ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন যুবলীগ নেতা

লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ১৩ এপ্রিল, ২০১৪, ০৮:৩১:০৮ সকাল



ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন পিরোজপুরের শংকরপাশা ইউনিয়ন যুবলীগের ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি সোহেল বয়াতী (৩০)।

জানায ায়, শুক্রবার রাতে যুবলীগ নেতা সোহেল প্রতিবেশী অটোরিকশা চালকের ঘরে প্রবেশ করে। এ সময় ওই অটোরিকশা চালক ঘরে না থাকায় তার স্ত্রীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় সোহেল।

একপর্যায়ে ওই মহিলা ধারালো ব্লেড দিয়ে সোহেলের লিঙ্গ কর্তন করে দেয়। পরে সোহেল চিত্কার করে সেখান থেকে পালিয়ে সদর হাসপাতালে যায়। হাসপাতালের চিকিত্সক ননী গোপাল প্রাথমিক চিকিত্সা শেষে তাকে খুলনায় প্রেরণ করেন।

Click this link

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206830
১৩ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন :
১৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৮
155397
গেঁও বাংলাদেশী লিখেছেন : Good Luck
206922
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
আমি মুসাফির লিখেছেন : লিঙ্গ যদি সঠি স্থানে ব্যবহৃত না হয় তা হারানোর ভয় তো থাকবেই । এই জিনিসট বৈধভাবে ব্যবহারের জন্য মহান আল্লাহ দিয়েছেন তা যদি অবৈধভাবে ব্যবহার করে কেই তাহলে এই পরিণতি স্বাভাবিক বলেই আমি মনে করি।
206929
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৫
আবু আশফাক লিখেছেন : ফেসবুকে এক বন্ধু প্রস্তাব দিয়েছেন- আওয়ামীলীগের আরো একটি অঙ্গ সংগঠন হোক, যার নাম হবে খাসি লীগ। লিঙ্গ কর্তিত সোহেলকে এর সভাপাতি করা হোক।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
155512
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
206946
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মাইয়াডা যদিও কামডা সঠিক করেনি। তার পরেও হেতিনিরে এক্কান ধন্যবাদ দেওন দরকার।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
155519
আবু আশফাক লিখেছেন : ঠিক করে নাই বলেন ক্যারে? হেইয়্যাই ঠিক কইরাছে। এতেও নি এদের ছিক্ষা হয়।
206951
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জয় বাংলা, লিঙ্গ সামলা।
207171
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
আমি মুসাফির লিখেছেন :


এভাবে পালানোর অভ্যাস ও আছে ছাত্রলীগ (ধর্ষক লীগ)নেতাদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File