আসুন, শুধু উদযাপন নয়ঃ একটু হিসাব মেলাই

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৬:৪৫:৫১ সকাল



ফটো ক্রেডিটঃ ওয়াহিদ ফারুক

একঃ

মুক্তিযুদ্ধের চেতনা হলো:

ক) সাম্য

খ) মানবিক মর্যাদা ও

গ) সামাজিক ইনসাফ

আমি বলছিনা, "স্বাধীনতার ঘোষণা পত্র" পড়ে দেখতে পারেন http://www.bpedia.org/P_0289.php এই ভাবে লিখা আছে- "in order to ensure for the people of Bangladesh equality, human dignity and social justice...... "

সুতরাং যারা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ইনসাফের সংগ্রামে লিপ্ত তাঁরাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং পক্ষের শক্তি।

কোথাও

ক,ধর্মনিরপেক্ষতা,

খ, সমাজতন্ত্র, এবং

গ, বাঙ্গালী জতীয়তাবাদ- উল্লেখ নাই।

সুতরাং যারা বলে এগুলোই মুক্তিযুদ্ধের চেতনা তারা মিথ্যা বলছেন এবং প্রতারণা করছেন।

৭১ এর রাজনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা-পর্যালোচনা-সমালোচনা যতটুকু হওয়া উচিত ততটা কখনোই হয়নি। মূলত: এই ইস্যুটাকে ঐশ্বরিক ইস্যুর মত করে ফেলা হয়েছে। এইটারে টাচ করে কোন কথা বলতেও ভয় হয়। কেননা একটি দলে থাকলেই মুক্তিযোদ্ধা, আর না থাকলেই রাজাকার।

দুইঃ

জনতার বুকে লাথি মেরে পতাকায় চুমু দেয়া দেশপ্রেম নয়।

দেশপ্রেম মানে মানুষকে ভালবাসা, মানুষের জন্য কাজ করা

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা আর ভারতের অযাচিত হস্তক্ষেপ - রুখবে আজকের তরুণ-সমাজ ।

ভারতের দালাল,শুকুন ও দুর্নীতি-দারিদ্রমুক্ত বাংলাদেশ হোক আজকের বিজয় দিবসের প্রত্যয় ।



তিনঃ

বিজয় দিবসের কান্নাঃ

ইন্ডিয়ান দালাল মুক্ত বাংলাদেশ চাই।

সীমান্ত আজ অরক্ষিত, বিজিবি কেন রাজপথে জবাব চাই।

৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা কেন স্বাধীন দেশে খুনে লাল? জবাব চাই।

আমাদের স্বদেশ কেন ইন্ডিয়ার দাস জবাব চাই।

মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের রুখো তরুণ সমাজ.

আমাদের আকাশে কেন শুকুনদের অযাচিত আনাগোনা?

৭১ এ সহযোগিতার নাম করে কেন আজ দাদাবাবুদের লালায়িত চোখ?

কেন ৪৩ বছরের পরিনত একটি দেশ আজ গরিব ?

কেন পুলিশে লীগ?

কেন আদালতে লীগ?

কেন আদালতের আঙিনায় বাকশালের প্রেতাত্ত্বা ?

কেন দলীয় কর্মী আদালতে মীমাংসাকারী ?

কেন পুঁজি বিনিয়োগকারীর হন্তারক লাশ ?

কেন শেয়ার বাজার, হলমার্ক , ডেসটিনি আর সোনালী ব্যাংক দুর্নীতি?

কেন আজ এক দল,এক মার্কা? নির্বাচন বিহীন, গাঁয়ের জোড়ে ক্ষমতা?

সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো কেন আজ দলের কাছে নতজানু?

আইন কেন প্রণীত আজ গদি রক্ষায়?

বিরোধী কর্মী দেখা মাত্র গুলি,এটা কোন জাহেলিয়াত?

বিশ্ববিদ্যালয় আজ দ্বিতীয় ক্যান্টনমেন্ট?

বিদেশে লিখা হয় রায় এ কোন বাংলাদেশ?

উচ্চতর আদালত-আপিলে কেড়ে নেই নিষ্পাপ জীবন- এ কেমন বিচার?

৭৫ এর পরে আবার বাকশালের প্রেতাত্তা, আবার রক্ষী বাহিনী, আবার গুম, আবার খুন!

এ কোন বাংলাদেশ?

রক্তাক্ত কেন আজ আমাদের পতাকা?

আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম ???

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294792
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২১
শেখের পোলা লিখেছেন : প্রকৃত মুক্তিযোদ্ধারাই জানেন কোন নিয়তে তারা লড়েছিলেন৷ যদি গরমিল হয় তবে তারা নিরব কেন? প্রতিবাদ করুন৷
294810
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৪৩
হতভাগা লিখেছেন : যারা এখন চেতনার ফেরি করে বেড়ান তাদের প্রায় সবাই ঐ সময়ে সম্মুখ সমরে যুদ্ধ করেন নাই । তাই তাদের লালন করা চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না ।

যারা সে সময়ে কাজে ঝাঁপিয়ে না পড়ে এখন কথার তুবড়ি ফোটাচ্ছে তাদের অনুসরণ করলে দেশ থেমে থাকবে এবং পেছনে চলে যাবে ।

সমসাময়িক স্বাধীনতা লাভ করা দেশগুলোর দিকে তাকালে আমরা আমাদের স্বাধীনতার যথার্থ মূল্যায়ন করতে পেরেছি কি না তা বোঝা যায়।
294936
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকে, যথার্থই বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File