ব্লগটা আগের মত জমে উঠছে না। এর কারণ কি? এ নিয়ে আপনার অভিযোগ পরামর্শ অথবা কি ধরনের সমস্যা ফেইস করছেন আপনি?

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ০৭ জুন, ২০১৪, ০২:৫২:২২ দুপুর

বিডিটুডে ব্লগটা আগের মত বেশ জমজমাট মনে হচ্ছে না। কেমন যেন নির্জীব প্রাণহীন একটা দেহের মত মনে হয়। অথবা ঘুমন্ত মানুষের মত মাঝে মধ্যে নাক ডেকে হাই তুলে শরীরটাকে এধার ওধার করে বিচনাতে গড়াগড়ি দেয়।

বিডিটুডে ব্লগটাতে আমি দু’য়েকটা সমস্যা ফেইস করি নিয়মিত। আপনারা কে কি ধরনের সমস্যা ফেইস করেন তা অবশ্য জানার সুযোগ হচ্ছে না। সুপ্রিয় পাঠক! আপনাদের সমস্যাগুলো খোলা মনে আমার এখানে লিপিবদ্ধ করে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। দেখি আমার সমস্যা এবং আপনাদের সমস্যাগুলো সব এক জাগায় লিখে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা।

বিষয়: বিবিধ

১৫৯৭ বার পঠিত, ৫৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231797
০৭ জুন ২০১৪ দুপুর ০২:৫৮
নোমান২৯ লিখেছেন :






প্রথমে লগ ইন অপশন আসে না।
ভাল লেখার যথোচিত মূল্যায়ন হয় না ।(আমার মতে)
এমুহূর্তে আর কিছু মনে পড়ছে না।ধন্যবাদ । Rose Rose
০৯ জুন ২০১৪ সকাল ১১:২৪
179383
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনাকে ধন্যবাদ প্রথম মন্তব্যকারী হিসেবে।
প্রথমেই লগইন অপশন না আসার কারণ সম্ভবত ম্যাগাজিন এবং ব্লগ সাইট একই পেইজ নয়। হোম পেইজ ওপেন করলে প্রথমেই চলে আসে ম্যাগাজিনের পেইজটি।
ম্যাগাজিনের টাইটেলবারের নিচে যে মেনুবার রয়েছে তাতে ৫ নম্বারেই লাল ব্যাগ্রাউন্ডের হাইলাইট করা ব্লগের লিংক দেয়া আছে।


সাধারণত একজন নতুন ভিজিটর অথবা ব্লগ সম্পর্কে কোন ধারণা নেই এমন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার মত তেমন কোন দৃষ্টি আকর্ষণী ইমেজ নেই আইকনটিতে। এক্ষেত্রে নতুন কোন আগন্তুক বিডিটুডে ওয়েব সাইট খোলার সাথে সাথেই যেন ব্লগের লিংকটি তার দৃষ্টি আকর্ষণ করতে পারে সে রকম কোন গ্রাফিক্যাল ইমেজ দিয়ে হাইলাইট করা যেতে পারে ব্লগের আইকনটিকে।
ভাল লেখার যথোচিত মূল্যায়ন হচ্ছে না। এটা শুধু আপনার একার অভিযোগ নয়। এ ব্লগে নিয়মিত লিখেন/ভিজিট করেন এমন অনেকেই এ অভিযোগ করে আসছে দীর্ঘদিন থেকে। এ বিষয়টি যেহেতু টেকনিক্যাল কোন ফাংশনের সাথে জড়িত নয় বরং লেখার মানগত বিবেচনার বিষয় অর্থাৎ কোন লেখাটি মানসম্মত তা বিবেচনার বিষয়। সেহেতু এ ব্যাপারে কর্তৃপক্ষের একটু আন্তরিকতা এবং মনোযোগ দিলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে হয়।
231799
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:১১
নোমান২৯ লিখেছেন :






#কুইক কমেন্ট অপশান বাতিল করা হউক ।
#গঠনমূলক ও অধিক মন্তব্যকারীকে পুরুস্কৃত করা হউক ।
#সঠিক ও নির্ভুল র‍্যাংকিং ব্যবস্থা চালু করা হউক ।
#দেশের গুরুত্বপূর্ণ কোন ইস্যু , জনমানুষের দাবি সংবলিত পোস্ট সবসময় স্টিকি করা হউক ।
#ধর্মকে কটাক্ষমূলক পোস্ট এবং অশ্লীল ছবি সংবলিত পোস্ট প্রথম পাতায় আসার সুযোগ থেকে বিরত রাখা হউক ।এবং সংশ্লিষ্ট নিককে ব্যান করা হউক ।
#পাঠক চাহিদা ভিত্তিক পোস্ট স্টিকি করার অপশান চালু করা হউক ।
ধন্যবাদ । Rose Rose Rose Rose Rose

০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৬
178598
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : একদম শেষের আগেরটা কিন্তু ব্লগ নীতিমালায় স্পষ্ট উল্ল্যেখ করা আছে Applause Applause
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩৭
179394
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কুইক কমেন্টের অপপ্রয়োগের পাশাপাশি তার সুবিধাও আছে অনেক। একজন ব্লগার লেখা পোস্ট করার পর সে আশা করে পাঠক তার লেখাটি পড়ে অন্তত লেখার বিষয় বস্তু নির্ভর কিছু না কিছু লিখে মন্তব্য করুক। কিন্তু পাঠকের রুচি, সময় এবং ধর্য্যের দিকটাও খেয়াল রাখা জরুরী। অনেক সময় দেখা যায় একজন ভাল মানের ধর্য্যশীল পাঠক ঠিকই কিন্তু তার টাইপিং স্পীট, মনের অনুভূতি প্রকাশের অদক্ষতা ইত্যাদি বিষয়টাও বিবেচ্য।
গঠনমূলক সক্রিয় মন্তব্যকারীদের ব্লগে অবদানটাও বিবেচনায় নেয়া যেতে পারে। এক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষেরই এগিয়ে আসতে হবে সর্বাগ্রে।
আপনার বাকী পয়েন্টগুলোও যৌক্তিক। আমিও এসবের সাথে একমত পোষক করছি। আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ মতামত দিয়ে পর পর দু'টি মন্তব্য করার জন্য।
231809
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৩২
হতভাগা লিখেছেন : যারা নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে কমেন্ট করেন না তাদের পোস্ট স্টিকি করা থেকে বাদ দেওয়া হোক ।

এসব যারা করে তাদের নোটিশ দেওয়া হোক ।

সর্বোচ্চ মন্তব্যকারীর জন্য যেরকম সপ্তাহভিত্তিক একটা লিস্ট চালু করা হয়েছে তেমনি সর্বনিম্ন মন্তব্যকারীর জন্যও চালু করা হোক এমন কিছু সংখ্যাসহ , তা যদি শূন্যও হয় তাও ।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
178600
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
যারা নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে কমেন্ট করেন না তাদের পোস্ট স্টিকি করা থেকে বাদ দেওয়া হোক ।

Loser Loser একমত Loser Loser
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৫২
178642
প্রেসিডেন্ট লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
০৯ জুন ২০১৪ সকাল ১১:৫৮
179402
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যারা নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে কমেন্ট করেন না তাদের পোস্ট স্টিকি করা থেকে বাদ দেওয়া হোক ।
আপনার এ যুক্তির সাথে একমত হতে পারলাম না। ব্লগার/লেখকদের মধ্যে অনেক কর্ম ব্যস্থ সিনিয়র বিখ্যাত লেখকও রয়েছেন যাদের লেখা পোস্ট করলে ব্লগের পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠে। তাদের লেখা থেকে অনেক কিছুই শিখা সম্ভব হয়। হয়তো ব্যস্থতার কারণে তারা বেশী সময় দিতে পারেন না। তাই বলে তাদের লেখাকে অবমূল্যয়ন করতে হবে কেন?
তবে যারা নিজেদেরকে মহা আতেল ভেবে নিজের লেখাতেই অন্যের মন্তব্যের আশা করেন এবং নিজেরা কারো লেখাতে মন্তব্য করলে জাত চলে যাওয়ার আশংকায় ভাব ধরে রাখেন তাদের লেখাকে এভয়েট করা যেতে পারে।
আপনার দ্বিতীয় পয়েন্টটাও আমার কাছে যৌক্তিক এবং বাস্তব সম্মত মনে হচ্ছে না। সপ্তাহিক সর্বনিম্ন মন্তব্যকারী অথবা একদম শুন্য মন্তব্যকারীদের তালিকা প্রকাশ করতে গেলে তো কয়েক কিলোমিটার লম্বা হয়ে যাবে তাদের লিষ্ট। ব্লগে এমন অসংখ্যা নিক ও আইডি আছে যাদের কোন না আছে কোন পোস্ট না আছে কোন মন্তব্য। কিন্তু এদের আইডি চেক করলে বুঝা যাবে তাদের আইডি তৈরী হয়েছিল বছরের চেয়েও বেশী সময় আগে।


এখানে “আ” অদ্যক্ষর দিয়ে সার্চ করে দেখলে এমন অনেক আইডি পাওয়া যাবে যারা ব্লগে কোনদিন কিছুই পোস্ট করেননি। মন্তব্যও করেননি।
আরেক বিষয় হচ্ছে নারী ব্লগারদের লেখাকে যেভাবে পারশিয়ালিটি দেয়ার অভিযোগ করছে বিভিন্ন মহল থেকে সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।
০৯ জুন ২০১৪ দুপুর ০২:০৭
179451
হতভাগা লিখেছেন : আমার প্রথম কমেন্টের ব্যাপারে দ্বিমত করে যা বলেছেন তার সাথে একমত আমিও । কারণ এই ধরনের কমেন্ট তো এক সময় আমিই করতাম কিছু কিছু লিখক+ব্লগারের ব্যাপারে ।

২য় জবাবের ব্যাপারেও একমত । তবে যারা সপ্তাহে খুব কম কমেন্ট করেন বা একেবারেই করেন না মাসের পর মাস যেমনটা আপনি দেখালেন , এদেরকে রিমাইন্ডার পাঠিয়ে একসময় ডি-একডিভেট করে দেওয়া উচিত ।

ম্যাচের পর ম্যাচ রান না করলে তো সে ব্যাটস্‌ম্যানকে বিশ্রামেই পাঠানো উচিত , না কি ?
231813
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
নিউজ ওয়াচ লিখেছেন : বেশি বেশি করে কমেনট করতেই থাকুন
০৯ জুন ২০১৪ দুপুর ১২:০৪
179403
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মামার বাড়ীর আবদার হাইছেন নি? বাবার হোটেলে খাইয়া ইন্টারনেটের বিল দিমু। আর আপনের মনতুষ্টির লিগ্যা হারা দিন বুলুগে মন্তব্য মাইরতে থাকমু কিল্লাই? বেতন কি আপনের পকেট থেকে দিবেন নি? আপনে এ যাবত কয়ডা কমেন্ট কইরছেন অন্যেদের বুলুগে? হিসেব কইরলে মামু একদম ধরা খাইয়া যাইবেন।
231826
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ব্লগে বেশী বেশী মেহমান দাওয়াত দেন, মেহমানদারী করেন, তবেই ব্লগ সজীব হয়ে উঠবে।

- কোন বাড়ীতে যখন মেহমানদের কদর থাকেনা, সেখানে মেহমান আসবে না।

- আবার অনেক মেহমান দাওয়াত দিয়ে সেখান থেকে বাছাইক করে, শশুধুমাত্র আত্মীয়দের মেহমান হিসেবে সম্মান দেওয়া হয়। তাহলে অতাত্মীয় মেহমান দ্বিতীয়বার নাও আসতে পারে।

- আবার আপনাদের মত গ্যাঞ্জাম পাকানোর মত মেহমান যদি আপ্যায়িত হয়, তাহলে পুরো মহল্লায় তো ঝড় উঠবেই। ফলে মেহমান আসবেনা।

এই ব্লগ বাড়িও সে ধরনের একটি অনুষ্ঠানের মত। সুতরাং বেশী বেশী মেহমান দাওয়াত দিন, তাদের যথাযত আপ্যায়ন করুন, তাহলে বাড়ীতে মেহমানের ভির লেগেই থাকবে।
০৯ জুন ২০১৪ দুপুর ১২:২৫
179408
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনি ঠিক বলেছেন। আপনাদের মত জলিলুল কদর মেহমানদের দাওয়াত দিয়ে যদি পাতের বাড়া ভাতের প্লেটটাই আবার খেড়ে নিয়ে ফেলে তখন কোন ভদ্রলোক কি আসবে পরবর্তীতে মেহমান হয়ে উক্ত বাড়ীতে?
সেদিন আপনার পোস্টকৃত কত সুন্দর একটি লেখা পড়লাম আবু ধাবিতে বাংলাদেশ এম্বাসি কর্তৃক পরিচালিত একটি স্কুলের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সাফল্যজনক খবর। মনে করেছিলাম কর্তৃপক্ষ লটকিয়ে রেখে বেবাক মানুষকে পড়ার সুযোগ দিবে। কিন্তু আশাহত হলাম। বাশেঁর উপকারীতা, মুরগীর উপকারিতা নিয়ে আপনার অসাধারণ লেখাগুলো মনে করেছিলাম অধিক পঠিত হওয়ার জন্য লটকিয়ে দেয়া হবে। কিন্তু না। বরং কর্তৃপক্ষ খুজে খুজে বস্তপচা লেখা নিয়ে আসে স্টীকি করার জন্য।
অবশ্য কিছু কিছু ভাল লেখাও যে তারা স্টীকি করে না তা নয়।
আপনার তৃতীয় নম্বার অভিযোগটা সঠিক নয়। আমার মত গ্যাঞ্জাম লাগানোর লোকদের কর্তৃপক্ষ কখনো আপ্যায়িত করেনি। বিশেষ করে আমাকে কোনদিন মেহমানদারী করেনি ওরা। আমিও তাদের মেহমানদারীর মুকাপেক্ষী নই। মেহমানদারীর পরিবর্তে ওরা আমাকে একবার হলুদ কার্ড দেখিয়ে নোটিশ দিয়েছিল বাংলাদেশের সসস্ত্রবাহিনী নিয়ে একটি তথ্য বিত্তিক লেখা পোস্ট করার কারণে। অথচ আমার লেখাটি সূত্রসহ উল্লেখ করেছিলাম যা পরবর্তীতে অনলাইনের বিভিন্ন নিউজ পোর্টাল বেশ গুরত্বের সাথেই প্রচার করেছিল।
আমি গ্যাঞ্জাম লাগাই ঠিকই। কিন্তু আমার গ্যাঞ্জাম লাগানোর কারণ বা উদ্দেশ্য হচ্চে মহল্লার লোকজন সচেতন হয়ে চোর ডাকাত তাড়ানোর জন্য সজাগ হয়ে ঘুম থেকে উঠানোর জন্যই। আপনাকে ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক মন্তব্য রেখে যাওয়ার জন্য।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১১
179426
নজরুল ইসলাম টিপু লিখেছেন : উপলব্ধির জন্য আবারো ধন্যবাদ। ভাল থাকুন।
231829
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাবতেছি কি কি সমস্যা ফেইস করি আমি Day Dreaming Day Dreaming Day Dreaming তবে আপনি কি কি ফেইস করেন তাও যদি বলে দিতেন আগে...... তো সহজ হতো আমার জন্য Chatterbox Chatterbox
০৯ জুন ২০১৪ দুপুর ০১:০৪
179419
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনি শুধু ভাবতেই থাকুন কি কি সমস্যা ফেইস করছেন। এক হাতে তো হারিকেন আছেই। সম্ভব হলে অন্য হাতে একটি তসবিহ নিতে পারেন। কি কি সমস্যা, ক্যামনে ধরি সমস্যা, কি বলিবো সমস্যা নিয়ে ইত্যাদি বিষয়গুলো হাতে তসবিহ নেয়ে ভাবতে থাকুন।
আমি তো শুরুতেই বলেছিলাম অন্য ব্লগাররা কি কি সমস্যা ফেইস করেন তার সাথে আমারগুলোশুদ্ধ এক সাথে মিলাবো এবং নতুবভাবে সমস্যাগুলো নিহ্নিত করে সমাধানের পথ খুজে বের করবো সবাই মিলে। আপনাকে ধন্যবাদ ব্লগে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
231878
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:৪৩
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
178656
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১২
179428
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ক্যাচাঁল না করে ব্লগিংয়ে কোন সমস্যা আপনার নজরে পড়লে তা তুলে ধরুন। আপনাকে ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৪৩
179443
আহ জীবন লিখেছেন : না ভাই আমি সত্যিই এটাকে সমস্যা মনে করি। হয়ত এটা আমার মনের দৈন্যতা। যখন দেখা যায় আমি আপনাকে প্রিয় ভেবে আমার লিখাটা আপনাকে পড়তে অনুরুধ করলাম। আপনি না পড়ে পোস্ট টি ক্লিক করে কেটে দিলেন বা ধুর বলে ফেলেই রাখলেন। তখন আমার মনের অবস্থা কি হবে বুজুন? ভাই প্রতিটা মানুষের বেক্তিত্ত আলাদা আলাদা। কেউ নিতে জানে দিতে জানেনা। কেউ দিতেই জানে নিতে জানেনা। কেউ দিতে নিতে দুটোই জানে। এরকম অনেক বলা যায়। আমি ভাই নিতেই জানি। তাই হয়ত পাওয়ার প্রত্যাশা বেশিই করি। উদার হতে শিখিনি আজও। আপনার মনে কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমা প্রার্থী। প্লিজ রাগ করবেন না।

অফ টপিকঃ আপনার আর ছিঁচকা চোরের স্টাইল ই আলাদা। আমার ভাল লাগে।
231891
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : ব্লগে হাতুড়ি যুদ্ধ চালু করতে হবে।
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
178658
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Loser Loser Loser Loser
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
178659
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তোমারে দিয়ে শুরু করি.... Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৫০
179499
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সাথে তীর বল্লমও রাখেন। আধুনিক মারাস্ত্রের এ যুগে আপনি শুধু হাতুড়ি নিয়েই থাকবেন?
231896
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
শেখের পোলা লিখেছেন : ভাল লেখার বেশ অভাব দেখা যাচ্ছে৷ তবে অনেক নতুন মেহমান যোগ দিয়েছে৷ তর পরও জমছেনা৷
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১৭
179432
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাল লেখা মাঝে মধ্যে চোখে পড়ে। কিন্তু তাও তেমন মূল্যায়িত হয় না। নতুন মেহমানদের মধ্যেও অনেক তা'কতওয়ার শক্তিশালী লেখকও আছেন যাদের কলমের ক্ষুরধার লেখনীতে আবালদের চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু এসব ভাল মানের লেখকদের কদর করা উচিত। আপনাকে ধন্যবাদ ব্লগে এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১০
231899
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
পারভেজ লিখেছেন : নিজের সময়-শ্রম ব্যয় করে অন্যের পকেট ভরাতে কে চায় বলেন তো? তাও আবার এ জুগে।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১৯
179433
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যতটুকু সময় সুযোগ হয় তাতেই নিজের পকেটের পাশাপাশি অন্যের পকেটেরও খোজ খবর নেয়া ভাল। বিনিময় না হলে পকেটের টাকার মান বাড়বে কেমনে?
১১
231921
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
শাহ আলম বাদশা লিখেছেন : ১/ সেরা ব্লগার নির্বাচন করা যায় ব্লগারদের ভোটে প্রতি সপ্তাহে।একটা বই হলেও পুরস্কার দিলেতো খুব ভালো হবে। সেরা পোস্ট স্টিকি করতে হবে।

২/ সেরা পোস্ট নির্ধারণ করা যায়। এটি হলে উৎসাহিত হবে ব্লগাররা ভালো পোস্ট দিতে।

৩/ সেরা লেখাগুলো নিয়ে অনায়াসেই ইবুক হতে পারে।

৪/ একজন করে ব্লগারের নিয়মিত ভার্চুয়াল সাক্ষাৎকার নেয়া যেতে পারে। নিরবাচিত ব্লগারের সাথে যোগাযোগ করে তার সংক্ষিপ্ত জীবনী তুল্র ধরা যায়। এরপর ব্লগাররা তাকে প্রশ্ন করবে আর তিনি তার জবাব দেবেন। এটাও সাপ্তাহিক বা অর্ধ সাপ্তাহিক হতে পারে।
এটা আরেকজন ব্লগার কর্তৃক বা মডু কর্তৃক হতে পারে।

০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
178665
শাহ আলম বাদশা লিখেছেন : ৫/ স্টকি পোস্ট নিয়েও ইবুক করা যায়। বইমেলায় এসব ইবুককে বই আকারে প্রকাশ করা যায় ব্লগার ও ব্লগের যৌথ সহায়তায়।

৬/ গালবাজ ব্লগারকে ২/৩ বাড় সতর্ক করার পর ব্যান করা উচিৎ, তাহলে অভিমানী পলাতক ব্লগাররা ফিরে আসবেন।
০৯ জুন ২০১৪ দুপুর ০২:৩১
179471
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যতগুলো মন্তব্য পড়েছে তার মধ্যে আপনার মন্তব্যটি সবার সেরা! আপনার প্রতিটা পয়েন্টের সাথেই আমি সহমত পোষণ করছি।
আপনার ২ নং পয়েন্টের সাথে আমি সম্পূরক হিসেবে আরেকটু আগ বাড়িয়ে বলতে চাই- এ সপ্তাহের সেরা তিনটি পোস্ট নির্বাচিত করা যায়। পরবর্তী সপ্তাহে এ তিনটি পোস্ট যথাক্রমে লেখার মান অনুযায়ী স্টীকি করা যেতে পারে।
সেরা লেখাগুলো নিয়ে অবশ্যই ই বুক এবং পরবর্তীতে তার প্রিন্ট ভার্ষন বের করা যায়। এজন্য প্রয়োজন উক্ত লেখাগুলো বিজ্ঞ পাঠকদের মতামত/গঠনমূলক মন্তব্যে নেয়ার জন্য স্টীকি করে রাখা যেতে পারে।
তবে এ ব্লগ সাইটটিতে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা আছে যা কর্তৃপক্ষ উদ্যেগ নিলে অনায়াসেই সমাধান করা যায়।
এছাড়াও ব্লগার এবং এই ব্লগ সাইটের শুভাকাংকীদের অনেক চাওয়া আছে ব্লগ সাইট থেকে। পর্যায়ক্রমে সেসব বিষয়গুলোর আসু সমাধানকল্পে ব্লগ সাইটের উন্নয়ন করা দরকার।
আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর পরামর্শমূলক মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১২
231925
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২২
জেদ্দাবাসী লিখেছেন : আপনি যে দু’য়েকটা সমস্যা ফেইস করেন নিয়মিত। ওগুলু কি?

ধন্যবাদ
০৯ জুন ২০১৪ দুপুর ০১:২৩
179436
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বিভিন্ন জনের লেখা এবং মন্তব্য/প্রতিমন্তব্যের দিকে নজর দিলেই পেয়ে যাবেন সমস্যাগুলোর বেশীর ভাগ। আপনার কাছে কোন সমস্যা মনে হলে তাও প্রকাশ করতে পারেন। সবার মতামত এবং সমস্যাগুলো এক জাগায় করলেই সমাধান করতেও সহজ হবে। আপনাকে ধন্যবাদ। সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১৩
231932
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ব্লগের কোনো সমস্যা নাই সমস্যা আমাদের। আমাদের চিন্তায় কেবল নিজে নিবো বাট দিবো না।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:২৩
179437
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাহলে আপনার চিন্তা-ভাবার চিকিৎসা করণ লাইগবো।
১৪
231950
০৭ জুন ২০১৪ রাত ০৮:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সবাই সময়ের মূল্যায়ন করে একটি লেখা পোস্ট করে লগ আউট হয়ে যান তাই অনেক মূল্যবান লেখার ও যথার্থ মন্তব্য করেনা! ভাল লেখার মূল্যায়ন পায়না বলেই অনেকে লেখা থেকে নিজেকে বিরত রাখেন। সবার উচিৎ শিক্ষনীয় মন্তব্য করা এবং কোন ভুল থাকলে ধরিয়ে দেয়া ও উৎসাহ মূলক মন্তব্য করা!
০৯ জুন ২০১৪ দুপুর ০২:৩৫
179474
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সুন্দর মন্তব্যের আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগে যারা লেখালেখি করেন তারা নিশ্চয়ই শিক্ষিত এবং কর্মব্যস্থ মানুষ। তাদের কর্ম ব্যস্থতার মাঝেও যে সময় বের করে ব্লগটাকে প্রাণবন্ত রাখেন তাদের চাওয়া পাওয়ার প্রতিও কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ।
১৫
231997
০৭ জুন ২০১৪ রাত ০৯:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : এখন পর্যন্ত কেও আমাকে পড়ার আমন্ত্রন জানিয়েছে আর পড়িনি ও মন্তব্য করিনি এরকম নাই বলা যায়। কিন্তু অনেকেই শুধু নিজেরা আমন্ত্রন করেন কিন্তু নিজের দাওয়াত গ্রহন করেন না।

আরো কিছু কারন এখান থেকে জেনে নিন
Click this link
০৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
179475
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আঁই বুইঝতে হারছি আপনেও আমাগো মাজহাবের মানুষ।
কেউ মন্তব্য না করলে আমি তাকে দোষ দেই না। আমার কথা হচ্ছে যারা অন্যের মন্তব্য পাওয়ার আশায় নিজের লেখাটা পড়ার আমন্ত্রণ জানান, কিন্তু তারা নিজেরাই অন্যের পোস্টে মন্তব্য করতে দেখা যায় না। অথচ সব সময় ব্লগে সময় দেন নিয়মিত।
১৬
232040
০৭ জুন ২০১৪ রাত ০৯:৪৭
পুস্পিতা লিখেছেন : পড়লাম।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:২০
179434
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কোন সমস্যা থাকলে তারও এক্কান ব্যবস্থাপত্র দিয়ে দিলে ভাল হয়। তারাতারি চিকিৎসা করে সুস্থ্য হয়ে উঠবে। ধন্যবাদ ব্লগে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১৭
232053
০৭ জুন ২০১৪ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গ্যাঞ্জাম দেখলে মানুষ কেন আসব?????
০৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৯
179478
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নিষিদ্ধ জিনিসের প্রতি আপনেগো বাঙ্গালরাই বেশী বেশী আকৃষ্ঠ হয়ে যান। হের লিগ্যাই তো আমার সাথে গ্যাঞ্জাম লাগানোর জন্য আপনিও চইল্যা আইলেন! আপনের নাম্বার কিন্তু ১৬ জনের পরে। আপনের পরেও আরো অনেকেই লাইনে আছে গ্যাঞ্জাম লাগানোর জন্য।
১৮
232130
০৮ জুন ২০১৪ রাত ১২:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ মাইনাস অনেক ধন্যবাদ স্বাগতম
০৯ জুন ২০১৪ দুপুর ০২:৫৫
179479
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এত্তো চুন্দর মন্তব্য!!! আইঁ তো জীবনেও কুনোদিন হাই ন এত্তো বে-সম্ভব খৌব সুওরত মন্তব্য! আন্নের মাথা থেইক্যা এতো বড় মন্তব্য বাইর অইলো ক্যামনে? আপনের এইডা কি মাথা নাকি জেনাটার? লিখলেন ক্যামনে এত্তো বিশাল মন্তব্য? কইত্থেকে আমদানী কইরলেন বিশাল মন্তব্য করনের লিগ্যা সুপার কম্পিউটার?
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৪১
179493
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওরে মোর খোদারে এত ছুন্দর মুন্তব্য আমি কেমনে কললাম! আপনার এতই পছন্দ হয়েছে আমার তো আবেগে কাইন্দা দিতে ইচ্ছে করছে....
এরাম বেসম্ভব মুন্তব্য আঁর মাথা থেকে বাইর হয়-ন। মডুগো দেওয়া....
১৯
232135
০৮ জুন ২০১৪ রাত ০১:১৮
বিদ্যালো১ লিখেছেন : 'mohioshi' bolar maddhome kichu bloggerder khota deya hoyeche. Adhoroner achoron mutei kammo noi. Kara koi comment korbe sheta ki niyom kore thik korte hobe naki?

Like, comment hoile encourage hoi, tai bole je amon na hoile likha bondho kore kore dibe naki? Ami shob shomoi blog a thaki na. Olpo kichu amontron paile pori, comment kori. Beshi time paina, tai pora o comment kora hoina. Taibole ami kauke obohela korchi na.


Amader manoshikotar o bistor unnoti dorkar. Kichu pawar asha chara udar mone likhe jete hobe.
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:০১
179481
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : apnere onek onek dunnawbath. kar kota kor bloge ase liklen kicchu boza galo na.
২০
232180
০৮ জুন ২০১৪ সকাল ০৯:২৪
বিদ্যালো১ লিখেছেন : 'মহিয়সী' বলে কিছু ব্লগারদের খোঁটাটা ভালোই দিয়েছেন। এটা কোন ভাবেই কাম্য নয়। কে কোথায় কমেন্ট করবে সেটা কি তার ইচ্ছা নাকি আমাদের? সব পোস্ট সবার ভালো লাগবেনা এটাই স্বাভাবিক। আমি কমেন্ট আদায় করতে পারিনি এটা আমার ব্যর্থতা। কিন্তু দোষ চাপাচ্ছি অন্যের ঘাড়ে?! আবার সবার সারাদিন ব্লগ এ পরে থেকে সব ব্লগ পড়া ও কমেন্ট করাও শম্ভব না।
আমরা এমন 'উদার' বলেই হয়ত আপনাদের লিখা অতদুর পৌঁছায় না।

উনাদের লিখা যে আসলেই ভালো মানের ও সবার কাছে গ্রহণযোগ্য তা ব্লগের আজকের দৈন্যদশা দেখলেই বুঝা যায়।

আমাদের অনেক উদার মনের পরিচয় দিতে হবে আর নিঃস্বার্থ হয়ে কমেন্টের আশা ছাড়াই লিখে যেতে হবে।
০৯ জুন ২০১৪ দুপুর ০২:৫৯
179480
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মহিষ কারে কইলাম আবার? আঁই তো কাউরে মহিষ, গরু, ছাগল কেচ্ছু কই ন। যে যেথায় কমেন্ট করুক, করুগ্গা। বেবাগ মানুষ্যের ব্যক্তি স্বাধীনতাকে চুরুদ্ধা জানানো উচিত হগলের। আপনেরে অনেক ধন্যবাদ ব্লগে এসে মুন্তব্য করনের জন্য।
২১
232453
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
ইবনে আহমাদ লিখেছেন : মনে দুয়ার খুলে দিয়ে ব্লগ বাড়িতে আমন্ত্রন করুন। নিজে দাওয়াত গ্রহন করুন। আমাদেরকে সাথে রাখুন।দেখবেন ব্লগ বাড়ি আবার ভরে উঠবে।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
179502
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এটা কি শুধু আমার একার দায়িত্ব?
২২
232701
০৯ জুন ২০১৪ সকাল ১১:২১
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমার ছোট মামণিটা ব্লগে তার কিছু লেখা পোষ্ট করতে চায়। এ লক্ষ্যে জিমেইলে তার একটা একাউন্ট তৈরি করে রেজিষ্ট্রেশন পেজ ফিল আপ করলাম। কিন্তু রেজিষ্ট্রেশন বাটনে যখন ক্লিক করলাম,সেটা আর কোনো ভাবেই নড়াচড়া করে না। একবার নয়, ৮/১০ বার ট্রাই করেছি। ৩টি সেপারেট কানেকশনের ৩টি পিসি থেকে ট্রাই করেছি তারপরও রেজিষ্ট্রেশন করতে পারিনি।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:০০
179504
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আলবৎ এটা একটি সমস্যা। রেজিস্ট্রেশন প্রসেসটা আরো সহজ করা উচিত। আপনি এক্কান করুণ- ভিন্ন নামে নতুন আরেকটি আইডি খুলার চেষ্টা করে দেখতে পারেন।
১০ জুন ২০১৪ সকাল ০৯:৩১
179794
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ, ট্রাই করে দেখব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File