প্রবাসীদের মুখে হাসি ফোটাবে কে?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪২:৩৮ রাত
১৯৭৪ সালে স্বাধীন দেশের সেই দুর্ভিক্কের সময়ে কোন এক দিন আল্লাহ তায়ালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। শেখ সাহেব, জিয়া সাহেবের শাসন আমল কেমন ছিল বয়স কম বলে বুঝতে পারিনি। ৯০ দশকের এরশাদের কু-শাসন দেখেছি। রাজপথে এই স্বৈরচারের বিরুদ্ধে মিছিলও করেছি। তার পতনের পর থেকে খালেদা জিয়ার জোট সরকারের শাসন ও শেখ হাসিনার জোট সরকারের শাসন দেখেছি। স্বাধীনতা লাভের এত বছর পরেও দেশের বেশীর ভাগ মানুষের ভাগ্যর কোন পরিবর্তন হয়নি। দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে। কোন সরকারই বেকারত্বের অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে পারেনি। তাই বাধ্য হয়ে দেশের প্রায় এক কোটিরও বেশি মানুষ এখন প্রবাসী। এই প্রবাসীদের জন্য কোন সরকারই ভাল কিছু করেনি। এয়ারপোট থেকে শুরু করে দেশে ফিরে না আসা পর্যন্ত প্রবাসীদের বিড়ম্বনার শেষ নেই। যারা প্রবাসে থাকেন তারা সবাই ভুক্তভোগি। বিজয়ের এই দিনে আশা করি, সরকার প্রবাসে থাকা বিশাল এই জনগোস্টির কল্যানে কাজ করবেন। শুধু প্রবাসীদের রেমিটেন্স নিয়ে গর্ববোধ করলে চলবে না। তাদের মুখে হাসি ফোটাতে হবে।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারের শুভবুদ্ধির উদয় হোক এটাই আশা করছি।
কেউ অমাদের কথা মনে করে না। শুধু টাকা আর টাকা।
মন্তব্য করতে লগইন করুন