প্রবাসীদের মুখে হাসি ফোটাবে কে?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪২:৩৮ রাত



১৯৭৪ সালে স্বাধীন দেশের সেই দুর্ভিক্কের সময়ে কোন এক দিন আল্লাহ তায়ালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। শেখ সাহেব, জিয়া সাহেবের শাসন আমল কেমন ছিল বয়স কম বলে বুঝতে পারিনি। ৯০ দশকের এরশাদের কু-শাসন দেখেছি। রাজপথে এই স্বৈরচারের বিরুদ্ধে মিছিলও করেছি। তার পতনের পর থেকে খালেদা জিয়ার জোট সরকারের শাসন ও শেখ হাসিনার জোট সরকারের শাসন দেখেছি। স্বাধীনতা লাভের এত বছর পরেও দেশের বেশীর ভাগ মানুষের ভাগ্যর কোন পরিবর্তন হয়নি। দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে। কোন সরকারই বেকারত্বের অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে পারেনি। তাই বাধ্য হয়ে দেশের প্রায় এক কোটিরও বেশি মানুষ এখন প্রবাসী। এই প্রবাসীদের জন্য কোন সরকারই ভাল কিছু করেনি। এয়ারপোট থেকে শুরু করে দেশে ফিরে না আসা পর্যন্ত প্রবাসীদের বিড়ম্বনার শেষ নেই। যারা প্রবাসে থাকেন তারা সবাই ভুক্তভোগি। বিজয়ের এই দিনে আশা করি, সরকার প্রবাসে থাকা বিশাল এই জনগোস্টির কল্যানে কাজ করবেন। শুধু প্রবাসীদের রেমিটেন্স নিয়ে গর্ববোধ করলে চলবে না। তাদের মুখে হাসি ফোটাতে হবে।

বিষয়: বিবিধ

১৫১২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294756
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সঠিক কথা ভাইয়া।
সরকারের শুভবুদ্ধির উদয় হোক এটাই আশা করছি।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:১৭
238235
সিটিজি৪বিডি লিখেছেন : আপু কেউ শুনেনা আমাদের কথা
294786
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:২৫
sarkar লিখেছেন :
কেউ অমাদের কথা মনে করে না। শুধু টাকা আর টাকা।
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫০
238263
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
294825
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশ নিজেরা তাদের শ্রেষ্ঠ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে সেই দেশের পক্ষে প্রবাসিদের জন্য কল্যান এর চিন্তার কথা চিন্তা করাই বোকামি।
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
238329
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন।
294841
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশে কি এখন কোন সরকার আছে আপনারা যারা দেশের বাইরে আছেন তাদের কথা চিন্তা করবে?! বাংলাদেশ এখন হাসিনার দখলদারিত্বের খপ্পড়ে পড়ে গিয়েছে। দেশ এখন বিশাল কারাগার।
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
238330
সিটিজি৪বিডি লিখেছেন : এই কারাগার থেকে সবাইকে মুকত করতে হবে।
294900
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৩
আফরা লিখেছেন : একমত ।
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
238331
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
294960
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীর কষ্ট কেউ দেখে না ,,প্রবাসীদের জন্য কেউ কিছু করে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File