সাইকো (২)

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:৫৩:২৬ সকাল

-১-

আপনি রোকন কেন হবেন?

সে বলল: 'দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হব'

'আপনি কি আপনার ভাইবোনদের হক আদায় করেছেন? তাদের সম্পত্তি সমান ভাবে বুঝিয়ে দিয়েছেন?'

সে এ প্রশ্ন আশা করেনি!

সে শুধু ভাবছে - প্রশ্নকর্তা কেন এ প্রশ্ন করল?

"তুমি বলঃ হে রাজ্যাধিপতি আল্লাহ! ...... যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন; আপনারই হাতে রয়েছে কল্যাণ। নিশ্চয়ই আপনিই সর্ব বিষয়ে ক্ষমতাবান।" (সূরা ইমরান)

-২-

'আচ্ছা বিদেশের মাটিতে বিএনপি, আলীগের দলের প্রয়োজনীয়তা কি?'

একটা রেস্টুরেন্টে কিছু মানুষ জমা করে প্রোগ্রাম করব - আর পত্রিকায় পাঠাবো - নিজেকে দলের কাছে নেতা হিসেবে প্রমান করতে পারব।

'আপনার বিসনেস পার্টনার তো লীগের - আর আপনি করেন ধানের শীষ!

ধুর! ওই দুই দলের টপ নেতারাই একজন আরেকজনের বিজনেস পার্টনার - আর আমি তো কোন যদু!

ফার্মগেট সিন্ডিকেট এখনো বাগাতে পারিনাই -- মির্জা ফখরুলের এক ডান হাত আমাকে সুযোগ দিচ্ছে না!



-৩-

'আচ্ছা বিদেশের মাটিতে জামায়াতের প্রয়োজনীয়তা কি?'

কেন দ্বীন প্রতিষ্ঠা!

আপনারা কি এটা পাবলিকলি বলেন? মিডিয়াতে বলতে পারবেন?

তিনি সরু চোখে প্রশ্নকর্তাকে বুঝার চেষ্টা করছেন। কি উত্তর দিবেন?

'নিশ্চয়ই কোন লীগের দালাল।'

ধরলাম আপনি উত্তর দিতে চাচ্ছেন না! কিন্তু আপনারা ওপেনলি জামায়াতের নামে মিটিং তাহলে করেন না কেন?

সরু চোখের তিনি এখন নিশ্চিত হলেন এবং বললেন - 'ভারতের দালালি ছাড়েন -- ফুটেন!'

-৪-

ইসলামী আন্দোলনের এক পুরাতন পরিবারের

এক প্রজন্ম মেয়েদের অধিকার বঞ্চিত করিয়া ও

ছেলেরা সকল সম্পদ গুনিয়া নিয়া ——

পরের প্রজন্ম আরেক ডিগ্রি বাড়িয়া ভাইদের সম্পত্তি পেট পুড়ে খাইয়া —-

তাহার পর দুই প্রজন্মের দুই কালপ্রিট এক সাথে হইয়া

বৃদ্ধা মাকে অন্যের ঘাড়ে রাখিয়া

দেশ বিদেশে ইসলামী আন্দোলন করিয়া

অশেষ নেকি অর্জন করিল।

তাহারা দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করিবেন এ স্বপ্ন দেখিতে লাগিল।

-৫-

একটি আদর্শ বাদী দলের পতনের আসল লক্ষণ কি জানেন?

আপনি ই বলেন?

যখন সেখানে আপনি এমন কোন নেতা পাবেন না যে সুবিচার করতে দাঁড়াবে নিজ বা দলের স্বার্থের বাইরে গিয়ে।

অর্থাৎ এমন কোন বিচারক পাবেন না যে তার স্বার্থের বাইরে সাহসিকতার সাথে সুবিচার করতে দাঁড়াবে।

উল্টা সেখানকার নেতারা বলবে -- ভাই / বোন, ধৈর্য ধরেন! সবুরে মেওয়া ফলে!

-৬-



অন্ধকারের চুল বেয়ে নামে বৃষ্টি

গাড়ি চালাচ্ছি -- ব্যাক মিররে কন্যাদের দেখি -

ঘুমিয়ে পড়েছে হটাৎ করেই

ঈদের রাত্রিতে গাড়ি উড়ে চলছে - সাইসাই

আমি কি পরাজিত?

আমি কি বিজিত?

কে যেন বলেছিল - 'মানুষের মনকে জয় করার মত সাফল্য আর কিছু নাই!'

আমি কি আব্বুকে দেখছি

মানে হচ্ছে পাশে ই বসে আছে!

আব্বুকে কেন দেখছি?

তাকে এত মিস কেন করি?

আমি কি ঘুড়ি উড়াচ্ছি?

ঘুড়ি কাটাকাটি লাগার অপেক্ষায়?

আমি কি ভাবছি বহুপথ নিয়ে?

আল্লাহ বলেছেন: "শপথ বহু পথবিশিষ্ট আসমানের" (যারিয়াত: ৭)

আমরা কয়টা পথ জানি?

বিভিন্ন পথে কি হয়?

এরকম কোন পথের সাথে কি যুলকারনাইনের জানাশোনা ছিল কি?

"অতঃপর সে (যুলকারনাইন) এক পথ অবলম্বন করল।

চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছল তখন সে দেখল সেটা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে কোন অন্তরাল আমরা সৃষ্টি করিনি;" (কাহাফ: ৮৯-৯০)

এটা কি ব্ল্যাকহোলের কাছাকাছি কোথাও যেখানে নক্ষত্রের সূচনা বা পতন হয়?

কোন গ্রহ? কেমন দেখতে সে গ্রহ?



বৃষ্টি পড়ছে

গাড়ি উড়ে চলছে।

বিষয়: বিবিধ

২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File