লক্ষ্মী একটা বোন চাই

লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২৬ মে, ২০১৪, ০৮:০৫:৩৫ রাত

আমার একটি বোন চাই আদর মাখা বোন
কণ্ঠে যে তার থাকবে শুধু ভাইটি সারাক্ষণ
একটি নয় দুটি নয় হাজারটা চাই বোন
আদর দিয়ে সোহাগ দিয়ে ভরাবে যে মন
বোনের আশা করে করে হলাম ভাই চার
মাতা-পিতা ভাইদের সব হলো যে মন ভার
চারটি ভাইয়ের একটি যদি হতো আমার বোন
দুষ্টমি আর বাদরামিটা যে চলতো সারাক্ষণ
ভাই দিয়ে তো বোনের অভাব পূরণ হবার নয়
সার্চ করছি একটি বোন কোনভাবে যদি হয়
![]()
উৎস্বর্গ : ব্লগের সকল আদর এবং লক্ষ্মী বোনদের
বিষয়: বিবিধ
২৬৬১ বার পঠিত, ৩৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
***************************
একটা বোনের জন্য মনে অনেকটা যায়গা ফাঁকা ফাঁকা লাগে...ভাই আল্লাহ সীদ্ধান্তে সন্তুস্ট থাকেন...চারিদিকে তাকান সব নির্যাতিতের মাঝেই বোনকে খুঁজে পাবেন...আপনার আবেগকে হাজার সালাম....মুন্সী।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন