......আমি চেতনা বিরোধী , জঙ্গি???
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ৩১ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৭:১৮ দুপুর
...তুই রাজাকার
- না, আমি রাজাকার না।
- না, তুই অবশ্যই রাজাকার, তুই অবশ্যই যুদ্ধাপরাধী।
- না, আমি যুদ্ধাপরাধী নয়।
- তুই দেশ বিরোধী।
- না, আমি দেশ বিরোধী নয়। আমি এদেশের সন্তান।
- তুই মৌলবাদী, জঙ্গি।
- আমি মৌলবাদী কিন্তু জঙ্গি নয়।
- তুই ধর্ষনকারী।
- না আমি যিনাকারী নয়
- তুই মানবতা বিরোধী ।
- না, আমি মানবতা বিরোধী নয়।
- তুই স্বৈরাচারী।
- আমি স্বৈরাচারী নয়।
-অবশ্যই তুই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী , স্বাধীনতা বিরোধী , বাঙ্গালী সংস্কৃত বিরোধী ।
√√√√√°°°° আমিকি আসলেই এসব বিরোধী? তোরা আমাকে বিরোধী বানিয়ে দিলি?? যে দেশকে নিয়ে স্বপ্ন দেখতাম, ভালোবাসার মনি কোঠরে রাখতাম, স্বপ্নদেখতাম দেশের জন্য জীবন দেওয়ার, অথচ তোরা বলছিস আমি রাজাকার, আমি চেতনা বিরোধী , জঙ্গি???
হ্যা, আমি জঙ্গি। ঐসব দালালদের ধংস করার জন্য যারা দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চাই।
আপনি কোন চেতনার কথা বলছেন? যে চেতনা রাজপথে মৃত্য মানুষের উপর নৃত্য করতে শেখায়, ধর্ষনে সেনচুির করতে শেখায়, টেন্ডারবাজী শেখায়, দুর্নিতীবাজ হতে শেখায়, অন্যকে গালি দিতে শেখায়, ব্যাংক ডাকাতি, শেখায়, মিথ্যা বলা শেখায় সেই চেতনার কথা বলছেন? আমি অবশ্যই ঐই চেতনা নিকুচি করি।
আপনি কোন মানবতার কথা বলছেন? যে মানবতা রাতের আধারে অন্যের ঘরে ঢুকে বিনা কারনে গুলিকরে হত্যা করে, হাজার হাজার ঘুমন্ত মানুষকে গুলি করে হত্যা করে , জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারে, বিচার ছাড়া হাজার হাজার মানুষকে গুম করে সেই মানবতার কথা বলছেন?
আমি জুতার তলায় পিষ্ট করি তোমার ঐ মানবতাকে।
............
..........
- স্বপ্নচারী বাঙ্গালী
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শালা তুই নাস্তিক
না আমি শিবির বিরোধী,
শালা তুই ভারতের দালাল,
আমি রাজাকারদের ফাসী চাই,
শালা তুই শাহবাগী ।
মন্তব্য করতে লগইন করুন