যদি উত্তরে বলেন যে আলবানী সাহেব যেটাকে সহীহ হাদিস বলেছেন সেটা মানবেন। তাহলে আমার প্রশ্ন একই কথা ইমাম আবু হানিফা রহঃ বললে তা মানতে নিষেধ করেছিলেন কেন?
আহলে হাদিসের জবাব আলবানী সাহেব তো কোরান আর সহীহ হাদিস থেকেই বলেছেন, আর ইমাম সাহেব বলেছেন নিজের কিয়াস থেকে? এবার আমার প্রশ্ন কোরান আর সহীহ হাদিস দিয়ে দলিল পেশ করুন যে আলবানী সাহেব কোরান ার সহীহ হাদিস থেকে বলেছেন আর ইমাম সাহেব কিয়াস থেকে বলেছেন। তাদের নাম ধরে কি কোরানে কোনো আয়াত আছে যে আলবানী সাহেব বললে সেটা সহীহ হাদিস থেকে হয় আর ইমাম সাহেব বললে সেটা কিয়াস থেকে হয়। এরকম আয়াত থাকলে আয়াতের নাম্বার আর বোখারীর হাদিস নাম্বারটাও উল্লেখ করবেন, আপনারা তো আবার কোরান আর সহীহ হাদিস ছাড়া কিছুই মানেন না?
আর যদি না পারেন তাহলে ভণ্ডামী ছাড়ুন। বিভ্রান্তি ছড়াবেন না।
আমার সাথে শুর মিলিয়ে বলুন, ইমাম আবু হানিফা রহঃ কোরান আর সহীহ হাদিস থেকে বললে সেটা মানতে কোনো দোষ নাই। তাঁর কাছে কোরান হাদিসের অনেক জ্ঞান ছিল। তাঁর কথা ওলামায়ে কেরাম যাচাই করেই আমল করেন। তিনি কোন মাসালা কোন আয়াত বা হাদিস থেকে এনেছেন তার উল্লেখ করেছেন। সেটাকে অন্ধ অনুস্মরণ বললে আলবানীরটাও অন্ধ অনুস্মরণ। আর কারো কথা না মেনে অধিকাংশ মুসলমান যারা মুজতাহিদ নয়, তাদের কোনো উপায় নাই। কোরানের তারজুমা পড়ে যদি আহলে হাদিস নিজেকে মুজতাহিদ দাবী করে তাহলে আমি এরকম শয়তান থেকে ১০০ হাত দূরে থাকাই ভাল মনে করি।
বিষয়: বিবিধ
১৬২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহলে হাদীসকি ইমামদেরকে মানে না? উত্তরটি দিয়েছেন শায়খ আবু জায়েদ জামীর হাফিজাহুল্লাহ।
এগুলো হচ্ছে আলেমদের মত। তবে কিছু উৎসুক পাবলিক তো আছে যারা না বুঝে লাফায় তাদের কথা সতন্ত্র।
আপনি এই ভিডিওটি দেখুন
শায়খ আবু জায়েদ জামীরের উত্তর
আহলে হাদীস কি উলামাদের কে মানে না?
আহলে হাদীস কি ফিকহ্ মানে না?
আহলে হাদীসকি ইজমা মানে না?
আহলে হাদীসকি আউলিয়াদের মানে না?
আহলে হাদীসকি আয়েম্মায়ে কেরামদেরকে মানে না?
সবাই বলে যে আহলে হাদীস ইমামদেরকে মানে না এটি কি ঠিক?
এগুলো হচ্ছে আলেমদের কথা সাধারণ কারো কথা নয়। আমাকে ভুল বোঝার অবকাশ নাই। কেননা আমি শুধু সত্যটি জানাতে চেয়েছি। কেননা আপনার লেখাতে মনেহয়েছে আপনি ভুল বুঝেছেন।
সঠিক বুঝে আজ মুসলিম উম্মার ঐক্য দরকার তাই বললাম।
জাজাকাল্লাহু খায়রান।
জাজাকাল্লাহ।
কোরান নাকি হাদিস ? কোরানই ত আহসানাল হাদিস। তাহলে কি "আহলে হাদিসেরা' শুধু কোরান মানে?!
কোরান নাকি হাদিস ? কোরানই ত আহসানাল হাদিস। তাহলে কি "আহলে হাদিসেরা' শুধু কোরান মানে?!
মন্তব্য করতে লগইন করুন