ব্লগার "প্রেসিডেন্ট" খুবই অসুস্থ্য। তিনি সবার কাছে রোগ মুক্তির দোয়া চেয়েছেন।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৮ জুন, ২০১৪, ০৬:২৫:৪১ সন্ধ্যা

আজ সারাদিন ফেইসবুক লগইন করিনি। একটু আগে ফেইসবুক ওপেন করে ইনবক্সে ব্লগার প্রেসিডেন্ট যিনি ফেইসবুকে ডিজিটাল প্রেসিডেন্ট নামেই একজন জনপ্রিয় লেখক ও এক্টিভিস্ট হিসেবে পরিচিত তার একটি ছোট্ট মেসেজ পেলাম।

আমার কাছে ইনবক্সে দেয়া মেসেজটি- Ganjam Khan Bhai, I am very sick. Pray to Almighty Allah for me.

ডিজিটাল প্রেসিডেন্ট ভাই অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিশ্রুতিশীল একজন লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা এ মেধাবী ব্লগার ভাইটি দৈনিক আমারদেশ পত্রিকায় নিজ নামে মাঝে মধ্যে কলামও লিখতেন। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন তিনি। তার মেসেজটি পেয়ে আমি খুবই চিন্তিত মনে তার জন্য দোয়া করছি মহান আল্লাহর দরবারে। সুপ্রিয় পাঠকদেরকেও তার জন্য দোয়া করতে আবেদন করছি। মহান আল্লাহ যেন তাকে অতি দ্রুত আরোগ্যতা দান করেন।

বিষয়: বিবিধ

২১১৬ বার পঠিত, ৫৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236237
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
আহ জীবন লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। হায়াত দারাজ করুন।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
182808
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনার দোয়ায় আমিও শরীক হইলাম। আমিন।
236248
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : আল্লাহর কাছে উনার দ্রুত আরোগ্য কামনা করছি!
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
182809
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমিও আপনার সাথে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি দ্রুত আরোগ্যতা দেওয়ার জন্য।
236250
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
আবু আশফাক লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। আমিন।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
182810
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমিন, চুম্মা আমিন।
236251
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
সন্ধাতারা লিখেছেন : May almighty recover him soon and give him normal healthily peaceful life. Amin
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
182811
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : Ameen, Summa Ameen
236257
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
অনুরণন লিখেছেন : আল্লাহ উনাকে সুস্থতা দিন। আমীন।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
182812
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ তারে দ্রুত সুস্থ্যতা দান করুক। আপনার দোয়ায় আমিও শরিক হলাম। আমিন।
236260
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। আর নেক হায়াত দারাজ করুন। আমিন।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
182813
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। আর নেক হায়াত দারাজ করুন। আপনার দোয়ায় আমিও শরীক হলাম। আপনিও সুস্থ্য থাকুন। আমিন।
236266
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ইয়া আল্লাহ আমার ভাইকে সুস্থতা দান করুন (আমিন) ।
১৮ জুন ২০১৪ রাত ১০:০৯
182872
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অাপনার দোয়ার সাথে অামিও শরীক হলাম- অামীন।
236273
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
ইয়াফি লিখেছেন : আল্লাহ তুমি তাকে দ্রুত আরোগ্য দান কর।
১৮ জুন ২০১৪ রাত ১০:১২
182873
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অাপনার প্রাথর্না অাল্লাহ কবুল করুক।
236282
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। নেক হায়াত দান করুন।আমিন
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
182823
পবিত্র লিখেছেন : আমিন! Praying Praying Praying
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
182824
পবিত্র লিখেছেন : আপনার কাজিনের কি খবর? দেখা যাচ্ছে নাহ্ কেনো? Rolling Eyes
১৮ জুন ২০১৪ রাত ০৮:০৯
182832
আওণ রাহ'বার লিখেছেন : ও লাইটহাউজে ঘোড় ঘোড় করে।
টুডেতে কম দেখছি।
১৮ জুন ২০১৪ রাত ১০:১৪
182875
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সবার দোয়া অাল্লাহ কবুল করুক অামিন।
১০
236288
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
পবিত্র লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। নেক হায়াত দান করুন। আমিন! Praying Praying Praying Praying
১৮ জুন ২০১৪ রাত ০৮:১০
182833
আওণ রাহ'বার লিখেছেন : আওণ রাহ'বারলিখেছেন : ও লাইটহাউজে ঘোড় ঘোড় করে।
টুডেতে কম দেখছি।
১৮ জুন ২০১৪ রাত ১০:১৬
182879
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অামিন।
১১
236291
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ছিঁচকে চোর লিখেছেন : Praying Praying Praying
১৯ জুন ২০১৪ সকাল ১০:৩৫
183012
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এখানে দোয়ার মাহফিল চইলতাছে। হগলে হেতিনির লিগ্যা দু'হাত তুইল্যা মোনাজাত কইরতাছে রোগ মুক্তির আশায়। মোনাজাতে শরীক না হয়ে আন্নে এহানে ইমু দেন কিল্লাই? মতলব তো ভাল মনে অইতেছে না!
দোয়ার মাহফিলের সবার সতর্ক দৃষ্টি কামনা করছি। মাহফিলে চোর ডুকেছে! মোনাজাতে হাত তুইলছেন ভাল কথা! তবে পকেটের দিকে হগলে একটু নজর রাইখ্যান। যে কোন মুহুর্তে, যে কারো পকেটের বারোটা বাজাইয়া দিবার পারে। বিশেষ করে যাদের পকেটে টাকা পয়সা নেই তারা একটু বেশী সতর্ক থাইক্যান। অন্য থেকে চুরির মাল খালি পকেটে ঢুকাইয়া দিবার পারে ধরা খাওনের ভয়ে।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
183113
ছিঁচকে চোর লিখেছেন : Crying Crying Crying Big Grin Big Grin Big Grin
১২
236295
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
মিঃ কপিপেস্ট লিখেছেন : আল্লাহ তার সহায় হোন
১৯ জুন ২০১৪ সকাল ১০:৩৫
183013
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ তারে আজীবনের জন্য সুস্থ্য রাখুন। আমিন।
১৩
236302
১৮ জুন ২০১৪ রাত ০৮:১১
হতভাগা লিখেছেন : আল্লাহ উনাকে সুস্থতা দান করুন - আমিন ।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৩৬
183014
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ হেতিনিরে আজীবনের জন্য সুস্থ্য রাখুক। আপনেও ভাল থাকুন। আমিন।
১৪
236326
১৮ জুন ২০১৪ রাত ০৯:০৩
শফিক সোহাগ লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। আমিন।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৩৮
183015
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। প্রেসিডেন্টের বৌ আই মিন ফার্স্ট লেডিকে এবং বাল-বাচ্চা হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আমিন।
১৫
236328
১৮ জুন ২০১৪ রাত ০৯:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি কেন জানলাম না? আমি ছোট বলে হয়তো আমাকে বলেনি, সকালে ওনাকে চ্যাটে পেয়েছিলাম, আমার লেখায় লাইকও দিয়েছিল, আর মজার ব্যাপার হচ্ছে আমি প্রেসিডেন্ট ভােবিকেও খুঁজে পেলাম সকালে, রিকু দেওয়ার সাথে সাথেই একস্পেট। আল্লাহ ওনাকে সুস্থতা দিক
১৯ জুন ২০১৪ সকাল ১০:৫২
183024
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমিও জানতে হারছি, ইনবক্সে মেসেজের মাধ্যমে। হেতিনির বৌ আই মিন ফার্স্টলেডী সাহেবার সাথে আমারও ফেবুতে ফ্রেন্ডশীপ আছে।
আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। ফার্স্টলেডী এবং বাল-বাচ্চা হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আন্নেরেও ভালা রাখুক। তারাতারি মোটা হওনের তাওফীন দান কর হে মোর খোদা!
১৬
236345
১৮ জুন ২০১৪ রাত ০৯:৪০
চিরবিদ্রোহী লিখেছেন : আল্লাহ তাকে শিফায়ে কুল্লিয়া আযিরা দান করুন এবং ওয়াদা মোতাবেক তার অসুস্থতার বিনিময় তার জানা-অজানা গুনাহ মাফ করুন.............আমিন।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪৮
183021
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : খুব ভালা এক্কান দোয়া কইরলেন মশাই। আপনেরেও তেমনিভাবেই সুস্থ্য রাইখ্যা আজীবনের জন্য শিফায়ে কুল্লিয়া আজেলা রাখুক। আপনেরে মোটাদাগে এক্কান ধন্যবাদ দিলুম।
১৯ জুন ২০১৪ রাত ০৮:৩৪
183154
চিরবিদ্রোহী লিখেছেন : ধইন্যবাদ। আমিও নিলুম।
১৭
236368
১৮ জুন ২০১৪ রাত ১০:৩২
পুস্পিতা লিখেছেন : আল্লাহ তাকে সার্বিক সুস্থতা দান করুক।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪০
183016
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। প্রেসিডেন্টের বৌ আই মিন ফার্স্ট লেডিকে এবং বাল-বাচ্চা হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আপনেরেও সুস্থ্য রাইখ্যা অসুস্থ মাইনষরে সুস্থ্য রাখার ক্ষেত্রে আপনের হাতেও শক্তি দান করুক। আমিন।
১৮
236378
১৮ জুন ২০১৪ রাত ১০:৫২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমিও আপনার সাথে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি দ্রুত আরোগ্যতা দেয়ার জন্য।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪০
183017
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। প্রেসিডেন্টের বৌ আই মিন ফার্স্ট লেডিকে এবং বাল-বাচ্চা হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আমিন।
১৯
236387
১৮ জুন ২০১৪ রাত ১১:৩৫
আফরা লিখেছেন : হে আল্লাহ উনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন ।আমীন ।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪২
183018
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। প্রেসিডেন্টের বৌ আই মিন ফার্স্ট লেডিকে এবং তাগো পুলাপানসহ হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আপনেরেও ভালা রাখার ব্যবস্থা করুক। আমিন।
২০
236398
১৯ জুন ২০১৪ রাত ০১:২৯
নতুন মস লিখেছেন : ফিআমানিল্লাহ...
আল্লাহ ওনাকে সুস্থ করে দিন।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪৫
183019
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফি আমানিল্লাহ, আল্লাহর রহমতই যেন সব চেয়ে বড় ওষধ হয় তার। আল্লাহই হয়ে যাক তার রোগমুক্তির সব চেয়ে বড় সিকিৎসক।
আল্লাহ শা'ফি, আল্লাহই কাফি। আন্নেরে ধন্যবাদ দিলুম দোয়ায় শরীক হওনের লিগা।
২১
236402
১৯ জুন ২০১৪ রাত ০১:৫৮
মাটিরলাঠি লিখেছেন : আল্লাহ তাকে সুস্থতা দান করুন। সবার দোয়ার সাথে আ-মী-ন।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪৬
183020
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। প্রেসিডেন্টের বৌ আই মিন ফার্স্ট লেডিকে এবং বাল-বাচ্চা হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আপনেরেও আজীবনের জন্য সুস্থ্য রাইখ্যা মাটিরলাঠি থেকে ইস্পাতের লাঠিতে পরিনত করুক। আমিন।
২২
236468
১৯ জুন ২০১৪ সকাল ১১:৪৫
প্রেসিডেন্ট লিখেছেন : আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই প্রিয় ব্লগার ভাই বোনদের যারা আমার প্রতি ভালবাসা প্রকাশ করেছেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। Rose Rose Rose Rose

গত ৮/১০ দিন হতেই অসুস্থ। জ্বর, গায়ে ব্যথা, সর্দি কাশি। প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু গত ১২ তারিখ হঠাৎ জ্বর বেড়ে ১০৫ ডিগ্রী, প্রায় সংজ্ঞাহীন অবস্থা। স্ত্রী জরুরী ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর ডাক্তারের সুচিকিৎসায় এখন কিছুটা সুস্থ। তবে শরীর ভীষণ দুর্বল আর কাশিটা এখনও সারেনি।
১৯ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
183052
আহমদ মুসা লিখেছেন : এতোগুলো সহব্লগারের আন্তরিক সহমর্মিতা দেখে সত্যিই খুব ভাল লাগছে। পারস্যের অমর কবি হযরত শেখ সাইদী (রাহ) একটি কবিতা মনে পড়ছে। তিনি একটি হাদিসের পরিভাষা তার কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবেই তুলে ধরেছিলেন।
বনি আদম তথা গোটা মানব সম্প্রদায় এক দেহের মত। যখন দেহের কোন অঙ্গে বৃথা বেদনা অনুভব হয় তখন গোটা দেহের সারা অঙ্গে তার প্রভাব বিস্তার করে, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অস্তির হয়ে যায়। তেমনিভাবে কোন মানুষ আঘাতপ্রাপ্ত হলে, ক্ষতিগ্রস্থ হলে, রোগ-বালা-মুসিবতে নিপতিত হলে তখন তার সাহায্যর্থে অন্য বনী আদমরা এগিয়ে আসবে, তার বালা মুসিবতে সমভাবে ব্যথিত হবে- এটাই স্বাভাবিক।
যদি একজন মানুষের ব্যথা বেদনায় অন্য মানুষ ব্যথিত না হয় তবে তাকে মানুষের কাতারে গণ্য করা উচিত নয়।

গ্যাঞ্জাম খান আপনার অসুস্থতা নিয়ে ছোট্ট একটি ব্লগ দিলেন। সাথে সাথেই বিডিটুডে ব্লগের সহ ব্লগাররা তাদের আরেকজন ভাইয়ের অসুস্থতাতে যেভাবে রোগমুক্তির দোয়া করলেন তাতেই প্রমাণিত হয় এ ব্লগে যারা লেখালেখি করেন তারা একে অপরের কত কাছের মানুষ! এ যেন একে অপরের আত্মার আত্মীয়। অথচ আমাদের মধ্যে খুব কম সংখ্যক ব্লগারের সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে।
আপনাকে ধন্যবাদ এবং আপনার পূর্ণ সু্স্থ্যতা কামনা করছি মহান আল্লাহর দরবারে। ভাবীকেও সালাম জানাবেন।
১৯ জুন ২০১৪ দুপুর ০১:০২
183053
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওমা! একি দেখছি? যার লিগ্য এত্তো কাইন্দন, হা-পিত্যেস দোয়া দরুদের মাহফিলের আয়োজন হেতেও দেহি হিচনে লাইন ধইরছে!
২৩
236572
১৯ জুন ২০১৪ রাত ০৮:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ প্রেসিডেন্ট ভাইকে সুস্থতা দান করুন। আমিন
২২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
184125
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে তার জন্য দোয়া করায়। সম্ভবত তিনি আগের চেয়ে ভাল হয়ে উঠেছেন। আজকে তার লিখিত কমেন্ট/ব্লগ চোখে পড়লো।
২৪
247235
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
বুড়া মিয়া লিখেছেন : এখনও অসুস্থ থেকে থাকলে দোয়া রইলো; আর সুস্থ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ।
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৪
192847
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মনে অইতাছে ব্লগারদের দোয়া আল্লাহ কবুল কইরছে। ব্লগারদের দোয়ার ঠেলায় হেতিনির বৌডারেও ব্লগারদের কাতারে নিয়ে আইছে। হুনলাম হেতিনির বিবিও নাকি অহন ব্লগ লেহালেহি করে। আন্নেরে ধন্যুবাদ। গ্যাঞ্জাম খানের ব্লগে আগমনে মুইও ধন্য হইলুম।
২৫
248334
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:১৭
প্রবাসী মজুমদার লিখেছেন : ব্লগে অনেকদিন না আসায় জানা হলনা। আল্লাহ তাকে সেরে উঠার তৌফিক দান করুন।
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৬
192851
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তিনি অহন সুস্থ্য বলে হুনেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File