ইসলামওয়ালা একটিভিস্টিদের আবেগের ঠেলাঃ এবার ইসলামের পথে আসলেন অভিনেত্রী সানি লিউন????

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৬ মে, ২০১৪, ০৮:৩০:১৮ রাত



ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোতে ইদানিং কিছু আবাল দুনিয়ার নিকৃষ্টতর ধূর্ত খুনী, জাহান্নামের অতল গর্তের নিকৃষ্ঠতর কীট ইন্টারন্যাশনাল বেইশ্যা, পৃথিবীর কুখ্যাত পাপিষ্ঠ ভয়ানক দাগি সন্ত্রাসীদের ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে অমুক সেলিব্রিটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে- সুবহানাল্লাহ!!! তমুক গাজাখোর ইসলামের পথে ফিরে এসেছে- আলহামদুলিল্লাহ!!! অমুখ লম্পট লাম্পট্যপনা ছেড়ে ইসলামের মহান সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে- মাশায়াল্লাহ!!!

উপরের পোস্টকৃত ছবিটি আমার ফেইসবুকের দু'জন কথিত ইসলামপন্থী একটিভিস্ট শেয়ার করেছে।

এসব ইসলামওয়ালা কথিত একক্টিভিস্টদের মাথা আছে ঠিকই কিন্তু মগজ আছে কিনা যথেষ্ট সন্দেহ। তারা একবার ভেবে দেখার প্রয়োজন মনে করে না অনলাইনে কত ধরনের আবাল বিভ্রান্তবাজ নাস্তিক সাধারণ সরলমনা ইসলামওলাদের অতি আবেগকে পুজি করে বোকা বানানোর জন্য এসব গর্হিত অপপ্রচার চালিয়ে বোকা বানিয়ে অট্র হাসিতে তলপেটের নাড়ি ছিড়ে চ্যতনার হস্তমৈথুনে পড়নের কাপড় ভিজায়ে ফেলছে সে খবর নেই।

বিশেষ কয়েকজন দাগী চিহ্নিত ইন্টারন্যাশনাল বেইশ্যার ইসলাম গ্রহণের ভূয়া স্বচিত্র খবর প্রচারী রোগে আক্রান্ত হওয়ার আগে একবারের জন্য হলেও কি যাচাই করা উচিত না এসব খবর সত্য কিনা?

একজন বেইশ্যা যদিও বা ইসলাম গ্রহণ করেও থাকে তা ফেইসবুকসহ মিডিয়াতে প্রচারের দায়িত্ব নিয়ে কি কোন পূণ্যের কাজ হচ্ছে? এসব বেইশ্যারা যে পরিমান যেনা ব্যবিচার করেছে, যে পরিমাণ প্রকৃতির নিয়মের বিধান লঙ্গণ করে অসভ্যতার বীজ বপন করেছে এবং তাদের বেইশ্যাগিরির কারণে পৃথিবীর কোটি কোটি যুবক যুবতীকে চরিত্রহীন করে ব্যবিচারীর স্বাক্ষী বানিয়েছে, মানুষকে পাপাচারী হতে উদ্বুদ্ধ করেছে তাদের মত একেকজন কুলাঙ্গার ইসলাম ধর্ম গ্রহণের মিথ্যা প্রচারণা চালিয়ে ইসলামকেই যে একটি হাস্যকর এবং বিদ্রুপাত্মাক ধর্মে পরিনত করার অতি সুক্ষ্ম কৌশল তা কি পশ্চাতে লাত্থি মেরে বুঝাতে হবে?

বিষয়: বিবিধ

২৬৫৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226667
২৬ মে ২০১৪ রাত ০৯:১১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অল্প শিক্ষিত বা নন শিক্ষিত লোকই কেবল এটা বিশ্বাস করতে পারে।
২৮ মে ২০১৪ দুপুর ১২:০৪
174209
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ইসলাম সম্পর্কে জানা ও বুঝার অভাবেই ধোকায় আক্রান্ত হচ্ছে। ব্যবিচারী নারী পুরুষ সম্পর্কে ইসলামের হুকুম আহকাম কি তা জানা না থাকার কারণে ধোকাজীতে আক্রান্ত হচ্ছে বেশী।
226680
২৬ মে ২০১৪ রাত ০৯:২৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।এই সব ভুয়া সংবাদে এখন ফেবু ভরে গেছে। এটা মুক্ত (? ) মনাদের চালবাজী ।
২৬ মে ২০১৪ রাত ১০:১০
173613
নোমান২৯ লিখেছেন : সহমত ।
২৮ মে ২০১৪ দুপুর ১২:০৫
174212
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওরাহমাতুল্লাহ
হাচা কথা কইচেন বদ্দা! এসব আকাম কুকাম গুলোর হোতা হচ্ছে সেই সব মুক্তকানা ধান্ধালদের কারসাজী।
226728
২৬ মে ২০১৪ রাত ১০:৫৭
শুভ্র আহমেদ লিখেছেন : ছবিটা দেখে ভাবলাম সত্যিই না-কি (!) এখন দেখি.....

সানি লিওন তার এই ছবি দেখলে হার্ট ফেইল মারবে।
২৮ মে ২০১৪ দুপুর ১২:০৮
174213
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেতি হার্টফিল মারুক বা না মারুক কিছু মানুষ তো বিভ্রান্ত হচ্ছে ঠিকই। আবার কিছু মানুষ আশ্চর্য হচ্ছে এসব খবর তো মুনো মুসলমান প্রচার করতে পারে না। তাহলে এসব কাদের কারসাজী?
226731
২৬ মে ২০১৪ রাত ১১:০১
আহ জীবন লিখেছেন : আপনার কথা ঠিক। ভুয়া খবর পরিবেশন করে আমাদের পাগল সাজাচ্ছে।

তবে ইসলাম সবার জন্য উন্মুক্ত।
নিয়ত গুনেই বিচারের ফল আসবে।

আমাদের ও উচিৎ হবে না এমন মন্তব্য করা যাতে এই উন্মুক্ত পথ রুদ্ধ না হয়ে যায় এবং মন্তব্যটি উদাহরন হয়ে থাকে।
২৮ মে ২০১৪ দুপুর ১২:১৪
174217
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভয়াবহ যেনা ব্যবিচারের শয়লাভ ঘটানোর হোতাদের কোন ধর্মেই প্রশ্রয় দেয়ার কথা নেই। কোরআনের আয়াতের উপর কারো মন্তব্য সরস হতে পারে না।
২৮ মে ২০১৪ দুপুর ১২:৪০
174236
আহ জীবন লিখেছেন : আমি মানি। আমার মন্তব্য কোনোভাবেই কোরআনের আয়াতের উপর সরস হতে পারে না। আমি শুধুই এটুকুই বলতে চেয়েছিলাম যদি কখনও তাকে আল্লাহ তৌফিক দেন ইসলামের ছায়াতলে আসার তখন সে যেন এই চিন্তা না করে যে মুসলমানরা আমাকে গ্রহন করবেনা বা সহজ ভাবে মেনে নিবে না। মন্তব্যটা এ জন্যই করা।
আর আপনি যদি আরও উপদেশ থাকে এ বিষয়ে আমাকে জানাতে পারেন। আমি শিখতে চাই।
ধন্যবাদ।
226813
২৭ মে ২০১৪ রাত ০২:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : একজন বেইশ্যা যদিও বা ইসলাম গ্রহণ করেও তা ফেইসবুকসহ মিডিয়াতে প্রচারের দায়িত্ব নিয়ে কি কোন পূণ্যের কাজ হচ্ছে? এসব বেইশ্যারা যে পরিমান যেনা ব্যবিচার করেছে, যে পরিমাণ প্রকৃতির নিয়মের বিধান লঙ্গণ করে অসভ্যতার বীজ বপন করেছে এবং তাদের বেইশ্যাগিরির কারণে পৃথিবীর কোটি কোটি যুবক যুবতীকে চরিত্রহীন করে ব্যবিচারীর স্বাক্ষী বানিয়েছে, মানুষকে পাপাচারী হতে উদ্বুদ্ধ করেছে তাদের মত একেকজন কুলাঙ্গার পবিত্র ইসলাম ধর্ম গ্রহণের মিথ্যা প্রচারণা চালিয়ে ইসলামকেই যে একটি হাস্যকর এবং বিদ্রুপাত্মাক ধর্মে পরিনত করার অতি সুক্ষ্ম কৌশল তা কি পশ্চাতে লাত্থি মেরে বুঝাতে হবে?

মনের কথাটা বললেন। ফেইসবুকে মজা বেশী পাইনা। কিছু লোক আছে কারো নামের পেছনে হোসনে মুহাম্মাদ ইত্যাদি থাকলে দারুণ খূশি। আমারেদ নেতা নেত্রীও। বাহ। মুসলমানদের খুনি নারান্দ্রর মোদি ক্ষমতায় আসলো। আর আমাদের নেত্রীরা নতুন শাড়ী পড়ে ট্রায়াল......।
২৮ মে ২০১৪ দুপুর ১২:১৭
174222
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আদমখোর নরাধম মোদি ক্ষমতায় আসলে তারাই শাড়ী পড়ে ট্রায়াল দিতে পারে যারা এসব নরাদম খুনীদের মত মানুষের রক্ত ঝড়িয়ে পিপাসা নিবারণ করে।
226839
২৭ মে ২০১৪ রাত ০৪:৪৯
আবু জারীর লিখেছেন : ইসলাম শব্দটাকে এজলাম লেখা ঠিক হয়নি।

এক ধরণের ধূর্ত ইসলামের দুশমন এগুলো করে। কিছু আবেগী ইসলামী পন্থী না বুঝেই ওগুলোতে লাইক দেয় শেয়ার করে।

শুরুতে আমিও বিষয়টি না বুঝে একবার হিল্টনকে নিয়ে সোনার বাংলায় পোষ্ট দিয়েছিলাম।
২৮ মে ২০১৪ দুপুর ১২:১৯
174226
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনাকে ধন্যবাদ। আসলে আমি বুঝাতে চেয়েছি এসব নরকের কীটগুলো ইসলামের দিকে আসেনি। বরং তারা গেছে এজলামের দিকেই। তার পরেও ঠিক করে দিয়েছি আপনার আপত্তি দেখে।
226860
২৭ মে ২০১৪ সকাল ০৮:০০
ইমরান ভাই লিখেছেন : কালকেই একটা মন্তব্য করতে চাইলাম কিন্তু সম্ভব হইনি।

প্রথমত: নাস্তিক/মুরতাদ/কাফের/মুশরেক তারা সবাই আছে কিভাবে ইসলামকে ধংশ করা যায়।
দ্বীতিয়ত: আমাদের বেকুব ভাইগুলো তারাও এদরে ফাদে পা দেয় অতি আনায়াসে।
এর একটা কারণ হল: ইসলামের জ্ঞান অর্জণ না করা। অথচ ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ।

আসলে আমরা বঙ্গালীদের একটা বদ অভ্যাস আছে সেটা হল, ধরেন বাসে ভ্রমন করছেন এখন দেখবেন একজন বলছে বাস থামান আমি পানি ত্যাগ করবো;
এখন বাস জদি থামানো হয় তাহলে কয়জন নিচে নামা কথা? নিশ্চই একজন?
কিন্তু দেখাযাবে গোটা বাসের অর্ধেক মানুষ নেমে পড়ছে এতক্ষন তাদের প্রস্রাবের কথা মাথায় ছিলনা যখনি একজনকে দেখছে তখনি তাদের প্রস্রাবে কথা স্বরণ হইছে।

তাই বাঙ্গালীর একজন প্রস্রাব করা দেখলে সবার প্রস্রাব বের হয়।

আমাদের সেই ভাইদের একই অবস্থা সবাইকে দেখে এরাও "সুবহানাল্লাহ" "আল্লাহুআকবার" বলা শুরু করে দেয়। আসলে আমার সন্দেহ আছে এরা "সুবহানাল্লাহ" "আল্লাহুআকবার" এর অর্থ জানে কি না?

কোন কিছু দেখলেই তা পরিক্ষা করে নেয়া মুসলিমের চরিত্র।

জাজাকাল্লাহু খায়রান সুন্দর একটা সতর্কতা করার জন্য। Rose Rose Rose
২৮ মে ২০১৪ দুপুর ১২:২৩
174230
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নাস্তিক/মুরতাদ/কাফের/মুশরেক তারা সবাই আছে কিভাবে ইসলামকে তুচ্চ-তাচ্ছিল্য করে সাধারণ মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা করা যায়।
দ্বীতিয়ত: আমাদের বেকুব ভাইগুলো তারাও এদরে ফাদে পা দেয় অতি আনায়াসে।
এর একটা কারণ হল: ইসলামের জ্ঞান অর্জণ না করা। অথচ ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ।

হাচা কথা কইছেন বদ্ধা!
226889
২৭ মে ২০১৪ সকাল ১০:১১
ওয়াচডগ বিডি লিখেছেন : গাঞ্জার নৌকা পাহাড় ভিরায়।
২৮ মে ২০১৪ দুপুর ০১:১৬
174259
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গাজার নৌকা শুধু পাহাড়ে ভিড়ে না, গাজার নৌকা হাওয়ায়ও চলে।
চ্যতনার হস্তমৈথুনে পড়নের কাপড় ভিজায়ে ফেলছে
কথাডা আপনের থলে থেইক্যা মাইরা দিছি। দেইখ্যান আবার হের লিগ্যা গ্যাঞ্জাম লাগাই দিয়েন না।
226965
২৭ মে ২০১৪ দুপুর ০২:৫৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম, বিষয়টা আমারও চোখে পড়েছে গতকাল। বোকার হদ্দদের কে বুঝাবে এটা মুসলমানদের বোকা বানানোর জন্য ইসলামবিদ্বেষীদের কাজ?
২৮ মে ২০১৪ দুপুর ১২:২৯
174233
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হয়তো ইসলামওয়ালারা ক্রাম্বনয়ে এসব হাস্যকর রসালো কাহানীর মতলব ধীরে ধীরে বুঝতে পারবে। ধব্যবাদ সুন্দর মন্তব্য রেখে যাওনের লিগ্যা।
১০
229117
০১ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
রক্তলাল লিখেছেন : উনি যদি সত্যি মন থেকে ইসলাম গ্রহণ করে তখন আপনি ব্যাপারটা কিভাবে নিবেন? আইয়ামে যাহেলিয়াতে ত এ'রকমই ছিল সব।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
175823
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দুনিয়াবী জীবনের প্রত্যেকের কর্মকান্ডের জবাবদিহিতা করতে হবে মরনের পর। কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয়নি। গোটা মানব জাতির জন্যই কোরআন নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চুড়ান্ত হেদায়তের দিক নির্দেশিকা দিয়ে। যৌনতাকে কোন ধর্মেই স্বীকৃতি দেয়নি। কোন পাপিষ্ঠা তার ভয়াবহ যৌনতাকে পৃথিবীর কোটি কোটি মানুষকে বিপদগামী হওয়ার উসিলা বনে তাহলে তার হিসেব দিতে হবে তার স্রষ্টার কাছে।
কোন পাপি যদি মুসলমান হয় তখন তার অতীতের যাবতীয় হিসেবে নিকাশের ফায়সালা আল্লাহর হাতে। যদি আমি আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবী করি তবে আমাদের দায়িত্ব হবে ইসলামের দেয়া বিধিবিধানের আলোকে নিজেকে পরিচালিত করা। কোন পাপি ঈমান আনলো আর কে ঈমানহীন হলো তা যাচাই বাচাই না করে ফলাও করে প্রচারের দায়িত্ব নেওয়ার মধ্যে কোন পূন্যের কাজ নেই।
১১
229120
০১ জুন ২০১৪ বিকাল ০৫:৫৯
রক্তলাল লিখেছেন : আমি আবেগী ভূল প্রচারের কথা বলছি না।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
175824
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আশা করি উত্তরটা পেয়েছেন।
১২
248927
২৮ জুলাই ২০১৪ রাত ০১:০৭
বুড়া মিয়া লিখেছেন : হুম এসব ব্যাপার এখন হরহামেশাই দেখা যাচ্ছে।
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
237498
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নেরে মেলা এক্কান ধন্যুবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File