ওষুধ ছাড়াই ঘুম আসবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৮ জুন, ২০১৪, ০৫:৪৭:৪২ বিকাল

ঘুমের সমস্যায় কম-বেশি বেশির ভাগ মানুষই ভুগে থাকে। আর এর প্রভাব পড়ে সারাদিনের কাজকর্মে। রাতে ভালো ঘুম না হলে কোন কাজেও ভালোভাবে মন বসে না। ফলে সারাদিনটাই যেন মাটি হয়ে যায়। আবার দিনের পর দিন না ঘুমাতে পারলে শরীরও অসুস্থ হয়ে পড়ে।

শরীরকে ঠিক রাখতে নিয়মিত পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আবার অনেকেই ওষুধ ছাড়া ঘুমাতেই পারেন না। যাদের ঘুমের সমস্যা আছে তাঁরা জানেন যে, কতটা কষ্ট তাঁদের।

ঘুম আল্লাহর পক্ষ থেকে দেয়া অনেক বড় নিয়ামত। যাঁরা এ নিয়ামত থেকে বঞ্চিত তাঁদের কষ্ট আসলেই খুব বেশি।

কিন্তু আপনি চাইলেই ঘুমাতে পারেন। অর্থাৎ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমাতে পারেন কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই। কী অবাক লাগছে? অবাক অবশ্য লাগারই কথা। কারণ যে ঘুমের জন্য মানুষ দিনের পর দিন ওষুধের ডোজ বাড়াতে থাকার পরও কাঙ্খিত ঘুম পায় না সেখানে ওষুধ ছাড়াই ঘুমানোর কথায় অবাক হবারই কথা।

শুধুমাত্র সামান্য কিছু টেকনিকের মাধ্যমেই আপনি পেতে পারেন আপনার কাঙ্খিত ঘুম। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এবং এ্ লিংকে গিয়ে বিস্তারিত পড়ুন। বুঝতে অসুবিধা হলে আমার পোষ্টে জানান।

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236235
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
182825
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
236306
১৮ জুন ২০১৪ রাত ০৮:২০
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ আমার ঘুম আসতে ৩০ সেকেন্ড লাগে ভাইয়া।
অনেক সময় কম বেশি হয় এরকমও হয় শোয়াতে দেরি ঘুম আসতে দেরি নাই।
হঠাৎ চা/কফি পান করেও ঘুম দেই।
১৮ জুন ২০১৪ রাত ১০:১৯
182884
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি খুবই সৌভাগ্যবান। আল্লাহর অশেষ নেয়ামতের মধ্যে রয়েছেন আপনি। শুকরিয়া জানাবেন।
১৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০০
183134
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Loser Loser Love Struck
236369
১৮ জুন ২০১৪ রাত ১০:৩২
আফরা লিখেছেন : ঘুম আবার আসে না কি ভাবে আমি তো সেটাই চিন্তা করে পাই না ।
১৮ জুন ২০১৪ রাত ১০:৪৭
182908
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এ বিষয়টা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বরং আল্লাহর কাছে শুকরিয়া জানাও যে এখনও তোমাকে তিনি সে স্বাদ থেকে বঞ্চিত রেখেছেন। অনেক বড় নেয়ামতের মধ্যে আছ তুমি।
১৮ জুন ২০১৪ রাত ১১:০৬
182915
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !
236410
১৯ জুন ২০১৪ সকাল ০৫:৫০
লেখার আকাশ লিখেছেন : ঘুমের সাথে কি বয়সের সম্পর্ক আছে? আগে ভাবতাম কিভাবে ঘুমটা তাড়ানো যায় আর এখন ..।হ্যা, মেডিটেশন এ ব্যাপারে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে।
১৯ জুন ২০১৪ দুপুর ০১:৫৮
183082
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। ঘুমের সাথে বয়সের সম্পর্ক থাকতে পারে। তবে চিত্তের সাথে মনে হয় সম্পর্কটা একটু বেশি।
২২ জুন ২০১৪ রাত ০১:৫১
183866
আবু সাইফ লিখেছেন : আমার মনে হয়- এ ধারণাটি ঠিক নয়, যদিও চিকিতসাবিদ্যা এমনটাই বলতে চায়..

আমার দাদা ৮৪,দাদী ৭৯ ও আব্বা ৭৭ বযসে ইন্তেকাল করেছেন- তাঁদের দেখেছি ঘুমের নিযতে শোয়া ও ঘুম আসার মাঝে মিনিটের ব্যবধান মাত্র। আমি তো ৮-এ যেমন ছিলাম, এখন ৫৮তেও তাই, শুযে আয়াতুল কুরসী পড়ারও সময় পাইনা- আলহামদুলিল্লাহ।


আমি মনে করি- দ্বীনী+সামাজিক দায়িত্বসচেতন কর্মব্যস্ত মানুষ ঘুমের সমস্যায় পড়েননা।

আর মেডিটেশন নয়- বরং মনযোগ সহকারে কুরআন-হাদীস বুঝে পড়ে ঘুমানোর সুন্নাতী নিয়ম অনুসরণের অভ্যাস করলে ঘুমের সমস্যা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ।

মেডিটেশনের চেয়ে হাজারগুণ কার্যকর হলো আত্মসমালোচনা- হাদিসে যার তাগিদ দেয়া হয়েছে খুউব।
২২ জুন ২০১৪ রাত ০২:০২
183868
লেখার আকাশ লিখেছেন : জাযাকাল্লাহ্ আবু সাইফ ভাই। অত্যন্ত সুন্দর করে বুঝিয়েছেন। আপনার সাথে সহমত। একমাত্র আল্লাহ্ র প্রতি ভরসাই মনকে দুশ্চিন্তামুক্ত রেখে শান্তির ঘুম এনে দিতে পারে। সুবহানাল্লাহ্ আপনার উদাহরনগুলো ভাল লাগল। দোয়া করবেন মহান রব যেন দৃঢ় ঈমান দান করেন আমকে।
২২ জুন ২০১৪ সকাল ১১:৪৮
183985
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সাইফ ভাই, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে আপনার ধারণার সাথে আমি একমত নই।
আমি ঠিক জানি না যে, আপনি মেডিটেশন বলতে কী বুঝেন অর্থাৎ আপনার কাছে মেডিটেশনের সংজ্ঞা কী? আমি যতটুকু বুঝি তাতে আপনি পরষ্পর বিরোধী কথা বলেছেন হয়ত ভুল করেই (আর মেডিটেশন নয়- বরং মনযোগ সহকারে কুরআন-হাদীস বুঝে পড়ে....)।
কর্মব্যস্ত মানুষেরও ঘুমের সমস্যা হতে পারে। আপনার হয় না কেননা আপনি নিশ্চয় অস্থির চিত্তের নন, অহেতুক দুশ্চিন্তা করেন না। যার ফলে রাতে শোয়ার সাথে সাথে আপনার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি আপনার চোখে রাজ্যের ঘুম এনে দেয়। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এজন্য।
236552
১৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমারতো মাশাআল্লাহ্ বালিশের উপর মাথা রাখতেই ঘুম এসে যায়। Give Up Give Up ঘুম আমাকে ভালোবাসে, আমিও তাকে...... লাভ ইউ মাই সুউইট ঘুম Love Struck Love Struck
২২ জুন ২০১৪ দুপুর ০৩:৩৯
184105
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুবই ভালো কথা। আলহামদুলিল্লাহ।
236801
২০ জুন ২০১৪ দুপুর ০৩:০২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি খুবই সৌভাগ্যবান। আল্লাহর অশেষ নেয়ামতের মধ্যে রয়েছেন আপনি। শুকরিয়া জানাবেন।
237277
২১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আমি বিছানায় গেলেই ঘুম চলে আসে
২১ জুন ২০১৪ রাত ০৮:২৩
183806
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি খুবই সৌভাগ্যবান। আল্লাহর অশেষ নেয়ামতের মধ্যে রয়েছেন আপনি। শুকরিয়া জানাবেন।
237542
২২ জুন ২০১৪ দুপুর ০৩:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ
২২ জুন ২০১৪ দুপুর ০৩:৪০
184106
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
237621
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
আমি মুসাফির লিখেছেন : আমি এ যাবৎ ঘুমের জন্য ওষুধ নেয়ার প্রয়োজন হয়নি। তবুও ফরমুলাটা কাজে লাগবে।
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
184159
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আলহামদুলিল্লাহ যে আপনার কোনো ওষুধের দরকার হয়নি এখন পর্যন্ত।
কোন ফর্মুলা কাজে লাগাবেন? লিংক ভিজিট করেছিলেন?
১০
238605
২৫ জুন ২০১৪ সকাল ০৯:০৬
আহ জীবন লিখেছেন : মাশাআল্লাহ আমার যে ঘুম চোরে কাঁধে কইরা নিয়া গেলেও মালুম হইবে না।

আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
২৫ জুন ২০১৪ সকাল ০৯:২৬
185094
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক ভাই। আমাদের যাদের ঘুমের কোনো সমস্যা নেই তারা সারাক্ষণ শুকরিয়া জানালেও তার শেষ হবে না। আলহামদুলিল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File