সাইকো (পর্ব ৫) -- চাচা ও নানীর গল্প -
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৫ নভেম্বর, ২০২৪, ১০:৪৫:১৫ সকাল
--- এক ---
তিনি একটি জেলার আমির (ইসলামী দলের)।
অত্যন্ত বিজ্ঞ, চৌকষ বক্তা—তাদের ছাত্র সংগঠনের অনেকে তার জন্য প্রাণপণ সংগ্রাম করতে প্রস্তুত।
কিন্তু কেন?
কারণ তারা দলের আমিরের নেতৃত্বকে খলিফার নেতৃত্বের সমান মনে করে এবং একই প্রেক্ষিতের হাদিসকে টুইস্ট করে ব্যবহার করে।
এই টুইস্ট দলীয় শৃঙ্খলা রক্ষার একান্ত সহায়ক।
তিনি বক্তৃতা দিচ্ছেন: ইসলামী আইনের ব্যতিক্রম নাই—ইসলামী আইন মানলে দেশে শান্তি আসবে।
** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
মিটিংয়ের ফাঁকে সুযোগ পেয়ে আমি জিজ্ঞাসা করলাম:
"আচ্ছা, আমাদের দেশে ইসলামী দল আল্টিমেটলি এত কম ভোট পায় কেন?"
তিনি হেসে বললেন: "কয়জন মানুষ ফজরের নামাজে মসজিদে যায়?"
আমি বললাম:
"ফজরের নামাজে মসজিদে যাওয়ার পরিসংখ্যান কি ইসলামের প্রথম যুগে (যেমন তাবেয়ীন বা তাবে তাবেয়ীনের সময়ে) আনুপাতিক হারে কম ছিল না? এর কোনো সুস্পষ্ট দলিল তো নাই!"
তিনি সরু চোখে তাকালেন: "আপনি কি বলতে চান?"
আমি বললাম:
"বাংলাদেশে কত পার্সেন্ট পরিবার অর্থনৈতিক ঝামেলায় প্রপার্টি/সম্পদ/উত্তরাধিকার নিয়ে ঝগড়ায় লিপ্ত নয়? যতদূর জানি, এখন পর্যন্ত প্রায় ৩ কোটি মামলা সম্পত্তি সংক্রান্ত ঝুলে আছে! আর আমরা ইসলামী আইন বাস্তবায়নের স্বপ্ন দেখছি!"
তিনি হাসলেন। বললেন: "আপনার কথায় যুক্তি আছে। পরে আপনার সঙ্গে কথা হবে।"
** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
তিনি বাসায় ফিরলেন।
তার আমেরিকা যাওয়ার দিন আর মাত্র দুই দিন বাকি।
তার এক ভাতিজা ফোন দিল। বিরক্ত হয়ে তিনি ফোন ধরলেন।
"চাচা, আপনি আমার মূর্খ ভাইকে ফুসলিয়ে তার স্বাক্ষর ব্যবহার করে আমাদের জমি খেয়ে নিয়েছেন, আমার আব্বুর অসুস্থতার সুযোগে!"
তিনি বললেন: "কি বেয়াদবের মতো কথা বলছ! তোমার ভাই নিজের ইচ্ছায় স্বাক্ষর দিয়েছে, কারণ তোমার বাবা আমার থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিল।"
"চাচা, কবে? কোনো প্রমাণ আছে?"
"১৫ বছর আগে।"
"তখন আব্বুর রমরমা ব্যবসা চলছিল। কেনই বা লোন নেবেন? আর নিলে প্রমাণ তো থাকত। তাছাড়া ওই জমির দাম কি ৫০ হাজার টাকা মাত্র?"
তিনি বললেন: "তখনকার ৫০ হাজার টাকা এখন ৫০ লাখ টাকা।"
"আচ্ছা চাচা, এ কাজ আপনি আব্বুর অসুস্থতার সুযোগে আপনার ভাতিজা-ভাতিজিদের সঙ্গে করবেন? আপনার বিবেক একটু কাঁপল না?"
** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
তিনি ফোন কেটে দিলেন।
এখন তিনি ফোন করবেন থানা আমীরদের—কর্মী শিক্ষা শিবিরের প্ল্যান করতে হবে।
অনেক কাজ।
ফালতু প্রপার্টি নিয়ে চিন্তার সময় নাই।
ইসলামী আইন বাস্তবায়নের আন্দোলনই আসল।
--- দুই ---
নানী তার নাতবউকে ধরে কান্নাকণ্ঠে বলল:
“আমাকে ছেড়ে যেও না কোথাও!
কেউ আমাকে না রাখলেও তুমি আমাকে সঙ্গে রাখিও, আমার মৃত্যুর আগে পর্যন্ত!”
** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
কত করুণ উপাখ্যান এভাবেই রচিত হয়!
বিষয়: বিবিধ
৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন