সত্য ঘটনা অবলম্বনে (২৩): সপ্তর্ষিমন্ডল
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ৩১ ডিসেম্বর, ২০১৩, ০১:৫১:১৬ দুপুর
সপ্তর্ষিমন্ডল কি?
সৌন্দর্যের সুষমা কি তাকে জড়িয়ে নিরত?
আবেগে আপ্লুত হয়ে দেখছে।
আমার সঙ্গি।
সে গাছে আমার পাশে ই বসে।
আমিও দেখছি।
সাত জোড়া চোখ।
একজন লোকের চোখ -- পোড়া ধ্বংসস্তুপে বসে রাতের বেলায় নিরস মনে খাবার খাওয়া।
একজন মায়ের চোখ - গুলিতে মারা যাওয়া সন্তানের জন্য সারা রাত কান্নার পর কলঘরে মুখ ধুয়ে দাড়িয়ে আকাশ দেখা।
একজন ইমামের চোখ - গুলিতে রক্তাত্ত মেঝে ধুয়ে বাইরে এসে দুরে তাকিয়ে থাকা।
একজন বোনের ভেজা চোখ - রাজপথে নিহত ভাইয়ের সাথে বৃষ্টির রাতে নিরব কথা বলা।
একজন পিতার চোখ -বাড়ির ধ্বংস স্তুপের দিকে তাকিয়ে থাকা - যার দুই ছেলে দুই মাস ধরে ফেরারী আসামী।
একজন কন্যার চোখ - বছরের পর বছর জেলখানায় কারন ছাড়া বন্দী পিতার কথা ভেবে নদীর দিকে তাকিয়ে থাকা।
একজন বিধবার চোখ - দুই কোলের শিশুর দিকে তাকিয়ে থাকা - রাজপথে প্রতিবাদী স্বামী যার চলে গিয়েছে না ফেরার দেশে।
আমি একটি কাক - সপ্তর্ষি মন্ডল দেখছি।
আমার সঙ্গী ও দেখছে।
আমার কাছে এই সাত ধরনের চোখ হল
সত্যিকারের সপ্তর্ষি মন্ডল।
বিষয়: বিবিধ
১৬৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন