নারী, জ্ঞান-মেধা কিছুই তোমার লাগবে না, শুধু শারিরীক সৌন্দর্যের বিস্ফোরন ঘটাও এবং সফল হও!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ২০ মে, ২০১৪, ০৩:৩৪:২৭ দুপুর



Beauty means power.

Being beautiful is being powerful. I have the power to transfix- the power to attract. I can use my power to get what I want, when I want it. It’s in my hands. It’s on my skin. It’s in my hair. It’s inside me. It is me. I feel beautiful, and so I feel powerful.

সৌন্দর্যই নারীর শক্তি! সেই শক্তি কোথায় আছে? কেন চামড়াতে, চুলে, শরীরে! সেই শক্তি ব্যবহার করে নারী যখনই যা চাইবে তা পাবে! সেই শক্তি নারী কোথায় ব্যবহার করবে? কেন, পুরুষকে আনন্দ দিতে! নারী সুন্দর হবে, উম্মূক্ত হবে, এক নারীকে হাজারো পুুরুষ ব্যবহার করতে চাইবে, বিভিন্ন আঙ্গিকে, প্রকারে, স্টাইলে যত বেশি পুরুষকে খুশি করতে পারবে ততই নারীর সফলতা ফুঠে উঠবে! নারীর সফলতা নির্ভর করে একমাত্র, শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের উপর! কত রোমান্টিক ভাবে তা উম্মূক্ত করতে পারে তার উপর!

প্রতি বছরের মতো এবারও লাক্স-চ্যানেলআই শুরু করতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগীতা! বাংলায় শ্লোগান, "দেখাও তোমার রূপের ঝলক" ইংরেজিতে উপরের কথাগুলো সহ আরো অনেক কথা বলে তরুণীদের উৎসাহিত করা হচ্ছে সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য!



লাক্স-চ্যানেল আইয়ের সুন্দরী প্রতিযোগীতার কথাগুলো জানার পর কোন নারীর কি মনে হবে মেধা, বুদ্ধিমত্বা, প্রতিভা, শিক্ষা ইত্যাদির প্রয়োজনীয়তা তার জীবনে আছে? শরীর ও চামড়াই তার একমাত্র সফলতার চাবিকাটি! ওরা কি এটিই বলতে চায়নি? নারীর মননে গেঁথে দেয়া হচ্ছে, সৌন্দর্যই আসল শক্তি। এটি ছাড়া তোমার জীবন বৃথা! শুধু সুন্দর হলেও আবার হবেনা, সেই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে উগ্র মেকআপে, স্বল্প বসনে, সবার সামনে উম্মূক্ত হয়ে! এবার লম্পটরা খুশি এবং নারী তোমার জীবন সফল!



জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিক্ষার শক্তির কথা নারীর আর মনে থাকবে না। নারীকে শুধু সুন্দর হতে হবে আর কিছু নয়! নারী, তোমার জীবনের সবকিছু বন্ধক নিয়ে নিয়েছে ওই সব আধুনিক লম্পটরা, এবার তোমার সৌন্দর্যের সবকিছু তাদের কাছে উম্মূক্ত করে দাও, তাদেরকে খুশি করো তারপরই শুধু তুমি কিছু পাবে, তোমার জীবন সফল হবে! তা না হলে তুমি কিছুই পাবেনা! তাই নারীকে এখন ছুটতে হবে শুধু চামড়া সাদা করার দিকে!

এভাবে হাজার-হাজার নারী পাগল হবে সুন্দরী হওয়ার জন্য। হাজারো সুন্দরী উম্মূক্ত হবে। তাদের ভিতর থেকে বের করে আনা হবে শারীরিক সৌন্দর্যের সুপারষ্টার। নারীর প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে মিলতে হবে পুরুষের ষ্টান্ডার্ড আকাংখার সাথে। লম্পটদের কিভাবে তুমি খুশি করতে পারো তার পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করতে হলে দেখাতে হবে শরীর, হাটতে হবে, বাঁকতে হবে, দুলতে হবে, খোলামেলা হতে হবে। প্রকৃতি নারীত্বের যে অনন্য সৌন্দর্য তোমার শরীরে দিয়েছে তার সবকিছুই উম্মূক্ত করতে হবে। বুঝানো হবে এই শরীর দেখিয়েই তুমি বিখ্যাত ও বড় হতে পারো। মেধা-বুদ্ধিমত্বা-প্রতিভা নয়, শরীর ও চামড়া হয়ে উঠুক তোমার ভবিষ্যতের নির্মাতা।

এসবকে ওরা প্রচার করছে নারী অধিকার হিসেবে, বাস্তবে এখানে নষ্ট পুরুষতান্ত্রিক ভাষাটিই প্রধান হয়ে উঠেছে। ওরা নারীকে, নারীত্বকে পণ্যের ন্যায় উপস্থাপনে ব্যস্ত হয়ে পড়েছে। আর নারীর নিরবতা পুরুষতান্ত্রিক লোলুপ ষড়যন্ত্রকে আরো উৎসাহিত করছে। এভাবে বিজ্ঞাপন, সুন্দরী ও ফ্যাশন প্রতিযোগীতার অসভ্যতাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে ফেলেছে।



এভাবে নতুন প্রজন্মকে বিশেষ করে নারীদের স্লো পয়জনিং করা হচ্ছে। ধীরে ধীরে তাদের ভিতরে থাকা শালীনতা, নৈতিকতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়া হচ্ছে। মেয়েদেরকে বানানো হচ্ছে সেক্স সিম্বল ও প্রোডাক্ট! তাই মেয়েরা নিজেদের মানুষ ভাবার চেয়ে সেক্স সিম্বল হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে আগে মেয়েদের প্রশংসা করে বিউটিফুল, নাইস, কিউট বললে খুশি হতো বা লজ্জা পেতো। আর এখন তথাকথিত আধুনিক মেয়েরা খুশিতে ফেটে পড়ে সেক্সি বললে। কিউট, নাইস, বিউটিফুল বললে কনফিউশনে থাকে আসলে মনে হয় সুন্দর লাগছে না!

এটা খুব পরিকল্পিত ও ভয়ংকর অনৈতিকতার আগ্রাসন। কিন্তু বেশি আতংকিত হয়ে পড়ি যখন দেখি তথাকথিত শিক্ষিত নারীরাই সেই আগ্রাসনের শিকার হচ্ছে বেশি! কেন তারা এই ষড়যন্ত্র বুঝতে চায় না?!

বিষয়: বিবিধ

৪২১৯ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223770
২০ মে ২০১৪ দুপুর ০৩:৩৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সুন্দরি প্রতিযোগিতার নামে মেয়েদের উপেন শ্লিলতাহানি করছে মটু অকর্মা অসৎ ফরিদুর রেজা ছাগলেরা....??? কিন্তু নারি খুশি তাকে টিভিতে দেখে....!!! ধন্যবাদ আপুনি। পিলাচ
২০ মে ২০১৪ দুপুর ০৩:৪৪
171106
পুস্পিতা লিখেছেন : নারী ওদের কাছে পণ্য তাই তো পণ্যেকে যত সুন্দর করে উপস্থাপন করা যায় ততই লাভ!
223773
২০ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
নেহায়েৎ লিখেছেন : মিডিয়া পুরোটাই সেক্যুলারদের দখলে। তারাই সুকৌশলে ছড়িয়ে দিচ্ছে এসব ভাইরাস। আমাদের দেশের সংস্কৃতি এটা নয়। ছোটবেলায় গ্রামে দেখতাম ভ্যানে বা রিক্সায় শাড়ি কাপড় পেচিয়ে পাড়ার মহিলারা আত্মীয় বাড়ি যেত। আর এখন সিএনজি অটোরিক্সায় পুরুষদের অচেনা পুরুষদের পাশে অনায়াসে ভ্রমণ করছে। এভাবেই ধীরে ধীরে-----
২০ মে ২০১৪ দুপুর ০৩:৪৯
171107
পুস্পিতা লিখেছেন : ধীরে ধীরে নূতন প্রজন্মকে লজ্জ্বাহীন করা হচ্ছে যাদের কাছে অবাধ মেলামেশা কোন ব্যাপারই না!
223774
২০ মে ২০১৪ দুপুর ০৩:৫২
শয়তান লিখেছেন : নিজের ভাইযের জন্য সুন্দরি ভাবি তো ঠিকৈ খুজেন। জামাতি ভনডমামি
২০ মে ২০১৪ দুপুর ০৩:৫৪
171108
পুস্পিতা লিখেছেন : সুন্দরী খোঁজা আর সেই সুন্দরীকে পণ্য বানানো কি এক?!
২০ মে ২০১৪ দুপুর ০৩:৫৫
171109
শয়তান লিখেছেন : হা । আলবত এক। ঘসা মাঝা না করলে সুন্দরী বৌ পাইবেন কৈ?
২০ মে ২০১৪ বিকাল ০৪:০৫
171112
আল সাঈদ লিখেছেন : কি উত্তর দিলেন না বুঝে?
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪২
171135
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে শয়তান জী! এত্তোদিন কই আছিলেন?
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৭
171154
জুমানা লিখেছেন : সুন্দরী বউ খোজা আর সুন্দরী পন্য নারী কি একই কথা........আপনি আপনার জন্য কি খোজবেন?
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০১
171183
দুষ্টু পোলা লিখেছেন : শয়তান লিখেছেন : নিজের ভাইযের জন্য সুন্দরি ভাবি তো ঠিকৈ খুজেন। জামাতি ভনডমামি
223784
২০ মে ২০১৪ বিকাল ০৪:০৮
আল সাঈদ লিখেছেন : উলঙ্গ না হলে কোন সুন্দরীই সুন্দরের পুরষ্কার পায়না। সময়পোযোগী পোস্ট। প্রত্যেক মেয়েদের সচেতন হওয়া উচিত। আল্লাহ কে ভয় এবং কোরআন ও সুন্নাহর আলোকে থাকলেই এ থেকে বাঁচতে পারে। ফেইসবুকে শেয়ার করলাম।
২০ মে ২০১৪ বিকাল ০৪:১০
171113
পুস্পিতা লিখেছেন : এসব ষড়যন্ত্র প্রতিরোধে নারীদেরই এগিয়ে আসা উচিত সবার আগে। কিন্তু তথাকথিত শিক্ষিত নারীরাই যেন এসবে পা দিচ্ছে সবার আগে!
223791
২০ মে ২০১৪ বিকাল ০৪:২৩
বেদনা মধুর লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ মে ২০১৪ বিকাল ০৪:২৮
171123
পুস্পিতা লিখেছেন : এসব অসভ্যবতা বন্ধ করতে হবে।
223792
২০ মে ২০১৪ বিকাল ০৪:২৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এরাই আবার নারীস্বাধীনতার কথা বলে।এদের কাছে নারী স্বাধীনতার অর্থ হলো নারীকে স্বাধীনভাবে ভোগ করার অধিকার।
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩০
171124
পুস্পিতা লিখেছেন : জনগণকেই এখন এগিয়ে আসতে হবে এসব বন্ধ করতে।
223800
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩৪
ইমরান ভাই লিখেছেন : আমাদের বোনদেরকে লোভ দেখায়ে এরা নষ্ট করছে তা আমাদের বোনগুলো জদি বুঝতো তাহলে কতোই না সহজ হত।

তবে রসুল (সা) বলেছেন: তিনি দেখেছেন জাহন্নামের বেশিরভাগই নারী তাই তার কথাওতো সত্য হবেই।

সতর্ক করার জন্য ধন্যবাদ।
আল্লাহ আমারেদ মা/বোনদের রক্ষাকরুন জাহেলীয়াত থেকে ও জাহান্নাম থেকে।
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
171131
পুস্পিতা লিখেছেন : এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যাতে অনৈতিকতার প্রসারে কাজ করছে সরকার থেকে শুরু করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো এবং এর নাম দেয়া হয়েছে আধুনিকতা ও নারী অধিকার!
223801
২০ মে ২০১৪ বিকাল ০৪:৩৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
171138
পুস্পিতা লিখেছেন : টর্নেডো গতিতে ধেয়ে আসছে চরম অশ্লীলতা ও অসভ্যতা।
223806
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
হতভাগা লিখেছেন : যে যেটাতে দক্ষ সে সেটাকে আকঁড়ে ধরবে - এটাই দুনিয়ার নিয়ম।
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
171141
পুস্পিতা লিখেছেন : দক্ষ মানে?! নারী কি শুধু এসব কাজেই দক্ষ?!
২০ মে ২০১৪ বিকাল ০৫:৩৯
171165
হতভাগা লিখেছেন : আরো অনেক কিছুতেই দক্ষ ।

যেমন দূর্নীতিতে । যেই কাপ বাংলাদেশের কোন পুরুষ সরকার প্রধান একটাও আনতে পারেন নি , নারীরা সেটা এনে দেখিয়েছে । তাও আবার পর পর ৫ বার ।




আবার মঙ্গল গ্রহেও নিজেকে শিফট্‌ করাচ্ছে।

সংসদীয় গালাগালিতে নারীরা যেন অপ্রতিদ্বন্দ্বী , পুরুষরা এ ব্যাপারে কোন কালেও নারীদের নখেরও যোগ্য হতে পারবে না ।
১০
223807
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মেডাম এভাবে নারীখোরদের খামোখা বিরোধীতা করে কি লাভ? হেতারাই তো অহন সব কিছুই নিয়ন্ত্রণ করছে।
২০ মে ২০১৪ বিকাল ০৪:৫০
171142
পুস্পিতা লিখেছেন : ওদের হাতে নিয়ন্ত্রণ যাওয়ার কারণেই তো নারী বাস্তবে পরিণত হয়েছে পণ্যেতে!
১১
223814
২০ মে ২০১৪ বিকাল ০৪:৫৬
আহমদ মুসা লিখেছেন : যখন মানুষের লজ্জা শরম লোভ পায় তখন তার মনকে আর স্বাধীন বলা যায় না। যে তখন বন্দী হয়ে যায় শয়তানের কর্মসূচী বাস্তবায়নের দায়িত্ব কাধে নিয়ে। হয়তো এজন্যই রাসুল (সা) বলেছিলেন যখন তোমার লজ্বা শরম থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবা সুস্ত মস্তিস্কের কোন মানুষ ভারসাম্যহীন হয়ে পড়লে তখন সে আবুল তাবুল মুখে যা আসে তাই বলতে থাকে। তেমনি ভাবে হায়া শরম না থাকলেও কোন মানুষ যেকোন ধরনের বেহাপনাকে অপরাধবোধ হিসেবে বিবেচনা করবে না।
সমাজের সুস্ত মস্তিস্কের বিবেগগুলো এক্ষেত্রে নীরব থাকার কারণেই শয়তান তার কর্মসূচী বাস্তাবায়নের জন্য বেশরম আবালগুলোকে মাঠে ময়দানে চেড়ে দিয়ে গোটা মানব সমাজকেই ধ্বংশের অতল গহবরে নিয়ে যাওয়ার পথ প্রসস্ত করেছে। সমাজের বিবেগগুলোকে আজ জাগতে হবে, জাগাতে হবে।
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৬
171150
পুস্পিতা লিখেছেন : বর্তমানে বিভিন্ন প্রতিযোগীতার নামে যে অসভ্যতা চালু করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ বলতে গেলে তেমন নেই। বিনা বাঁধায় ছড়িয়ে পড়ছে ভাইরাসের মতো!
১২
223816
২০ মে ২০১৪ বিকাল ০৪:৫৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভালো লাগলো লেখাটা কিন্তু কে শোনে কার কথা।
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৬
171151
পুস্পিতা লিখেছেন : এসবের বিরুদ্ধে সবার প্রতিবাদ জানানো উচিত।
১৩
223817
২০ মে ২০১৪ বিকাল ০৫:০১
ছিঁচকে চোর লিখেছেন :

নারী তুমি থাকবার বোরকার তলে
কেন তুমি আসো সব খুলে
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৭
171155
পুস্পিতা লিখেছেন : সবখুলে আসলেই নারী তার পূর্ণঅধিকার পাবে?!
১৪
223820
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৪
জুমানা লিখেছেন : নারীরিই দ্বায়ী এ জন্য , একজন নারী নিজে নিজেকেই পন্য বানাচ্ছে, আর কিছু নারী নিজেকে পন্য বানিয়ে ধন্য মনে করছে। সত্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৯
171157
পুস্পিতা লিখেছেন : এসবের বিরুদ্ধে যদি এখন কেউ কথা বলে দেখবেন তথাকথিত কিছু নারীবাদী সংগঠন প্রবলভাবে যারা প্রতিবাদ করছে তাদের বিরোধীতা শুরু করে দিবে। অথচ তারা নারীদের পণ্যবানানোর বিরুদ্ধে একটি কথাও বলেনা বরং নিজেরা সেই সব অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরো উৎসাহ দেয় নারী যেন সম্পূর্ণ পণ্য হয়েই থাকে!
১৫
223865
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
দুষ্টু পোলা লিখেছেন : মাইয়া গুলা দেখতে যা না, উফ Love Struck Love Struck Love Struck Big Hug Big Hug
১৬
223880
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ইবনে হাসেম লিখেছেন : আমাদের এ অঞ্চলে রাস্তার পার্শ্বের বিলবোর্ডগুলোতে লিখা থাকে, "লুক, আই এ্যাম সেক্সী"। পাশেই বসিয়ে রাখা বাইশ তেইশ বছরের অর্ধনগ্ন সুন্দরীকে, সাথে কিছু কসমেটিক্স। এ ধরণের প্রচার এদেশে অতি সাধারণ বিষয়। আবার বিশাল বিশাল বিলবোর্ডে যুবতীকে দেখানো হচ্ছে কেবলি প্যান্টি আর চিকন বডিজ পরিয়ে। কলাও বেচা হচ্ছে রান ও দেখানো হচ্ছে।
আমাদের দেশও তাই এই অভিযানে নেমে গেছে....
১৭
223940
২০ মে ২০১৪ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই শ্লোগান আর বিজ্ঞাপন দেখে শার্লক হোমস এর "দ্য সাইন অফ ফোর" এর একটি ডায়ালগ মনে পড়ল। ওয়াটসন হোমস কে বলছে মিস মর্সটান খুব সুন্দরি। হোমস জবাব দিল শুধু সুন্দরি দেখে চরিত্র বিচার করা যায়না আমি এক সুন্দরি সম্পর্কে জানি যে বিমার টাকার জন্য তিনটি শিশুকে পুড়িয়ে মেরেছিল আর এক াতি কুৎসিত মানুষকে জানি যিনি ভবঘুরে দের পুর্নবাসন এর জন্য আড়াইলক্ষ পাউন্ড ব্যায় করেছেন।
টিভিতে কিছু বিজ্ঞাপনে দেখান হয় কেবল সুন্দরি হলেই চাকরি হয়। কথাটি পুরোপুরি মিথ্যা নয়। অনেক প্রতিষ্ঠানই শুধু কিছু সুন্দরি নারিকে চাকরি দেয় কিন্তু এদের কে মুলত ব্যবহার করা হয়। গত ২০ বছরে কসমেটিকস এর বাজার প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। এই তথাকথিত সুন্দরি রা অদেী সুন্দরি না কসমেটিকস এর মাধ্যমে সুন্দরি তা বুঝা মুশকিল। সব কিছুর পিছনে রয়েছে সেই পুজিবাদ। মানুষের জিবনে যা কিছু মহান তাকেই পন্যে পরিনিত করে তা।
১৮
224049
২১ মে ২০১৪ সকাল ০৭:১৭
ইবনে হাসেম লিখেছেন : এভাবে নতুন প্রজন্মকে বিশেষ করে নারীদের স্লো পয়জনিং করা হচ্ছে। ধীরে ধীরে তাদের ভিতরে থাকা শালীনতা, নৈতিকতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়া হচ্ছে। মেয়েদেরকে বানানো হচ্ছে সেক্স সিম্বল ও প্রোডাক্ট! তাই মেয়েরা নিজেদের মানুষ ভাবার চেয়ে সেক্স সিম্বল হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে আগে মেয়েদের প্রশংসা করে বিউটিফুল, নাইস, কিউট বললে খুশি হতো বা লজ্জা পেতো। আর এখন তথাকথিত আধুনিক মেয়েরা খুশিতে ফেটে পড়ে সেক্সি বললে।
১৯
224524
২২ মে ২০১৪ সকাল ০৯:৫০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সমস্যার গোঁড়া তো এক জায়গাতেই আপু, আমাদের শিক্ষা ব্যাবস্থা তো মোটামুটি দক্ষ একদল কর্মী তৈরী করার জন্য ডিজাইন করা যারা যেকোন মূল্যে নিজের জীবিকা সংরক্ষন করা ছাড়া আর কিছু ভাবতে পারেনা, এখানে নৈতিকতার স্থান কোথায়?
২০
227898
২৯ মে ২০১৪ দুপুর ০১:১২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সুন্দর একটি পোষ্ট। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া এখন কালচারে পরিণত হয়েছে।
আমার একটি বই ইভটিজিং - কারণ ও প্রতিকার এ নারী প্রগতি সম্পর্কে দলিলসহ তথ্য দেয়া আছে। বইটি পড়ুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File