We are not Barbie Doll
লিখেছেন লিখেছেন FM97 ০৭ জুন, ২০১৪, ০২:৪৯:০৫ দুপুর
মাঝে মাঝে মনে হয় আমাদের মেয়েদের কাছে কিছু জিনিস এমনভাবে গা-সওয়া হয়ে গেছে যে, মুখ দিয়ে সামান্য প্রতিবাদ করারও যেন মানসিকতা হারিয়ে ফেলেছি। অথচ সবচেয়ে বড় আঘাত লাগছে আমাদের সম্মানে। গোপনীয়তা বলতে থাকছে কি? সবই তো হাইলাইট! অথচ উপলব্ধি কোথায়? থাকলে কোনো মেয়েই হয়ত স্থির থাকতে পারতো না। আন্দোলনে নেমে যেতো আর চিৎকার করে বলতো- “We are not Barbie Doll”.
সম্প্রতি লাক্স চ্যানেল আই এর ফটো অ্যালবাম দেখে নিজেরই লজ্জা লাগলো। এটা কি আমার বাংলাদেশ?! ফ্যাশন শো, মডেলিং থেকে শুরু করে বিউটি কনটেস্ট এমনকি ছোট ছোট বিজ্ঞাপনে পর্যন্ত নারীদের এমন পোশাকে উপস্থাপন করা হয়- যা দেখে মাথা নিচু হয়ে যায়। কি দেশী কিবা বিদেশী! দেশীতেও কুসংস্কৃতির copy-paste চলছে। আমি জানি না, এসব দেখে ছেলেদের কি অবস্থা হয়। ভালো ছেলেরা হয়ত এসব দেখতে যাবে না, নষ্ট ছেলেরা এগুলো দেখে মজা পাবে। অতঃপর এদের শিকারে পরিণত হবে মেয়েরা।
এবার বলুন- লাভবান কে? আসলে- না ছেলে লাভবান আর নাইবা মেয়ে। বরং benefited তারা যারা ছেলে-মেয়েদের সম্মান হাতরে ব্যবসা করার নোংরা পদ্ধতি চালু করেছে। ছেলেদের করছে চরিত্র নষ্ট আর মেয়েরা হচ্ছে পতিতা। শুনতে খারাপ লাগলেও কতো জনের মন জুড়িয়ে নিজেকে সম্পূর্ণ বিক্রি করে মডেল জগতের প্ল্যাটফর্মে পা রাখা যায়- সেই খবর কি আমরা জানি? প্রত্যেক পতিতাদের পিছনের কাহিনী জানি? খুব কমই জানি। কারণ- যারা সেই পথ অতিক্রম করেছে তারা লোক-লজ্জার ভয়ে সহজে বলে না। তাই প্রশ্ন হলো- কিসের লোভে আজ মেয়েরা ইচ্ছাবশত নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিচ্ছে? সবাই “সুপারস্টার” বলবে এই কারণে? হ্যা, সমাজের অবস্থা এমনই। নিজের সম্মান বিলিয়ে দিয়ে একটা ‘সুপারস্টারের’ খেতাব পাওয়া! যেখানে নারীর দেহটাই সব। যেখানে শিখানো হয়- “নিজের গোপনীয়তা সাহসের (বলতে পারেন ‘নির্লজ্জতা’) সাথে সবার সামনে ফোকাস করো –এটাই তোমার ক্ষমতা”। কি চমৎকার নারী ক্ষমতায়ণ!
এদিকে কিছু মা-বাবারাও “আমার মেয়ে মডেল হবে” এই স্বপ্নে নিজের মেয়েকে অনৈতিক কাজ করার পথ দেখিয়ে দেন আর কিছু মেয়েরা মা-বাবার অবাধ্য হয়ে এই পথে আসে। তবে তারা বুঝতে পারে তখন- যখন কিছু করার থাকে না। আর সমস্যা আমাদের মধ্যেও আছে। আমরা বোকার মতো সম্মান হারানো নারীদেরকে মডেল বলে ডাকি। ওদের স্ট্যাইল অনুসরণ করি। অথচ এসব মডেলদের জীবনে রয়েছে একাধিক প্রেমের ঘটনা, বিয়ের পর ছাড়াছাড়ি, সংসারে অশান্তি-অথচ এরাই কিনা আমদের মডেল! জীবনে কাউকে মডেল বা আদর্শ বানানোর শর্ত কি এগুলো? জানি- অনেকেই বলবে- “আমরা ওসব দেখতে যাচ্ছি নাকি? এমনি ভালো লাগে তাই তাদের দেখি, খুব স্মার্ট লাগে তাই তাদের মতো লুক দেয়ার চেষ্টা করি”। তবে আমরা যারাই এমনটা ভাবি তারা কিন্তু পরোক্ষভাবে এসব জায়গায় নারীদের পদচারণাকে সমর্থন করছি- যাতে বেশি করে নারী এসবে জড়িয়ে নিজের জীবনকে মূল্যহীন করে দিক। সুতরাং-আমাদের বিবেক জাগ্রত হবে কি?
আমাদের এক-একটা মেয়েকে পুরো নারী জাতি নিয়ে চিন্তা করা উচিত। কেনো ইভটিজিং, ধর্ষণ, হত্যা, নারী ঘটিত অপরাধ বাড়ছে? বিউটি কনটেস্টগুলোতে নারীদের যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে নাকি চলছে দেহ প্রদর্শনী? আজকাল কিসের কবলে পড়ে যত্রতত্র একাধিক প্রেম হচ্ছে? বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা বজায় থাকছে কি? প্রশ্ন করতে হবে নিজেকে- আমরা কেমন সমাজ চাই? সম্মান বিক্রি করতে চাই নাকি নিজেকে নিরাপদে রাখতে চাই? সুতরাং নিজ সম্মান সম্পর্কে সচেতন না হলে ফন্দিবাজেরা ফয়দা উঠাবেই। তাই, যেসব কর্মে নারী জাতির সম্মান ক্ষুন্ন হয়- সেসব কর্মকে ঘৃণাভরে বয়কট করা সময়ের দাবি- তা না হলে আমরাই যেনো এসবের সমর্থক ও এসব পাপের ভাগিদার হয়ে যাচ্ছি।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখা তোরা....লীগ আছে না!
নূর হোসেনরা এখন পাড়ায় পাড়ায়...
মন্তব্য করতে লগইন করুন