মিডিয়াতে কিভাবে খবর উলটে দেয়া হয় তার নমুনা পেশ করুন
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ০৯ মে, ২০১৪, ০৬:১৩:৩৭ সন্ধ্যা
সময় থাকলে মিডিয়ার খবর বিকৃতির কিছু নমুনা পেশ করুন। আমি দুইটি পেশ করলাম।
১/ সহশিক্ষা থেকে মেয়েদেরকে আলাদা করে বালিকা স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু মিডিয়ায় আসবে অন্য ভাবে। তারা বলবে মুসলমানরা মেয়েদেরকে স্কুল থেকে বের করে দিচ্ছে।
২। পুলিশের পাশে দাঁড়িয়ে এক সন্ত্রাসী নিরস্ত্র পিকেটারের উপর গুলি করছে। খবরে আসবে অন্য ভাবে। তারা বলবে
শিবিরের ছেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে।
এবার আপনার পালা । নমুনা পেশ করুন।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম্ম এটাই মডিয়া। আজকাল মানুষ মিডিয়াকে খুব বিশ্বাস করছে। এটা বোকামী।
পত্রিকা : ইন্টার্ন ডাক্তাররা পেটালো ঢাবির দুই ছাত্রকে ।
মিডিয়া= কিছু করে ফেলেছে। এই কারণে উৎসব করা হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন